ETV Bharat / bharat

TOP NEWS: সন্ধে 7টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

ETV Bharat
টপ নিউজ
author img

By

Published : Dec 25, 2022, 7:02 PM IST

1. Main Atal Hoon: বাজপেয়ীর জন্মদিনে তাঁর বায়োপিকের ফার্স্ট লুক প্রকাশ পঙ্কজের

অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee Biopic) জন্মদিনে তাঁর বায়োপিক ম্যায় অটল হুঁ-এর (Main Atal Hoon) ফার্স্ট লুক প্রকাশ করলেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)৷

2. New Born Baby Body Recovered: মর্মান্তিক ! বড়দিনে উদ্ধার প্লাস্টিকে মোড়া সদ্যোজাতের দেহ

বড়দিনে (Christmas 2022) মর্মান্তিক ঘটনা ৷ পুরাতন মালদার বেহুলা নদীর ব্রিজের নীচে থেকে এক সদ্যোজাত পুত্রসন্তানের দেহ (New Born Baby Body Recovered) উদ্ধার করা হল ৷ ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷

3. Merry Christmas: বড়দিনে বিশিষ্টদের শুভেচ্ছাবার্তায় ভাসল টুইটার

আজ বড়দিন (Christmas 2022) ৷ বিশ্বব্যাপী আমজনতার মতোই উৎসবে মেতেছেন বিশিষ্টরা ৷ টুইটারে সকলকে শুভেচ্ছাবার্তা (Merry Christmas) জানালেন তাঁরা ৷

4. Mann Ki Baat: মন কী বাত-এ মোদির মুখে করোনা সতর্কতা, দিলেন মাস্ক ব্যবহারের পরামর্শ

'মন কী বাত' অনুষ্ঠান থেকে ফের একবার দেশবাসীকে করোনা নিয়ে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Mann Ki Baat) ৷ রবিবার তিনি জানান, বেশকিছু দেশে ফের কোভিড সংক্রমণ বাড়ছে ৷ তাই সকলের মাস্ক ব্যবহার করা উচিত ৷ এদিনই ছিল চলতি বছরের শেষ 'মন কী বাত' ৷

5. Tunisha Sharma Suicide Case: তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা, সহ-অভিনেতা তথা প্রাক্তন বয়ফ্রেন্ড শিজানের পুলিশি হেফাজত

সহ-অভিনেতা শিজানের বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনেছেন তুনিশার মা। সেই অভিযোগের ভিত্তিতেই শিজানকে গ্রেফতার করে ওয়ালিব পুলিশ ৷ রবিবার শিজান খানকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷

6. Paragliding Accident: গুজরাতে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় কোরিয়ান পর্যটকের মৃত্যু

গুজরাতে এক 50 বছর বয়সি দক্ষিণ কোরিয়ার পর্যটক মারা গিয়েছেন ৷ প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় (Paragliding Accident) মৃত্যু হয় তাঁর ৷ ভারসাম্য হারিয়ে প্রায় 50 ফুট উচ্চতা থেকে পড়ে যান তিনি ।

7. Christmas in Darjeeling: নাচে-গানে বড়দিন উদযাপনে মেতে উঠল শৈলরানি

যেন একটুকরো প্যারিস! বড়দিনে নাচে-গানের সমারোহে মেতে উঠল শৈলরানি। রবিবার সকাল থেকে শৈলরানির দৃশ্যই ছিল অন্যরকম। দার্জিলিং ম্যালে (Darjeeling Mall) বড়দিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল নাচগানের। আর সেই উৎসবে সামিল হতে দেখা গেল স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের। দারুণ মনমাতানো আবহাওয়ায় দার্জিলিংয়ের ম্যালে এই ক্রিসমাস যেন আলাদা মাত্রা এনে দেয় পর্যটকদের মধ্যে (Christmas in Darjeeling)।

8. Fisherman Song Goes Viral: ভুবন বাদ্যকরের মতো গান গেয়ে ভাইরাল মুর্শিদাবাদের মৎস্যজীবী রঞ্জিত

কাঁচাবাদাম গানের জন্য দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছিল ভুবন বাদ্যকরের নাম (Bhuban Badyakar)৷ এ বার ভাইরাল হল মুর্শিদাবাদের মৎস্যজীবী রঞ্জিত মণ্ডলের গান (Fisherman Song Goes Viral)৷

9. Christmas Eve Shooting in UK: বড়দিনের প্রাক্কালে ব্রিটেনের পাবে বন্দুকবাজের তাণ্ডব ! মৃত 1, আহত 3

বড়দিনের (Christmas Eve Shooting in UK) প্রাক্কালে ব্রিটেনের একটি পাবে বন্দুকবাজের তাণ্ডবে মৃত্যু হল একজনের (Shooting at UK pub)৷ আহত হয়েছেন 3 জন ৷

10. Coronavirus in China: করোনায় কাবু চিন, বন্ধ দৈনিক রিপোর্ট প্রকাশ

করোনা সংক্রান্ত তথ্য (Coronavirus in China) ফের একবার ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে ৷ সূত্রের দাবি, রবিবার (25 ডিসেম্বর, 2022) থেকে করোনার দৈনিক তথ্য (Daily Covid Update) আর প্রকাশ করবে না চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (National Health Commission) বা এনএইচসি (NHC) ৷

1. Main Atal Hoon: বাজপেয়ীর জন্মদিনে তাঁর বায়োপিকের ফার্স্ট লুক প্রকাশ পঙ্কজের

অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee Biopic) জন্মদিনে তাঁর বায়োপিক ম্যায় অটল হুঁ-এর (Main Atal Hoon) ফার্স্ট লুক প্রকাশ করলেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)৷

2. New Born Baby Body Recovered: মর্মান্তিক ! বড়দিনে উদ্ধার প্লাস্টিকে মোড়া সদ্যোজাতের দেহ

বড়দিনে (Christmas 2022) মর্মান্তিক ঘটনা ৷ পুরাতন মালদার বেহুলা নদীর ব্রিজের নীচে থেকে এক সদ্যোজাত পুত্রসন্তানের দেহ (New Born Baby Body Recovered) উদ্ধার করা হল ৷ ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷

3. Merry Christmas: বড়দিনে বিশিষ্টদের শুভেচ্ছাবার্তায় ভাসল টুইটার

আজ বড়দিন (Christmas 2022) ৷ বিশ্বব্যাপী আমজনতার মতোই উৎসবে মেতেছেন বিশিষ্টরা ৷ টুইটারে সকলকে শুভেচ্ছাবার্তা (Merry Christmas) জানালেন তাঁরা ৷

4. Mann Ki Baat: মন কী বাত-এ মোদির মুখে করোনা সতর্কতা, দিলেন মাস্ক ব্যবহারের পরামর্শ

'মন কী বাত' অনুষ্ঠান থেকে ফের একবার দেশবাসীকে করোনা নিয়ে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Mann Ki Baat) ৷ রবিবার তিনি জানান, বেশকিছু দেশে ফের কোভিড সংক্রমণ বাড়ছে ৷ তাই সকলের মাস্ক ব্যবহার করা উচিত ৷ এদিনই ছিল চলতি বছরের শেষ 'মন কী বাত' ৷

5. Tunisha Sharma Suicide Case: তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা, সহ-অভিনেতা তথা প্রাক্তন বয়ফ্রেন্ড শিজানের পুলিশি হেফাজত

সহ-অভিনেতা শিজানের বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনেছেন তুনিশার মা। সেই অভিযোগের ভিত্তিতেই শিজানকে গ্রেফতার করে ওয়ালিব পুলিশ ৷ রবিবার শিজান খানকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷

6. Paragliding Accident: গুজরাতে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় কোরিয়ান পর্যটকের মৃত্যু

গুজরাতে এক 50 বছর বয়সি দক্ষিণ কোরিয়ার পর্যটক মারা গিয়েছেন ৷ প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় (Paragliding Accident) মৃত্যু হয় তাঁর ৷ ভারসাম্য হারিয়ে প্রায় 50 ফুট উচ্চতা থেকে পড়ে যান তিনি ।

7. Christmas in Darjeeling: নাচে-গানে বড়দিন উদযাপনে মেতে উঠল শৈলরানি

যেন একটুকরো প্যারিস! বড়দিনে নাচে-গানের সমারোহে মেতে উঠল শৈলরানি। রবিবার সকাল থেকে শৈলরানির দৃশ্যই ছিল অন্যরকম। দার্জিলিং ম্যালে (Darjeeling Mall) বড়দিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল নাচগানের। আর সেই উৎসবে সামিল হতে দেখা গেল স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের। দারুণ মনমাতানো আবহাওয়ায় দার্জিলিংয়ের ম্যালে এই ক্রিসমাস যেন আলাদা মাত্রা এনে দেয় পর্যটকদের মধ্যে (Christmas in Darjeeling)।

8. Fisherman Song Goes Viral: ভুবন বাদ্যকরের মতো গান গেয়ে ভাইরাল মুর্শিদাবাদের মৎস্যজীবী রঞ্জিত

কাঁচাবাদাম গানের জন্য দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছিল ভুবন বাদ্যকরের নাম (Bhuban Badyakar)৷ এ বার ভাইরাল হল মুর্শিদাবাদের মৎস্যজীবী রঞ্জিত মণ্ডলের গান (Fisherman Song Goes Viral)৷

9. Christmas Eve Shooting in UK: বড়দিনের প্রাক্কালে ব্রিটেনের পাবে বন্দুকবাজের তাণ্ডব ! মৃত 1, আহত 3

বড়দিনের (Christmas Eve Shooting in UK) প্রাক্কালে ব্রিটেনের একটি পাবে বন্দুকবাজের তাণ্ডবে মৃত্যু হল একজনের (Shooting at UK pub)৷ আহত হয়েছেন 3 জন ৷

10. Coronavirus in China: করোনায় কাবু চিন, বন্ধ দৈনিক রিপোর্ট প্রকাশ

করোনা সংক্রান্ত তথ্য (Coronavirus in China) ফের একবার ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে ৷ সূত্রের দাবি, রবিবার (25 ডিসেম্বর, 2022) থেকে করোনার দৈনিক তথ্য (Daily Covid Update) আর প্রকাশ করবে না চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (National Health Commission) বা এনএইচসি (NHC) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.