শ্রীনগর, 11 অক্টোবর : নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (Islamic State of Iraq and Syria) বা আইসিস (ISIS)-এর সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে রবিবার তিনজনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) বা এনআইএ (NIA) ৷ ওই তদন্তকারী সংস্থার মুখপাত্র জানিয়েছেন, শ্রীনগরের (Srinagar) আটটি জায়গায় এবং দক্ষিণ কাশ্মীরের (South Kashmir) অনন্তনাগে (Anantnag) তল্লাশি চালানো হয় ৷ সেই তল্লাশি অভিযানেই তৌহিদ লতিফ, সুহেন আহমেদ এবং আফসান পারভেজকে গ্রেফতার করা হয় ৷ তারা প্রত্যেকেই শ্রীনগরের বাসিন্দা ৷
আরও পড়ুন : Anantnag Encounter: অনন্তনাগে এনকাউন্টারে খতম জঙ্গি, জখম পুলিশকর্মী
এনআইএ-র দাবি, ভারতের বিরুদ্ধে জেহাদকে আরও রক্তক্ষয়ী করতে আইসিস ভারতীয় যুবকদের একাংশকে টার্গেট করেছে ৷ তাঁদের মৌলবাদের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা চলছে ৷ সাইবার প্রচারের মাধ্যমে তারা সন্ত্রাসবাদের জন্য অর্থ সংগ্রহ করতে চায় ৷ এর জন্য ভারতে যারা এই সংগঠনের সঙ্গে জড়িত, তাদের ছদ্ম-অনলাইন পরিচয় তৈরি করে জঙ্গি-নেটওয়ার্কের প্রসার ঘটনার ছক কষেছিল তারা ৷ অনলাইনেই মৌলবাদের প্রচার-পত্র ছড়িয়ে দেওয়া হচ্ছিল ৷
সেই খবর পেয়েই তদন্ত শুরু করে এনআইএ ৷ চলতি বছরের শুরুতে চারজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেন গোয়েন্দারা ৷ সেখান থেকে বিষয়টি সামনে আসে ৷ এনআই জানাচ্ছে যে ওই চারজনের সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে ৷ আফগানিস্তানের আইসিস-এর সঙ্গে তারা যোগাযোগ রেখে চলত ৷ তদন্ত এগোতে আরও বিস্তারিত তথ্য হাতে পান গোয়েন্দারা ৷
আরও পড়ুন : Kashmir killings: 400 জনের বেশি আটক, 40 শিক্ষককে সমন এনআইএ-র
তদন্তকারীদের দাবি, সেই সূত্র ধরেই রবিবার তল্লাশি অভিযান চালানো হয় ৷ গ্রেফতার করা হয় তিনজনকে ৷ তাদের কাছ থেকে জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত বিভিন্ন প্রচার-পত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ উদ্ধার হয়েছে বেশ কিছু মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, হার্ড ডিস্ক ৷