নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি :আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনার জনকল্যাণমূলক প্রকল্পগুলির বিভিন্ন দিকগুলিকে আরও সুদৃঢ় করার উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রকের ৷ আর সেই লক্ষ্যে ভারত সরকারের একাধিক মন্ত্রকের সঙ্গে যৌথভাবে কাজ করা শুরু করেছে ন্যাশনাল হেলথ অথরিটি (NHA collaborating with ministries to strengthen AB PMJAY implementation) ৷ সেইসঙ্গে প্রকল্পগুলির সুবিধাভোগীদের প্রকল্পগুলির বিষয় নিয়ে সচেতন করতে প্রচার করা হচ্ছে ৷ পাশাপাশি সুবিধাভোগীদের তথ্যভান্ডারকে আরও সমৃদ্ধ করা হচ্ছে ৷
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনার জনকল্যাণমূলক প্রকল্পগুলির (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana scheme) সুবিধাভোগীদের তথ্যভান্ডার আরও সমৃদ্ধ করার একটি উদ্দেশ্য রয়েছে ৷ আর তা হল, প্রকল্পগুলি সম্পর্কে কেউ বিশদে জানতে চাইলে, খুব সহজে যাতে তা পাওয়া যায়, এমন অতিরিক্ত প্যারামিটার যোগ করা হচ্ছে ৷ প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা বাস্তবায়নের জন্য ন্যাশনাল হেলথ অথরিটির সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে ৷ সেই সঙ্গে সঙ্গে আর্থ-সামাজিক জাতি শুমারি 2011 (Socio Economic Caste Census of 2011 beneficiary database)-র ভিত্তিতে মোট 10 কোটি 74 লক্ষ পরিবারকে এর জন্য চিহ্নিত করা হয়েছে ৷ এই প্রকল্পের অংশ হতে গেলে গ্রামীণ এবং শহরাঞ্চলের মানুষদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে ৷ যেখানে 6টি সুবিধা থেকে বঞ্চিত এবং 11টি পেশাগত মানদণ্ড নির্ধারণ করা হয়েছে ৷
আরও পড়ুন : India bans 54 Chinese apps : সুরক্ষায় ঝুঁকিপূর্ণ আরও 54 চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র
ন্যাশনাল হেলথ অথরিটি আর্থ-সামাজিক জাতি শুমারি 2011-র ভিত্তিতে সুবিধাভোগীদের তালিকা তৈরি করতে জাতীয় খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ৷ এতে সুবিধাভোগীরা রেশন কার্ডের নম্বর ব্যবহার করে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় তাঁদের নাম নথিভুক্তকরণ সংক্রান্ত তথ্য জানতে পারবেন ৷ সুবিধাভোগীরা যাতে সহজে তথ্য পেতে পারেন এবং প্রকল্পগুলি সম্পর্কে আরও বেশি করে জানতে পারবেন ৷