ETV Bharat / bharat

গঙ্গা থেকে দেহ উদ্ধারের ঘটনায় উত্তরপ্রদেশ, বিহার ও কেন্দ্রকে নোটিস - গঙ্গা থেকে দেহ উদ্ধারের ঘটনায় ইউপি, বিহার ও কেন্দ্রকে নোটিস ধরাল মানবাধিকার কমিশন

সোমবার বিহারের বক্সার এলাকায় গঙ্গায় ভাসতে দেখা যায় প্রায় 50 টি মৃতদেহ ৷ এরপরই মঙ্গলবার উত্তরপ্রদেশের গাজিপুরেও গঙ্গায় ভেসে ওঠে একাধিক দেহ ৷ যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা দেশে ৷ কোথা থেকে দেহগুলি এল তা নিয়ে উঠে বিস্তর প্রশ্ন ৷ তবে সবাইকে ছাপিয়ে আজ ফের উত্তরপ্রদেশের গঙ্গার চর থেকে উদ্ধার হয় একাধিক দেহ ৷

মানবাধিকার কমিশন
মানবাধিকার কমিশন
author img

By

Published : May 13, 2021, 8:14 PM IST

নয়াদিল্লি, 13 মে : বিহার ও উত্তরপ্রদেশে গঙ্গায় একাধিক মৃতদেহ ভেসে আসা নিয়ে কেন্দ্রকে নেটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন ৷ একইসঙ্গে নোটিস পাঠানো হয়েছে উত্তরপ্রদেশ ও বিহার সরকারকেও ৷ বৃহস্পতিবার জারি করা এই নোটিসে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে ৷

আজ একটি বিবৃতি দিয়ে জাতীয় মানবাধিকার কমিশন জানায়, ‘‘ দুটি রাজ্যের চিফ সেক্রেটারি ও কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকের চিফ সেক্রেটারিকে নোটিস দেওয়া হয়েছে ৷ এবং চার সপ্তাহের মধ্যে কী পদক্ষেপ করা হয়েছে, তার রিপোর্ট জমা দিতে হবে ৷’’

সোমবার বিহারের বক্সার এলাকায় গঙ্গায় ভাসতে দেখা যায় প্রায় 50 টি মৃতদেহ ৷ এর পরই মঙ্গলবার উত্তর প্রদেশের গাজিপুরেও গঙ্গায় ভেসে ওঠে একাধিক দেহ ৷ যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা দেশে ৷ কোথা থেকে দেহগুলি এল তা নিয়ে উঠে বিস্তর প্রশ্ন ৷ তবে সবাইকে ছাপিয়ে আজ ফের উত্তরপ্রদেশের গঙ্গার চর থেকে উদ্ধার হয় একাধিক দেহ ৷ বালির চরে পুঁতে দেওয়া হয়েছিল দেহগুলিকে ৷ উত্তরপ্রদেশের উন্নাওয়ের দু'টি জায়গা থেকে মৃতদেহগুলিকে উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন : ফের উত্তরপ্রদেশ, এবার গঙ্গার চরে উদ্ধার একাধিক মৃতদেহ

পরপর দেহ উদ্ধারের ঘটনায় নড়ে চড়ে বসে মানবাধিকার কমিশন ৷ তারপরই বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল বিহার, উত্তরপ্রদেশ ও কেন্দ্রীয় সরকারের থেকে চাওয়া হয়েছে রিপোর্ট ৷ বিবৃতিতে মানবাধিকার কমিশনের তরফে বলা হয়েছে, দেখে মনে হচ্ছে প্রশাসন জনসাধারণকে সচেতন করতে এবং গঙ্গাতে মৃতদেহ পোড়ানো বন্ধ করতে ব্যর্থ হয়েছে ৷ সারি সারি মৃতদেহ গঙ্গায় পড়ে থাকায় একদিকে যেমন সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে, তেমনই বাড়ছে গঙ্গার দূষণ ৷

নয়াদিল্লি, 13 মে : বিহার ও উত্তরপ্রদেশে গঙ্গায় একাধিক মৃতদেহ ভেসে আসা নিয়ে কেন্দ্রকে নেটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন ৷ একইসঙ্গে নোটিস পাঠানো হয়েছে উত্তরপ্রদেশ ও বিহার সরকারকেও ৷ বৃহস্পতিবার জারি করা এই নোটিসে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে ৷

আজ একটি বিবৃতি দিয়ে জাতীয় মানবাধিকার কমিশন জানায়, ‘‘ দুটি রাজ্যের চিফ সেক্রেটারি ও কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকের চিফ সেক্রেটারিকে নোটিস দেওয়া হয়েছে ৷ এবং চার সপ্তাহের মধ্যে কী পদক্ষেপ করা হয়েছে, তার রিপোর্ট জমা দিতে হবে ৷’’

সোমবার বিহারের বক্সার এলাকায় গঙ্গায় ভাসতে দেখা যায় প্রায় 50 টি মৃতদেহ ৷ এর পরই মঙ্গলবার উত্তর প্রদেশের গাজিপুরেও গঙ্গায় ভেসে ওঠে একাধিক দেহ ৷ যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা দেশে ৷ কোথা থেকে দেহগুলি এল তা নিয়ে উঠে বিস্তর প্রশ্ন ৷ তবে সবাইকে ছাপিয়ে আজ ফের উত্তরপ্রদেশের গঙ্গার চর থেকে উদ্ধার হয় একাধিক দেহ ৷ বালির চরে পুঁতে দেওয়া হয়েছিল দেহগুলিকে ৷ উত্তরপ্রদেশের উন্নাওয়ের দু'টি জায়গা থেকে মৃতদেহগুলিকে উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন : ফের উত্তরপ্রদেশ, এবার গঙ্গার চরে উদ্ধার একাধিক মৃতদেহ

পরপর দেহ উদ্ধারের ঘটনায় নড়ে চড়ে বসে মানবাধিকার কমিশন ৷ তারপরই বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল বিহার, উত্তরপ্রদেশ ও কেন্দ্রীয় সরকারের থেকে চাওয়া হয়েছে রিপোর্ট ৷ বিবৃতিতে মানবাধিকার কমিশনের তরফে বলা হয়েছে, দেখে মনে হচ্ছে প্রশাসন জনসাধারণকে সচেতন করতে এবং গঙ্গাতে মৃতদেহ পোড়ানো বন্ধ করতে ব্যর্থ হয়েছে ৷ সারি সারি মৃতদেহ গঙ্গায় পড়ে থাকায় একদিকে যেমন সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে, তেমনই বাড়ছে গঙ্গার দূষণ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.