ETV Bharat / bharat

Top News: রাত 9টা - top news

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন এক নজরে ৷

Top News
টপ নিউজ
author img

By

Published : Nov 11, 2022, 9:03 PM IST

1.Anubrata Mondal: পঞ্চায়েতের ব্যাটন ‘কেষ্ট'র হাতেই, নির্দেশ নিয়ে ফিরলেন বীরভূমের নেতা-কর্মীরা

শুক্রবার আসানসোল সিবিআই (CBI) আদালতে অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় (Cattle Smuggling Scam) পেশ করা হয় ৷ এজলাসে সুযোগ পেয়েই তিনি বীরভূম থেকে আসা তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে নেন ৷ পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) প্রস্তুতি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশও দেন ৷

2.Suvendu Adhikari: টুজি, কমনওয়েলথের থেকেও বড় কেলেঙ্কারি ! এবার 'পানীয় জল দুর্নীতি' নিয়ে সরব শুভেন্দু

এবার রাজ্য সরকারের বিরুদ্ধে পানীয় জল দুর্নীতির (WB Drinking Water Scam) অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কী বললেন তিনি ?

3.Talibani Punishment: মধ্যযুগীয় বর্বরতা ! চোর সন্দেহে বোরিং লিফটার মেশিনে ঝুলিয়ে অভিযুক্তকে মারধর

মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ইঙ্গোরিয়া থানা এলাকায় এক যুবককে তালিবান প্রথায় শাস্তি দেওয়া হল ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত (Brutally torture video goes viral in Social Media) ৷

4.Silk Cultivation: পঞ্চায়েত ভোটের আগেই মালদার রেশম চাষে বরাদ্দ 7 কোটি

দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) ৷ তার ঠিক আগেই মালদার (Malda) রেশম চাষের (Silk Cultivation) উন্নতির জন্য 7 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার (West Bengal Government) ৷ খুশি চাষিরা ৷

5.Ramdev Divya Pharmacy: রামদেবের কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ ! শো-কজ নোটিশ আধিকারিককে

রামদেবের পতঞ্জলি গ্রুপের দিব্যা ফার্মাসির পাঁচটি ওষুধে নিষেধাজ্ঞা জারি করে নোটিশ পাঠিয়েছিলেন স্বাস্থ্য আধিকারিক ৷ তাঁকে কারণ জানতে পেয়ে শো-কজ নোটিস ধরাল উত্তরাখণ্ড সরকার (Ramdev Divya Pharmacy Controversy) ৷

6.Life Imprisonment: ডাইনি অপবাদে প্রৌঢ়াকে খুন, 11 বছর পর যাবজ্জীবন সাজা প্রাক্তন সেনাকর্মীর

11 বছর মামলা চলার পর প্রাক্তন সেনাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা (Life Imprisonment) শোনাল শিলিগুড়ির আদালত ৷ দোষী ব্যক্তির নাম সিরিয়াস দার্নাল ৷ 2011 সালে ডাইনি অপবাদ দিয়ে এক প্রৌঢ়াকে কুপিয়ে খুন করেছিল সে ৷

7.Intoxicate Man: টাওয়ারে উঠে গান-নাচে মত্ত! মদের লোভে শেষমেশ নামলেন মদ্যপ ব্যক্তি

মোবাইল টাওয়ারে (Mobile Tower) উঠে গান-নাচে মত্ত মদ্যপ ব্যক্তি ৷ কোমর দুলিয়ে গানের তালে তালে নেচে চলেছেন ৷ স্থানীয়রা দেখতে পেয়েই তড়িঘড়ি যান সেখানে ৷ নীচে নেমে আসতে বলেন ৷ কারণ সেখান থেকে যদি একবার নীচে পড়ে যায় অথবা বিদ্যুৎস্পৃষ্ট যদি হয় তাহলে ব্যস আর দেখতে হবে না ৷ অনেক অনুরোধ করেও কিছুতেই নামানো যাচ্ছে না তাঁকে ৷ শেষমেশ মদের লোভ দেখানো হল ওই মদ্যপ ব্যক্তিকে (Intoxicate Man) ৷

8.School Student Death: মালদার পর এবার পুরুলিয়া, ফের বিদ্যালয়ের শৌচাগারের পাঁচিল ভেঙে মৃত এক ছাত্র

আবার একই দৃশ্য ৷ গতকাল একই ঘটনা ঘটেছে মালদায় আর আজ পুরুলিয়ায় ৷ বিদ্যালয়ের শৌচাগারের পাঁচিল-সহ লোহার গেট ভেঙে মৃত্যু হল এক বছর নয়ের ছাত্রের (Student Died) ৷ ঘটনার জেরে ক্ষোভ ফেটে পড়েছে বাচ্চাটির পরিবার, পরিজন থেকে শুরু করে স্থানীয়রা ৷

9.Firhad Hakim: অপদার্থ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মন্তব্য ক্ষুব্ধ ফিরহাদের

ডেঙ্গি (Dengue) নিয়ে রাজ্যের ভূমিকার সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার ৷ তার পালটা প্রতিক্রিয়া দিতে গিয়ে ওই মন্ত্রীকে অপদার্থ বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

10.Sexual Harassment: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার আইটি কর্মী

নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্তার (Sexual Harassment) অভিযোগ ৷ ইকোপার্ক থানার পুলিশ (Eco Park Police Station) গ্রেফতার করল মহম্মদ তালাহা নামে এক আইটি কর্মীকে ৷

1.Anubrata Mondal: পঞ্চায়েতের ব্যাটন ‘কেষ্ট'র হাতেই, নির্দেশ নিয়ে ফিরলেন বীরভূমের নেতা-কর্মীরা

শুক্রবার আসানসোল সিবিআই (CBI) আদালতে অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় (Cattle Smuggling Scam) পেশ করা হয় ৷ এজলাসে সুযোগ পেয়েই তিনি বীরভূম থেকে আসা তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে নেন ৷ পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) প্রস্তুতি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশও দেন ৷

2.Suvendu Adhikari: টুজি, কমনওয়েলথের থেকেও বড় কেলেঙ্কারি ! এবার 'পানীয় জল দুর্নীতি' নিয়ে সরব শুভেন্দু

এবার রাজ্য সরকারের বিরুদ্ধে পানীয় জল দুর্নীতির (WB Drinking Water Scam) অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কী বললেন তিনি ?

3.Talibani Punishment: মধ্যযুগীয় বর্বরতা ! চোর সন্দেহে বোরিং লিফটার মেশিনে ঝুলিয়ে অভিযুক্তকে মারধর

মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ইঙ্গোরিয়া থানা এলাকায় এক যুবককে তালিবান প্রথায় শাস্তি দেওয়া হল ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত (Brutally torture video goes viral in Social Media) ৷

4.Silk Cultivation: পঞ্চায়েত ভোটের আগেই মালদার রেশম চাষে বরাদ্দ 7 কোটি

দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) ৷ তার ঠিক আগেই মালদার (Malda) রেশম চাষের (Silk Cultivation) উন্নতির জন্য 7 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার (West Bengal Government) ৷ খুশি চাষিরা ৷

5.Ramdev Divya Pharmacy: রামদেবের কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ ! শো-কজ নোটিশ আধিকারিককে

রামদেবের পতঞ্জলি গ্রুপের দিব্যা ফার্মাসির পাঁচটি ওষুধে নিষেধাজ্ঞা জারি করে নোটিশ পাঠিয়েছিলেন স্বাস্থ্য আধিকারিক ৷ তাঁকে কারণ জানতে পেয়ে শো-কজ নোটিস ধরাল উত্তরাখণ্ড সরকার (Ramdev Divya Pharmacy Controversy) ৷

6.Life Imprisonment: ডাইনি অপবাদে প্রৌঢ়াকে খুন, 11 বছর পর যাবজ্জীবন সাজা প্রাক্তন সেনাকর্মীর

11 বছর মামলা চলার পর প্রাক্তন সেনাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা (Life Imprisonment) শোনাল শিলিগুড়ির আদালত ৷ দোষী ব্যক্তির নাম সিরিয়াস দার্নাল ৷ 2011 সালে ডাইনি অপবাদ দিয়ে এক প্রৌঢ়াকে কুপিয়ে খুন করেছিল সে ৷

7.Intoxicate Man: টাওয়ারে উঠে গান-নাচে মত্ত! মদের লোভে শেষমেশ নামলেন মদ্যপ ব্যক্তি

মোবাইল টাওয়ারে (Mobile Tower) উঠে গান-নাচে মত্ত মদ্যপ ব্যক্তি ৷ কোমর দুলিয়ে গানের তালে তালে নেচে চলেছেন ৷ স্থানীয়রা দেখতে পেয়েই তড়িঘড়ি যান সেখানে ৷ নীচে নেমে আসতে বলেন ৷ কারণ সেখান থেকে যদি একবার নীচে পড়ে যায় অথবা বিদ্যুৎস্পৃষ্ট যদি হয় তাহলে ব্যস আর দেখতে হবে না ৷ অনেক অনুরোধ করেও কিছুতেই নামানো যাচ্ছে না তাঁকে ৷ শেষমেশ মদের লোভ দেখানো হল ওই মদ্যপ ব্যক্তিকে (Intoxicate Man) ৷

8.School Student Death: মালদার পর এবার পুরুলিয়া, ফের বিদ্যালয়ের শৌচাগারের পাঁচিল ভেঙে মৃত এক ছাত্র

আবার একই দৃশ্য ৷ গতকাল একই ঘটনা ঘটেছে মালদায় আর আজ পুরুলিয়ায় ৷ বিদ্যালয়ের শৌচাগারের পাঁচিল-সহ লোহার গেট ভেঙে মৃত্যু হল এক বছর নয়ের ছাত্রের (Student Died) ৷ ঘটনার জেরে ক্ষোভ ফেটে পড়েছে বাচ্চাটির পরিবার, পরিজন থেকে শুরু করে স্থানীয়রা ৷

9.Firhad Hakim: অপদার্থ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মন্তব্য ক্ষুব্ধ ফিরহাদের

ডেঙ্গি (Dengue) নিয়ে রাজ্যের ভূমিকার সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার ৷ তার পালটা প্রতিক্রিয়া দিতে গিয়ে ওই মন্ত্রীকে অপদার্থ বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

10.Sexual Harassment: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার আইটি কর্মী

নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্তার (Sexual Harassment) অভিযোগ ৷ ইকোপার্ক থানার পুলিশ (Eco Park Police Station) গ্রেফতার করল মহম্মদ তালাহা নামে এক আইটি কর্মীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.