ETV Bharat / bharat

Oppositions Next Meeting: ভোপালে পরবর্তী বৈঠকে যৌথ জনসভার পরিকল্পনা 'ইন্ডিয়া' জোটের ! - বেঙ্গালুরু

পটনা, বেঙ্গালুরুর পর মুম্বইতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে 'ইন্ডিয়া' জোটের তৃতীয় বৈঠক ৷ আর সেই বৈঠক থেকেই প্রায় প্রতিটি দলই আসন সমঝোতার পাশাপাশি দ্রুত যাতে প্রচারে নামা যায়, সেই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে বলেই খবর ৷ ভোপালে সভা করার বিষয়ে একটি বিস্তৃত ঐকমত্যেও পৌঁছেছিল সবকটি দল ৷ তবে কোনও তারিখ চূড়ান্ত হয়নি এখনও ৷

Etv Bharat
'ইন্ডিয়া' জোট
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 10:51 PM IST

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: 'ইন্ডিয়া' জোটের পরবর্তী বৈঠকের পাশাপাশি বিরোধী দলের নেতাদের প্রথম যৌথ জনসভা হতে অনুষ্ঠিত চলেছে মধ্যপ্রদেশের ভোপালে ! অন্তত সোমবার সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিরোধী জোটের পরবর্তী বৈঠকের সঙ্গেই এবার প্রচারেও নামতে চাইছে জোটের সদস্যরা ৷ আর সেকারণেই ভোপালকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে ৷ যদিও বৈঠক এবং সভার তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর ৷

পটনা, বেঙ্গালুরুর পর মুম্বইতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে 'ইন্ডিয়া' জোটের তৃতীয় বৈঠক ৷ আর সেই বৈঠক থেকেই প্রায় প্রতিটি দলই আসন সমঝোতার পাশাপাশি দ্রুত যাতে প্রচারে নামা যায়, সেই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে বলেই খবর ৷ এরপরই জোটের সমন্বয় কমিটির পাশাপাশি একাধিক কমিটিও গঠিত হয়েছে ৷ প্রাথমিকভাবে জোটের তরফে জানানো হয়েছিল, যৌথ প্রচারের জন্য পাঁচটি জায়গাকে বেছে নেওয়া হয়েছে ৷ তার মধ্যে অবশ্য ভোপালও ছিল ৷ তবে মুম্বই বৈঠকের পর এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছিলেন, জোটের পরবর্তি বৈঠক হবে দিল্লিতে ৷

এদিন সংবাদ সংস্থা সূত্রে খবর, মুম্বইতে বিরোধী দলগুলির সদ্য সমাপ্ত বৈঠকে আলোচনা হয়েছিল যৌথ সভার বিষয়ে ৷ এমনকী ভোপালে সভা করার বিষয়ে একটি বিস্তৃত ঐকমত্যেও পৌঁছেছিল সবকটি দল ৷ তবে কোনও তারিখ চূড়ান্ত হয়নি এখনও ৷ একই সঙ্গে, এর রূপরেখাও তৈরি করা হয়নি বলেই খবর। বিরোধী জোটের পরবর্তী বৈঠক, যা পরবর্তী লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ-র বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ সূত্রের খবর, অক্টোবরের প্রথম দিকে এই জনসভা এবং বৈঠক দুই-ই অনুষ্ঠিত হতে পারে ৷

আরও পড়ুন: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তাঁর ছেলে উদয়নিধির বিরুদ্ধে মামলা

দিল্লিকেও অবশ্য বিরোধী বৈঠকের অন্যতম বিকল্প স্থান হিসাবে বিবেচনা করা হয়েছিল। তবে তারিখ সম্পর্কে এখনও কোনও নিশ্চিত তথ্য মেলেনি বলেই খবর ৷ বিরোধী নেতারা এনডিএ-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য একযোগে কার্যত কোমর বেঁধেই নেমেছেন ৷ যা গত সংসদের বাদল অধিবেশনেও প্রতিফলিত হয়েছে। 'ইন্ডিয়া' জোট ইতিমধ্যে পটনা, বেঙ্গালুরু এবং মুম্বাইতে তিনটি বৈঠক করেছে ৷ এখন নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন জায়গায় এনডিএ-র বিরুদ্ধে যৌথ সমাবেশ করারও পরিকল্পনা করেছে।

(তথ্যসূত্র- সংবাদসংস্থা পিটিআই)

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: 'ইন্ডিয়া' জোটের পরবর্তী বৈঠকের পাশাপাশি বিরোধী দলের নেতাদের প্রথম যৌথ জনসভা হতে অনুষ্ঠিত চলেছে মধ্যপ্রদেশের ভোপালে ! অন্তত সোমবার সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিরোধী জোটের পরবর্তী বৈঠকের সঙ্গেই এবার প্রচারেও নামতে চাইছে জোটের সদস্যরা ৷ আর সেকারণেই ভোপালকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে ৷ যদিও বৈঠক এবং সভার তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর ৷

পটনা, বেঙ্গালুরুর পর মুম্বইতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে 'ইন্ডিয়া' জোটের তৃতীয় বৈঠক ৷ আর সেই বৈঠক থেকেই প্রায় প্রতিটি দলই আসন সমঝোতার পাশাপাশি দ্রুত যাতে প্রচারে নামা যায়, সেই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে বলেই খবর ৷ এরপরই জোটের সমন্বয় কমিটির পাশাপাশি একাধিক কমিটিও গঠিত হয়েছে ৷ প্রাথমিকভাবে জোটের তরফে জানানো হয়েছিল, যৌথ প্রচারের জন্য পাঁচটি জায়গাকে বেছে নেওয়া হয়েছে ৷ তার মধ্যে অবশ্য ভোপালও ছিল ৷ তবে মুম্বই বৈঠকের পর এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছিলেন, জোটের পরবর্তি বৈঠক হবে দিল্লিতে ৷

এদিন সংবাদ সংস্থা সূত্রে খবর, মুম্বইতে বিরোধী দলগুলির সদ্য সমাপ্ত বৈঠকে আলোচনা হয়েছিল যৌথ সভার বিষয়ে ৷ এমনকী ভোপালে সভা করার বিষয়ে একটি বিস্তৃত ঐকমত্যেও পৌঁছেছিল সবকটি দল ৷ তবে কোনও তারিখ চূড়ান্ত হয়নি এখনও ৷ একই সঙ্গে, এর রূপরেখাও তৈরি করা হয়নি বলেই খবর। বিরোধী জোটের পরবর্তী বৈঠক, যা পরবর্তী লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ-র বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ সূত্রের খবর, অক্টোবরের প্রথম দিকে এই জনসভা এবং বৈঠক দুই-ই অনুষ্ঠিত হতে পারে ৷

আরও পড়ুন: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তাঁর ছেলে উদয়নিধির বিরুদ্ধে মামলা

দিল্লিকেও অবশ্য বিরোধী বৈঠকের অন্যতম বিকল্প স্থান হিসাবে বিবেচনা করা হয়েছিল। তবে তারিখ সম্পর্কে এখনও কোনও নিশ্চিত তথ্য মেলেনি বলেই খবর ৷ বিরোধী নেতারা এনডিএ-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য একযোগে কার্যত কোমর বেঁধেই নেমেছেন ৷ যা গত সংসদের বাদল অধিবেশনেও প্রতিফলিত হয়েছে। 'ইন্ডিয়া' জোট ইতিমধ্যে পটনা, বেঙ্গালুরু এবং মুম্বাইতে তিনটি বৈঠক করেছে ৷ এখন নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন জায়গায় এনডিএ-র বিরুদ্ধে যৌথ সমাবেশ করারও পরিকল্পনা করেছে।

(তথ্যসূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.