ETV Bharat / bharat

NHRC Notice to Telangana Govt : হায়দরাবাদে অনার কিলিংয়ের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

হায়দরাবাদের সুরুরনগরে জনসমক্ষে দলিত যুবককে কুপিয়ে খুনের ঘটনায় এবার কেসিআর সরকারের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC Notice to Telangana Chief Secretary and DGP in Suspected Honour Killing Case) ৷ পুরো বিষয়টি অনার কিলিং বলে মনে করছে কমিশন ৷

nhrc-notice-to-telangana-chief-secretary-and-dgp-in-suspected-honour-killing-case
nhrc-notice-to-telangana-chief-secretary-and-dgp-in-suspected-honour-killing-case
author img

By

Published : May 7, 2022, 1:03 PM IST

দিল্লি, 7 মে : অনার কিলিং সন্দেহে তেলাঙ্গানা সরকার এবং রাজ্য পুলিশের ডিজিকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC Notice to Telangana Chief Secretary and DGP in Suspected Honour Killing Case) ৷ জানা গিয়েছে, হায়দরাবাদে এক দলিত যুবককে খুনের অভিযোগ উঠেছে, তাঁর স্ত্রীর পরিবারের বিরুদ্ধে ৷ সংবাদ সংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী, যুবকের স্ত্রী মুসলিম ৷ জাতীয় মানবাধিকার কমিশনের সন্দেহ বিষয়টি অনার কিলিংয়ের ঘটনা হলেও হতে পারে (Suspected Honour Killing Case in Hyderabad) ৷ জানা গিয়েছে, মেয়েটির পরিবার ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক এবং বিয়ের বিরোধিতা করেছিল ৷ এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে এবং ফার্স্ট ট্র্যাক আদালতে এই মামলার শুনানি হবে ৷

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যেখানে দেখা যায়, এক যুবকে হায়দরাবাদের সুরুরনগরের রাস্তায় জনসমক্ষে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করছে দুই ব্যক্তি ৷ এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় দেশজুড়ে ৷ সংবাদ মাধ্যমে দেখানো সেই খবরের উপর নির্ভর করেই জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি জানতে চেয়ে চিঠি দেয় ৷ অভিযোগ উঠেছে, বছর 25 এর ওই যুবকের শ্যালক এবং আরেক ব্যক্তি গত 4 মে তাঁকে জনসমক্ষে কুপিয়ে খুন করে ৷ পুরো ঘটনাটি অনার কিলিং বলেই মনে করা হচ্ছে, কমিশনের তরফে দেওয়া চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন : Hyderabad Honour Killing : হায়দরাবাদে অনার কিলিং, নিহত দলিত নাগারাজুর স্ত্রী আসরিনের দাদা-সহ গ্রেফতার 2

কমিশনের ওই চিঠিতে তেলাঙ্গানার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷ যেখানে কমিশেনর তরফে বলা হয়েছে, ‘‘সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জনসমক্ষে এমন জঘন্য অপরাধ করার ক্ষেত্রে আইনের কোনও ভয়ই অভিযুক্তদের মধ্যে ছিল না ৷ যা আইনশৃঙ্খলার অবনতি এবং মানবাধিকারকে লঙ্ঘন করে ৷’’ এনিয়ে তেলাঙ্গানা সরকারের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে আগামী 4 সপ্তাহের মধ্যে ৷

দিল্লি, 7 মে : অনার কিলিং সন্দেহে তেলাঙ্গানা সরকার এবং রাজ্য পুলিশের ডিজিকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC Notice to Telangana Chief Secretary and DGP in Suspected Honour Killing Case) ৷ জানা গিয়েছে, হায়দরাবাদে এক দলিত যুবককে খুনের অভিযোগ উঠেছে, তাঁর স্ত্রীর পরিবারের বিরুদ্ধে ৷ সংবাদ সংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী, যুবকের স্ত্রী মুসলিম ৷ জাতীয় মানবাধিকার কমিশনের সন্দেহ বিষয়টি অনার কিলিংয়ের ঘটনা হলেও হতে পারে (Suspected Honour Killing Case in Hyderabad) ৷ জানা গিয়েছে, মেয়েটির পরিবার ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক এবং বিয়ের বিরোধিতা করেছিল ৷ এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে এবং ফার্স্ট ট্র্যাক আদালতে এই মামলার শুনানি হবে ৷

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যেখানে দেখা যায়, এক যুবকে হায়দরাবাদের সুরুরনগরের রাস্তায় জনসমক্ষে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করছে দুই ব্যক্তি ৷ এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় দেশজুড়ে ৷ সংবাদ মাধ্যমে দেখানো সেই খবরের উপর নির্ভর করেই জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি জানতে চেয়ে চিঠি দেয় ৷ অভিযোগ উঠেছে, বছর 25 এর ওই যুবকের শ্যালক এবং আরেক ব্যক্তি গত 4 মে তাঁকে জনসমক্ষে কুপিয়ে খুন করে ৷ পুরো ঘটনাটি অনার কিলিং বলেই মনে করা হচ্ছে, কমিশনের তরফে দেওয়া চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন : Hyderabad Honour Killing : হায়দরাবাদে অনার কিলিং, নিহত দলিত নাগারাজুর স্ত্রী আসরিনের দাদা-সহ গ্রেফতার 2

কমিশনের ওই চিঠিতে তেলাঙ্গানার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷ যেখানে কমিশেনর তরফে বলা হয়েছে, ‘‘সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জনসমক্ষে এমন জঘন্য অপরাধ করার ক্ষেত্রে আইনের কোনও ভয়ই অভিযুক্তদের মধ্যে ছিল না ৷ যা আইনশৃঙ্খলার অবনতি এবং মানবাধিকারকে লঙ্ঘন করে ৷’’ এনিয়ে তেলাঙ্গানা সরকারের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে আগামী 4 সপ্তাহের মধ্যে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.