ETV Bharat / bharat

Covid19 in India : আগামী 3 মাস উৎসবের মরশুমে রাশ আলগা হলেই সর্বনাশ, সতর্কবার্তা স্বাস্থ্যসচিবের

আসছে উৎসবের মাস ৷ একের পর এক উৎসব রয়েছে দেশের বিভিন্ন রাজ্যে ৷ কিন্তু এরই মধ্যে আবার আসতে পারে করোনার তৃতীয় ঢেউ ৷ তাই দেশবাসীকে কোভিড বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব ৷ দেশে গত 24 ঘণ্টায় 34 হাজার 403 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷ ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ৷

উৎসবের মরশুমে করোনাবিধিনিষেধ ভুললে চলবে না
উৎসবের মরশুমে করোনাবিধিনিষেধ ভুললে চলবে না
author img

By

Published : Sep 17, 2021, 12:07 PM IST

নয়া দিল্লি, 17 সেপ্টেম্বর : আগামী 3 মাস অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ ৷ দেশে কোভিড-19 সংক্রমণকে নিয়ন্ত্রণ আনতে এবং তৃতীয় ঢেউয়ের শুরুতেই তাকে রুখতে আসন্ন মাসগুলিতে সচেতন থাকার বার্তা দিলেন কেন্দ্রের স্বাস্থ্যসচিব (Union Health Secretary) রাজেশ ভূষণ (Rajesh Bhushan) ৷ এ প্রসঙ্গে বৃহস্পতিবার তিনি বলেন, "বেশ কিছু উৎসব রয়েছে সামনে ৷ তাই আগামী 3 মাসে আমাদের খুবই সতর্ক থাকতে হবে ৷" তিনি সকলকে কোভিড বিধিনিষেধ ঠিকমতো মেনে চলার পরামর্শ দেন ৷

তিনি জানান, কেরালা-সহ দেশের 6টি রাজ্যের করোনা পরিস্থিতি এখনও যথেষ্ট চিন্তার ৷ দেশের মোট করোনা সংক্রমণের 56.80% খবর আসছে শুধুমাত্র কেরালায় থেকে ৷ স্বাস্থ্যসচিব বলেন, "মহারাষ্ট্রে সক্রিয় বা অ্যাক্টিভ কোভিড সংক্রমণের হার 15.16%, তামিলনাড়ুতে 4.71%, কর্নাটকে 4.50%, অন্ধ্রপ্রদেশে 4.10%, মিজোরামে 3.85% ৷" এই মুহূর্তে কেরালাই একমাত্র রাজ্য, যেখানে সংক্রামিত রোগীর সংখ্যা 1 লক্ষেরও বেশি ৷’’ তিনি জানান, গত সপ্তাহে দেশের 67.79% করোনা সংক্রমণ হয়েছে কেরালায় ৷

আরও পড়ুন : Corona update India : দৈনিক করোনা সংক্রমণ বেড়ে 34 হাজারে

সরকার 3 হাজার 361 প্রেশার সুইং এডসর্পশন (Pressure Swing Adsorption, PSA) প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করছে ৷ এর ফলে প্রতিদিন 4 হাজার 471 মেট্রিক টন অক্সিজেন উৎপাদন করা সম্ভব হবে ৷ তবে ইতিমধ্যে 1 হাজার 595 পিএসএ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে, যাতে 2 হাজার 88 মেট্রিক টন অক্সিজেন উৎপন্ন হয় বলে জানান রাজেশ ভূষণ ৷ তিনি আরও জানিয়েছেন, রাজ্য সরকারকে যে কোনওরকমে জরুরি অবস্থার মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

ভ্যাকসিনের বিষয়ে রাজেশ ভূষণ বলেন, "এখনও পর্যন্ত 57.86 কোটি মানুষ কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন এবং 18.70 কোটি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন ৷" (এই হিসেব গত 24 ঘণ্টার হিসেবের আগে দেওয়া) দেশের জনসংখ্যার 20% প্রাপ্তবয়স্ক ভ্যাকসিনের দু'টি ডোজ পেয়েছেন ৷

নয়া দিল্লি, 17 সেপ্টেম্বর : আগামী 3 মাস অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ ৷ দেশে কোভিড-19 সংক্রমণকে নিয়ন্ত্রণ আনতে এবং তৃতীয় ঢেউয়ের শুরুতেই তাকে রুখতে আসন্ন মাসগুলিতে সচেতন থাকার বার্তা দিলেন কেন্দ্রের স্বাস্থ্যসচিব (Union Health Secretary) রাজেশ ভূষণ (Rajesh Bhushan) ৷ এ প্রসঙ্গে বৃহস্পতিবার তিনি বলেন, "বেশ কিছু উৎসব রয়েছে সামনে ৷ তাই আগামী 3 মাসে আমাদের খুবই সতর্ক থাকতে হবে ৷" তিনি সকলকে কোভিড বিধিনিষেধ ঠিকমতো মেনে চলার পরামর্শ দেন ৷

তিনি জানান, কেরালা-সহ দেশের 6টি রাজ্যের করোনা পরিস্থিতি এখনও যথেষ্ট চিন্তার ৷ দেশের মোট করোনা সংক্রমণের 56.80% খবর আসছে শুধুমাত্র কেরালায় থেকে ৷ স্বাস্থ্যসচিব বলেন, "মহারাষ্ট্রে সক্রিয় বা অ্যাক্টিভ কোভিড সংক্রমণের হার 15.16%, তামিলনাড়ুতে 4.71%, কর্নাটকে 4.50%, অন্ধ্রপ্রদেশে 4.10%, মিজোরামে 3.85% ৷" এই মুহূর্তে কেরালাই একমাত্র রাজ্য, যেখানে সংক্রামিত রোগীর সংখ্যা 1 লক্ষেরও বেশি ৷’’ তিনি জানান, গত সপ্তাহে দেশের 67.79% করোনা সংক্রমণ হয়েছে কেরালায় ৷

আরও পড়ুন : Corona update India : দৈনিক করোনা সংক্রমণ বেড়ে 34 হাজারে

সরকার 3 হাজার 361 প্রেশার সুইং এডসর্পশন (Pressure Swing Adsorption, PSA) প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করছে ৷ এর ফলে প্রতিদিন 4 হাজার 471 মেট্রিক টন অক্সিজেন উৎপাদন করা সম্ভব হবে ৷ তবে ইতিমধ্যে 1 হাজার 595 পিএসএ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে, যাতে 2 হাজার 88 মেট্রিক টন অক্সিজেন উৎপন্ন হয় বলে জানান রাজেশ ভূষণ ৷ তিনি আরও জানিয়েছেন, রাজ্য সরকারকে যে কোনওরকমে জরুরি অবস্থার মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

ভ্যাকসিনের বিষয়ে রাজেশ ভূষণ বলেন, "এখনও পর্যন্ত 57.86 কোটি মানুষ কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন এবং 18.70 কোটি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন ৷" (এই হিসেব গত 24 ঘণ্টার হিসেবের আগে দেওয়া) দেশের জনসংখ্যার 20% প্রাপ্তবয়স্ক ভ্যাকসিনের দু'টি ডোজ পেয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.