ETV Bharat / bharat

Nagaland Civilian Deaths : নাগাল্যান্ড গণহত্যায় কেন্দ্র ও রাজ্যকে স্বতঃপ্রণোদিত নোটিস মানবাধিকার কমিশনের - নাগাল্যান্ড গণহত্যা

নাগাল্যান্ড গণহত্যায় (Nagaland Civilian Deaths) স্বতঃপ্রণোদিতভাবে কেন্দ্রীয় সরকার এবং নাগাল্যান্ড সরকারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC Sends Notice to Centre and State Government over Nagaland Civilian Deaths) ৷ সূত্রের খবর, আগামী ছ’সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের নোটিসের জবাব দিতে হবে ৷

NHRC Sends Notice to Centre and State Government over Nagaland Civilian Deaths
Nagaland Civilian Deaths : নাগাল্যান্ড গণহত্যায় কেন্দ্র ও রাজ্যকে স্বতঃপ্রণোদিত নোটিস মানবাধিকার কমিশনের
author img

By

Published : Dec 6, 2021, 10:34 PM IST

নয়াদিল্লি, 6 ডিসেম্বর : নাগাল্যান্ড গণহত্যায় (Nagaland Civilian Deaths) স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission) ৷ নাগাল্যান্ডের মন জেলার ওই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সংবাদমাধ্যমে একের পর এক খবর সামনে এসেছে ৷ সূত্রের দাবি, তার উপর ভিত্তি করেই কেন্দ্রীয় সরকার এবং নাগাল্যান্ড সরকারকে নোটিস পাঠিয়েছে কমিশন (NHRC Sends Notice to Centre and State Government over Nagaland Civilian Deaths) ৷

আরও পড়ুন : Meghalaya CM on AFSPA : আফস্পা প্রত্যাহারের দাবিতে সরব মেঘালয়ের মুখ্যমন্ত্রী

কমিশন সূত্রে জানা গিয়েছে, শনিবারের ওই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, নাগাল্যান্ডের মুখ্যসচিব এবং নাগাল্যান্ড পুলিশের ডিজি-কে নোটিস পাঠানো হয়েছে ৷ আগামী ছ’সপ্তাহের মধ্যে তাঁদের প্রত্যেককে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন ৷ এই রিপোর্টের সঙ্গেই সিট-এর তদন্ত রিপোর্ট, নিহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব, আহতদের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য এবং অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের বিস্তারিত বিবরণ পাঠাতে হবে কমিশনের কাছে ৷

আরও পড়ুন : Nagaland Civilian Deaths : নাগাল্যান্ড গণহত্যার জন্য অমিত-রাজনাথকেই দায়ী করলেন সুস্মিতা

সেনাবাহিনীর দাবি, শনিবার সন্ধেয় ‘ভুলবশত’ গুলি চালিয়েছিলেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা ! এই দাবি সত্যি হলে বুঝতে হবে, তাঁদের কাজে ভয়ঙ্কর খামতি থেকে গিয়েছে ৷ এই বিষয়টির উপর কমিশনও গুরুত্ব আরোপ করেছে ৷ তারা এ নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাইছে ৷ এদিকে, নাগাল্যান্ড সরকার ইতিমধ্যেই সিট গঠন করে তাদের হাতে ঘটনার তদন্তভার তুলে দিয়েছে ৷ আলাদা করে তদন্ত চালাচ্ছে সামরিকবাহিনীও ৷

নয়াদিল্লি, 6 ডিসেম্বর : নাগাল্যান্ড গণহত্যায় (Nagaland Civilian Deaths) স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission) ৷ নাগাল্যান্ডের মন জেলার ওই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সংবাদমাধ্যমে একের পর এক খবর সামনে এসেছে ৷ সূত্রের দাবি, তার উপর ভিত্তি করেই কেন্দ্রীয় সরকার এবং নাগাল্যান্ড সরকারকে নোটিস পাঠিয়েছে কমিশন (NHRC Sends Notice to Centre and State Government over Nagaland Civilian Deaths) ৷

আরও পড়ুন : Meghalaya CM on AFSPA : আফস্পা প্রত্যাহারের দাবিতে সরব মেঘালয়ের মুখ্যমন্ত্রী

কমিশন সূত্রে জানা গিয়েছে, শনিবারের ওই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, নাগাল্যান্ডের মুখ্যসচিব এবং নাগাল্যান্ড পুলিশের ডিজি-কে নোটিস পাঠানো হয়েছে ৷ আগামী ছ’সপ্তাহের মধ্যে তাঁদের প্রত্যেককে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন ৷ এই রিপোর্টের সঙ্গেই সিট-এর তদন্ত রিপোর্ট, নিহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব, আহতদের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য এবং অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের বিস্তারিত বিবরণ পাঠাতে হবে কমিশনের কাছে ৷

আরও পড়ুন : Nagaland Civilian Deaths : নাগাল্যান্ড গণহত্যার জন্য অমিত-রাজনাথকেই দায়ী করলেন সুস্মিতা

সেনাবাহিনীর দাবি, শনিবার সন্ধেয় ‘ভুলবশত’ গুলি চালিয়েছিলেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা ! এই দাবি সত্যি হলে বুঝতে হবে, তাঁদের কাজে ভয়ঙ্কর খামতি থেকে গিয়েছে ৷ এই বিষয়টির উপর কমিশনও গুরুত্ব আরোপ করেছে ৷ তারা এ নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাইছে ৷ এদিকে, নাগাল্যান্ড সরকার ইতিমধ্যেই সিট গঠন করে তাদের হাতে ঘটনার তদন্তভার তুলে দিয়েছে ৷ আলাদা করে তদন্ত চালাচ্ছে সামরিকবাহিনীও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.