ETV Bharat / bharat

Next CM of Karnataka: 'অনুগ্রহে' থাকবেন কে ? দ্বৈরথে শিবকুমার-সিদ্দারামাইয়া - দক্ষিণে বিজেপির একমাত্র দুর্গ ছিল কর্ণাটক

রাজ্যে কংগ্রেসের চমকপ্রদ প্রত্যাবর্তনের জেরে কার্যত দক্ষিণ ভারত থেকে ধুয়ে-মুছে সাফ হয়ে গেল বিজেপি ৷ দক্ষিণে বিজেপির একমাত্র দুর্গ ছিল কর্ণাটক ৷

Etv Bharat
কংগ্রেসের চমকপ্রদ প্রত্যাবর্তনের
author img

By

Published : May 13, 2023, 11:10 PM IST

Updated : May 14, 2023, 9:10 AM IST

বেঙ্গালুরু/ নয়াদিল্লি, 13 মে: কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরল কংগ্রেস ৷ এরপরই মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে দলের অন্দরে ৷ নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে উদগ্রীব রাজ্যের মানুষও ৷ আর 'অনুগ্রহ'তে কে থাকবেন তা বাছতেই রবিবার বৈঠকে বসছে কংগ্রেস পরিষদীয় দল ৷

রাজ্যে কংগ্রেসের চমকপ্রদ প্রত্যাবর্তনের জেরে কার্যত দক্ষিণ ভারত থেকে ধুয়ে-মুছে সাফ হয়ে গেল বিজেপি ৷ দক্ষিণে বিজেপির একমাত্র দুর্গ ছিল কর্ণাটক ৷ জনাদেশে অবশ্য সেখান থেকেও সরে গেল পদ্ম ৷ আগামী বঠর লোকসভা ভোট, তার আগে অবশ্য পাঁচ রাজ্যের বিধানসভা ভোট আছে ৷ কংগ্রেসের এই জয় যে আগামী দিনে তাদের মনোবল আরও বাড়াবে তা দলীয় নেতৃত্বের বক্তব্যেই স্পষ্ট ৷ কিন্তু, এই মুহূর্তে শুধু দল নয়, রাজ্যের মানুষের কাছেও লাখ টাকার প্রশ্ন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন কে ? জননেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের নেতৃত্বেই দল রাজ্যে লড়াই করেছে ৷ রাজ্য কংগ্রেসে যে দু'জনেই যে গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য ৷ কিন্তু এই দুই নেতার মধ্যেই কি নির্ণায়ক হবেন একজন, নাকি 224 বিধায়কের মধ্যে অন্য কোনও মুখকে খুঁজে নেবে পার্টির হাই কমান্ড ?

রাজ্যের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া এই মুহূর্তে 75-এর কোটায়, অন্যদিকে শিবকুমার যিনি এক লক্ষেরও বেশি ভোটে কনকপুরা থেকে জয়ী হয়েছেন তাঁর বয়স 61-এর ঘরে ৷ দলীয় সূত্রে খবর, উভয়ই মুখ্যমন্ত্রী পদের জন্য সমান দৌড়ে রয়েছেন ৷ 10 বছর পর কর্ণাটকে ফের ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। 2013 থেকে 2018 সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্দারামাইয়া। এবার কি তবে শিবকুমার ? দলীয় সূত্রে খবর, শিবকুমার মূলত সাংগঠনিক নেতা ৷ কংগ্রেসের অন্দরে 'চাণক্য' বলেও পরিচিত ৷

শুধু তাই নয়, এআইসিসি ঘণিষ্ট বৃত্তেও তাঁর অবাধ যাতায়াত ৷ তবে তাঁকে এই মুহূর্তে প্রশাসনের অলিন্দে ঢুকিয়ে দিতে নারাজ দলের হাইকমান্ড ৷ এআইসিসি সূত্রে খবর, বরং তেলেঙ্গানা-সহ আগামী পাঁচ বিধানসভা ভোটে এবং লেকসভা ভোটেও প্রচারের কাজেও শিবকুমারকে লাগাতে চায় কংগ্রেস ৷ কর্ণাটকের এআইসিসি ইনচার্জ রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, রবিবার বিকাল সাড়ে পাঁচটায় কংগ্রেস পরিষদীয় দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আর সেই বৈঠক থেকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঠিক হতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন: হাতের পাঁচ বর আদতে কাঁটার মুকুট ! নির্বাচনী প্রতিশ্রুতির দিকে তাকিয়ে কর্ণাটক

বেঙ্গালুরু/ নয়াদিল্লি, 13 মে: কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরল কংগ্রেস ৷ এরপরই মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে দলের অন্দরে ৷ নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে উদগ্রীব রাজ্যের মানুষও ৷ আর 'অনুগ্রহ'তে কে থাকবেন তা বাছতেই রবিবার বৈঠকে বসছে কংগ্রেস পরিষদীয় দল ৷

রাজ্যে কংগ্রেসের চমকপ্রদ প্রত্যাবর্তনের জেরে কার্যত দক্ষিণ ভারত থেকে ধুয়ে-মুছে সাফ হয়ে গেল বিজেপি ৷ দক্ষিণে বিজেপির একমাত্র দুর্গ ছিল কর্ণাটক ৷ জনাদেশে অবশ্য সেখান থেকেও সরে গেল পদ্ম ৷ আগামী বঠর লোকসভা ভোট, তার আগে অবশ্য পাঁচ রাজ্যের বিধানসভা ভোট আছে ৷ কংগ্রেসের এই জয় যে আগামী দিনে তাদের মনোবল আরও বাড়াবে তা দলীয় নেতৃত্বের বক্তব্যেই স্পষ্ট ৷ কিন্তু, এই মুহূর্তে শুধু দল নয়, রাজ্যের মানুষের কাছেও লাখ টাকার প্রশ্ন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন কে ? জননেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের নেতৃত্বেই দল রাজ্যে লড়াই করেছে ৷ রাজ্য কংগ্রেসে যে দু'জনেই যে গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য ৷ কিন্তু এই দুই নেতার মধ্যেই কি নির্ণায়ক হবেন একজন, নাকি 224 বিধায়কের মধ্যে অন্য কোনও মুখকে খুঁজে নেবে পার্টির হাই কমান্ড ?

রাজ্যের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া এই মুহূর্তে 75-এর কোটায়, অন্যদিকে শিবকুমার যিনি এক লক্ষেরও বেশি ভোটে কনকপুরা থেকে জয়ী হয়েছেন তাঁর বয়স 61-এর ঘরে ৷ দলীয় সূত্রে খবর, উভয়ই মুখ্যমন্ত্রী পদের জন্য সমান দৌড়ে রয়েছেন ৷ 10 বছর পর কর্ণাটকে ফের ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। 2013 থেকে 2018 সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্দারামাইয়া। এবার কি তবে শিবকুমার ? দলীয় সূত্রে খবর, শিবকুমার মূলত সাংগঠনিক নেতা ৷ কংগ্রেসের অন্দরে 'চাণক্য' বলেও পরিচিত ৷

শুধু তাই নয়, এআইসিসি ঘণিষ্ট বৃত্তেও তাঁর অবাধ যাতায়াত ৷ তবে তাঁকে এই মুহূর্তে প্রশাসনের অলিন্দে ঢুকিয়ে দিতে নারাজ দলের হাইকমান্ড ৷ এআইসিসি সূত্রে খবর, বরং তেলেঙ্গানা-সহ আগামী পাঁচ বিধানসভা ভোটে এবং লেকসভা ভোটেও প্রচারের কাজেও শিবকুমারকে লাগাতে চায় কংগ্রেস ৷ কর্ণাটকের এআইসিসি ইনচার্জ রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, রবিবার বিকাল সাড়ে পাঁচটায় কংগ্রেস পরিষদীয় দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আর সেই বৈঠক থেকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঠিক হতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন: হাতের পাঁচ বর আদতে কাঁটার মুকুট ! নির্বাচনী প্রতিশ্রুতির দিকে তাকিয়ে কর্ণাটক

Last Updated : May 14, 2023, 9:10 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.