ETV Bharat / bharat

TOP NEWS: দুপুর 3টে

author img

By

Published : Dec 27, 2022, 3:05 PM IST

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

ETV Bharat
টপ নিউজ

1. Kolkata Metro: একই রেকে দু’বার বিভ্রাটে ব্যাহত কলকাতার মেট্রো পরিষেবা, পরে স্বাভাবিক চলাচল শুরু

মঙ্গলবার সকালে কলকাতা মেট্রোর (Kolkata Metro) আপ লাইনে একই রেকে দু’বার বিভ্রাট দেখা দেয় ৷ যান্ত্রিক ত্রুটির কারণে (Metro Technical Problem) ওই রেক রবীন্দ্র সরোবর ও রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণের জন্য৷ পরে পরিষেবা স্বাভাবিক হয় (Metro Service Stopped) ৷ তবে এর জেরে ভোগান্তির মুখে পড়তে যাত্রীদের ৷

2. Biplab Ojha: শুভেন্দুর সভার আগে দল ছাড়লেন অনুব্রতর ডেপুটি বিপ্লব

অনুব্রত মণ্ডল এখন জেল হেফাজতে ৷ তাঁর অনুপস্থিতিতে বীরভূমের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব ওঝা (Biplab Ojha resigns from Birbum TMC District Vice President) ৷

3. Anubrata Mondal: জামিন মঞ্জুর অনুব্রত'র, নিয়ে যাওয়া হল আসানসোল সংশোধানাগারে

7 দিনের পুলিশ হেফাজতের মেয়াদ আজই শেষ ৷ দলীয় নেতাকে খুনের চেষ্টার মামলায় (Attempt to murder case) তাই আজ দুবরাজপুর আদালতে (Dubrajpur Court) পেশ করা হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)৷

4. Siliguri Corona: শিলিগুড়িতে করোনায় সংক্রমিত 3 বছরের শিশু, নমুনা গেল জিনোম সিকোয়েন্সিংয়ে

করোনায় সংক্রমিত হল এক তিন বছরের শিশু । শিশুটির সংক্রমিত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে (Siliguri Corona) ।

5. Interstate Arms Syndicate in AP: অন্ধ্রে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের হদিশ; গ্রেফতার 4 তোলাবাজ, উদ্ধার প্রচুর অস্ত্র

আন্তঃরাজ্য অস্ত্র পাচার ও তোলাবাজির (Interstate Arms Syndicate in AP) একটি বড় চক্রের হদিশ পেয়ে চক্রের চারজনকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশ পুলিশ (Andhra Pradesh News)৷ তাদের থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে ৷

6. Record Liquor Sales in Kerala: ক্রিসমাসে কেরলে রেকর্ড সংখ্যক মদ বিক্রি, আয় 250 কোটি

স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেড (বেভকো)- এর দেওয়া তথ্য বলছে, এই বড়দিনের মরসুমে (Christmas season) কেরলে মদ বিক্রি বৃদ্ধি পেয়েছে 5 শতাংশ । 'ভগবানের আপন দেশে' প্রায় 250 কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে খবর (Record Liquor Sales in Kerala) ৷

7. Tram World Cafe: ছিল ট্রাম লাইন, এখন সেখানেই সুসজ্জিত ক্যাফে

বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেল ট্রাম ওয়ার্ল্ড ৷ ফুলের টব, রেল ট্র্যাকের উপরে বসানো হয়েছে আরামদায়ক সোফা, টেবিল ও চেয়ার । ট্রাম ওয়ার্ল্ডই এখন হয়ে উঠেছে ট্রাম ক্যাফে (Tram World Cafe) ।

8. TV Actress Tunisha Sharma Funeral: আজ মুম্বইয়ে শেষকৃত্য অভিনেত্রী তুনিশা শর্মার

শনিবার অভিনেত্রী তুনিশা শর্মার দেহ মেলে তাঁর টিভি সিরিয়ালেরই সেটে ৷ তুনিশার সহ-অভিনেতা শিজান খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে তদন্তে উঠে আসে । মঙ্গলবার তুনিশার শেষকৃত্য সম্পন্ন হবে মীরা রোড শ্মশানে (TV Actress Tunisha Sharma Funeral) ৷

9. Bride-Groom Pledge Organ Donation: বর-কনে-আত্মীয়-বন্ধুরা মিলিয়ে বিয়েতে অঙ্গদানের অঙ্গীকার 60 জনের

বিয়েকে (Couple to pledge organ donation) স্মরণীয় করে রাখতে অঙ্গদানের অঙ্গীকার করলেন এক যুবক (Bride-Groom Pledge Organ Donation)৷ শুধু তিনিই নন, তাঁর আহ্বানে সাড়া দিয়ে তাঁর আত্মীয়, বন্ধুবান্ধব-সহ 60 জন ওই অঙ্গদান করবেন ৷ এই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে অঙ্গদান করছেন হবু কনেও ৷

10. Cold Wave in North India: উত্তর ভারতে পারদ পতন, আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের

উত্তর ভারতে পারদ পতনের জেরে শৈত্যপ্রবাহের সতর্কতা (North India Witness Cold Wave) ৷ আজ দিল্লি-সহ উত্তর ভারতের সর্বনিম্ন তাপমাত্রা 3-5 ডিগ্রি সেলিসিয়াসের মধ্যে রয়েছে ৷ সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট (Dense Fog at Morning) ৷

1. Kolkata Metro: একই রেকে দু’বার বিভ্রাটে ব্যাহত কলকাতার মেট্রো পরিষেবা, পরে স্বাভাবিক চলাচল শুরু

মঙ্গলবার সকালে কলকাতা মেট্রোর (Kolkata Metro) আপ লাইনে একই রেকে দু’বার বিভ্রাট দেখা দেয় ৷ যান্ত্রিক ত্রুটির কারণে (Metro Technical Problem) ওই রেক রবীন্দ্র সরোবর ও রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণের জন্য৷ পরে পরিষেবা স্বাভাবিক হয় (Metro Service Stopped) ৷ তবে এর জেরে ভোগান্তির মুখে পড়তে যাত্রীদের ৷

2. Biplab Ojha: শুভেন্দুর সভার আগে দল ছাড়লেন অনুব্রতর ডেপুটি বিপ্লব

অনুব্রত মণ্ডল এখন জেল হেফাজতে ৷ তাঁর অনুপস্থিতিতে বীরভূমের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব ওঝা (Biplab Ojha resigns from Birbum TMC District Vice President) ৷

3. Anubrata Mondal: জামিন মঞ্জুর অনুব্রত'র, নিয়ে যাওয়া হল আসানসোল সংশোধানাগারে

7 দিনের পুলিশ হেফাজতের মেয়াদ আজই শেষ ৷ দলীয় নেতাকে খুনের চেষ্টার মামলায় (Attempt to murder case) তাই আজ দুবরাজপুর আদালতে (Dubrajpur Court) পেশ করা হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)৷

4. Siliguri Corona: শিলিগুড়িতে করোনায় সংক্রমিত 3 বছরের শিশু, নমুনা গেল জিনোম সিকোয়েন্সিংয়ে

করোনায় সংক্রমিত হল এক তিন বছরের শিশু । শিশুটির সংক্রমিত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে (Siliguri Corona) ।

5. Interstate Arms Syndicate in AP: অন্ধ্রে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের হদিশ; গ্রেফতার 4 তোলাবাজ, উদ্ধার প্রচুর অস্ত্র

আন্তঃরাজ্য অস্ত্র পাচার ও তোলাবাজির (Interstate Arms Syndicate in AP) একটি বড় চক্রের হদিশ পেয়ে চক্রের চারজনকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশ পুলিশ (Andhra Pradesh News)৷ তাদের থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে ৷

6. Record Liquor Sales in Kerala: ক্রিসমাসে কেরলে রেকর্ড সংখ্যক মদ বিক্রি, আয় 250 কোটি

স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেড (বেভকো)- এর দেওয়া তথ্য বলছে, এই বড়দিনের মরসুমে (Christmas season) কেরলে মদ বিক্রি বৃদ্ধি পেয়েছে 5 শতাংশ । 'ভগবানের আপন দেশে' প্রায় 250 কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে খবর (Record Liquor Sales in Kerala) ৷

7. Tram World Cafe: ছিল ট্রাম লাইন, এখন সেখানেই সুসজ্জিত ক্যাফে

বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেল ট্রাম ওয়ার্ল্ড ৷ ফুলের টব, রেল ট্র্যাকের উপরে বসানো হয়েছে আরামদায়ক সোফা, টেবিল ও চেয়ার । ট্রাম ওয়ার্ল্ডই এখন হয়ে উঠেছে ট্রাম ক্যাফে (Tram World Cafe) ।

8. TV Actress Tunisha Sharma Funeral: আজ মুম্বইয়ে শেষকৃত্য অভিনেত্রী তুনিশা শর্মার

শনিবার অভিনেত্রী তুনিশা শর্মার দেহ মেলে তাঁর টিভি সিরিয়ালেরই সেটে ৷ তুনিশার সহ-অভিনেতা শিজান খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে তদন্তে উঠে আসে । মঙ্গলবার তুনিশার শেষকৃত্য সম্পন্ন হবে মীরা রোড শ্মশানে (TV Actress Tunisha Sharma Funeral) ৷

9. Bride-Groom Pledge Organ Donation: বর-কনে-আত্মীয়-বন্ধুরা মিলিয়ে বিয়েতে অঙ্গদানের অঙ্গীকার 60 জনের

বিয়েকে (Couple to pledge organ donation) স্মরণীয় করে রাখতে অঙ্গদানের অঙ্গীকার করলেন এক যুবক (Bride-Groom Pledge Organ Donation)৷ শুধু তিনিই নন, তাঁর আহ্বানে সাড়া দিয়ে তাঁর আত্মীয়, বন্ধুবান্ধব-সহ 60 জন ওই অঙ্গদান করবেন ৷ এই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে অঙ্গদান করছেন হবু কনেও ৷

10. Cold Wave in North India: উত্তর ভারতে পারদ পতন, আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের

উত্তর ভারতে পারদ পতনের জেরে শৈত্যপ্রবাহের সতর্কতা (North India Witness Cold Wave) ৷ আজ দিল্লি-সহ উত্তর ভারতের সর্বনিম্ন তাপমাত্রা 3-5 ডিগ্রি সেলিসিয়াসের মধ্যে রয়েছে ৷ সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট (Dense Fog at Morning) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.