ETV Bharat / bharat

TOP NEWS: রাত 9টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

ETV Bharat
news at a glance
author img

By

Published : Nov 10, 2022, 9:01 PM IST

1. Dravid on Virat-Rohit Future: রোহিত-বিরাটদের ভবিষ্যৎ নির্ধারণ করার সময় এখনও আসেনি: দ্রাবিড়

ইংল্যান্ডের কাছে হেরে আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্ট থেকে ছিটকে গেল টি-20 প্রথম বিশ্বচ্যাম্পিয়নরা ৷ তবে এখনও সময় আসেনি টি-20 স্কোয়াডে দলের সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার ৷

2. Menaka Gambhir: মানেকাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ডিভিশন বেঞ্চে ইডি, শুনানি 16 নভেম্বর

কয়লাপাচার মামলায় (Coal Smuggling Scam) মানেকা গম্ভীরকে (Menaka Gambhir) দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED)-এর ৷ মামলার শুনানি হবে আগামী 16 নভেম্বর ৷

3. Suvendu Adhikari: শহিদ দিবস পালনের আগে গঙ্গাজলে শহিদ বেদী পরিষ্কার করলেন শুভেন্দু

এবারও নন্দীগ্রাম শহিদ দিবস (Nandigram Shahid Diwas) পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তার আগে গঙ্গাজল দিয়ে শহিদ বেদী পরিষ্কার করলেন তিনি ৷

4. Short-Term Investments: স্বল্পমেয়াদি বিনিয়োগে বাড়তি সতর্কতা প্রয়োজন

ক্রমবর্ধমান সুদের হার বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের (Short Term Investments) সতর্ক থাকা প্রয়োজন । তবেই তাদের কষ্ট করে উপার্জনের কোনও ক্ষতি হবে না ৷ তা ফেরত পাওয়ার সুযোগ থাকবে (Guaranteed Returns) কীভাবে জেনে নিন ৷

5. Malaika-Arjun Marriage Speculation: শিগগিরই বিয়ের পিঁড়িতে মালাইকা-অর্জুন ?

অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে কি শিগগিরই বিয়েটা সেরে ফেলছেন (Malaika-Arjun Marriage Speculation)? নিজের ইনস্টাগ্রাম পোস্টে সেই জল্পনাই উস্কে দিলেন মালাইকা অরোরা (Malaika Arora)৷

6. Raut meets Uddhav: জেল থেকে বেরনোর পরদিনই উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ সঞ্জয় রাউতের

বুধবার জামিন পেয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Shiv Sena MP Sanjay Raut) ৷ বৃহস্পতিবার তিনি দেখা করলেন উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে ৷ পরে তিনি এনসিপির শরদ পাওয়ারের (NCP Chief Sharad Pawar) সঙ্গেও দেখা করেন ৷

7. Smoked Biscuit: বিস্কুটে কামড় দিলেই বের হচ্ছে ধোঁয়া !

মেদিনীপুর (Medinipur) শহরের কলেজিয়েট মাঠের মেলায় নজর কাড়ছে ধোঁয়া ওঠা বিস্কুট (Smoked Biscuit) ! কীভাবে তৈরি হচ্ছে এই বিস্কুট ? জানুন ৷

8. Cattle Smuggling Scam: হেলমেটে মাথা ঢেকে জঙ্গল পথে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে গেলেন তৃণমূলের কাউন্সিলর

বোলপুর পৌরসভার (Bolpur Municipality) তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার তিনি সিবিআই (CBI) অফিসে হাজিরা দেন ৷ মূল গেট দিয়ে না গিয়ে তিনি পিছন দিয়ে সিবিআই ক্যাম্প অফিসে যান তিনি ৷ পরিচয় ঢাকতে মাথায় হেলমেট পরে ছিলেন তিনি ৷

9. BDO Action Against Teacher: টি শার্ট-হাওয়াই চটি পরে বৈঠকে, পার্শ্ব শিক্ষককে বের করে দিলেন বিডিও !

টি-শার্ট ও হাওয়াই চটি পরে প্রশাসনিক বৈঠকে যাওয়ায় পুরুলিয়ার (Purulia News) এক পার্শ্ব শিক্ষককে বিডিও (BDO Action Against Teacher) বেরিয়ে যেতে বলেন বলে অভিযোগ উঠেছে (BDO throws Teacher out)৷ এ বিষয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন ওই পার্শ্ব শিক্ষক ৷

10. Malda School Student Death: স্কুলে শৌচালয়ের প্রাচীর ভেঙে ছাত্র মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র মোথাবাড়ি

মালদার মোথাবাড়িতে স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে মৃত একাদশ শ্রেণির এক ছাত্র ৷ ক্ষিপ্ত পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ (police student clash at Malda Mothabari) ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয় (Malda School Student Death) ৷

1. Dravid on Virat-Rohit Future: রোহিত-বিরাটদের ভবিষ্যৎ নির্ধারণ করার সময় এখনও আসেনি: দ্রাবিড়

ইংল্যান্ডের কাছে হেরে আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্ট থেকে ছিটকে গেল টি-20 প্রথম বিশ্বচ্যাম্পিয়নরা ৷ তবে এখনও সময় আসেনি টি-20 স্কোয়াডে দলের সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার ৷

2. Menaka Gambhir: মানেকাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ডিভিশন বেঞ্চে ইডি, শুনানি 16 নভেম্বর

কয়লাপাচার মামলায় (Coal Smuggling Scam) মানেকা গম্ভীরকে (Menaka Gambhir) দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED)-এর ৷ মামলার শুনানি হবে আগামী 16 নভেম্বর ৷

3. Suvendu Adhikari: শহিদ দিবস পালনের আগে গঙ্গাজলে শহিদ বেদী পরিষ্কার করলেন শুভেন্দু

এবারও নন্দীগ্রাম শহিদ দিবস (Nandigram Shahid Diwas) পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তার আগে গঙ্গাজল দিয়ে শহিদ বেদী পরিষ্কার করলেন তিনি ৷

4. Short-Term Investments: স্বল্পমেয়াদি বিনিয়োগে বাড়তি সতর্কতা প্রয়োজন

ক্রমবর্ধমান সুদের হার বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের (Short Term Investments) সতর্ক থাকা প্রয়োজন । তবেই তাদের কষ্ট করে উপার্জনের কোনও ক্ষতি হবে না ৷ তা ফেরত পাওয়ার সুযোগ থাকবে (Guaranteed Returns) কীভাবে জেনে নিন ৷

5. Malaika-Arjun Marriage Speculation: শিগগিরই বিয়ের পিঁড়িতে মালাইকা-অর্জুন ?

অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে কি শিগগিরই বিয়েটা সেরে ফেলছেন (Malaika-Arjun Marriage Speculation)? নিজের ইনস্টাগ্রাম পোস্টে সেই জল্পনাই উস্কে দিলেন মালাইকা অরোরা (Malaika Arora)৷

6. Raut meets Uddhav: জেল থেকে বেরনোর পরদিনই উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ সঞ্জয় রাউতের

বুধবার জামিন পেয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Shiv Sena MP Sanjay Raut) ৷ বৃহস্পতিবার তিনি দেখা করলেন উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে ৷ পরে তিনি এনসিপির শরদ পাওয়ারের (NCP Chief Sharad Pawar) সঙ্গেও দেখা করেন ৷

7. Smoked Biscuit: বিস্কুটে কামড় দিলেই বের হচ্ছে ধোঁয়া !

মেদিনীপুর (Medinipur) শহরের কলেজিয়েট মাঠের মেলায় নজর কাড়ছে ধোঁয়া ওঠা বিস্কুট (Smoked Biscuit) ! কীভাবে তৈরি হচ্ছে এই বিস্কুট ? জানুন ৷

8. Cattle Smuggling Scam: হেলমেটে মাথা ঢেকে জঙ্গল পথে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে গেলেন তৃণমূলের কাউন্সিলর

বোলপুর পৌরসভার (Bolpur Municipality) তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার তিনি সিবিআই (CBI) অফিসে হাজিরা দেন ৷ মূল গেট দিয়ে না গিয়ে তিনি পিছন দিয়ে সিবিআই ক্যাম্প অফিসে যান তিনি ৷ পরিচয় ঢাকতে মাথায় হেলমেট পরে ছিলেন তিনি ৷

9. BDO Action Against Teacher: টি শার্ট-হাওয়াই চটি পরে বৈঠকে, পার্শ্ব শিক্ষককে বের করে দিলেন বিডিও !

টি-শার্ট ও হাওয়াই চটি পরে প্রশাসনিক বৈঠকে যাওয়ায় পুরুলিয়ার (Purulia News) এক পার্শ্ব শিক্ষককে বিডিও (BDO Action Against Teacher) বেরিয়ে যেতে বলেন বলে অভিযোগ উঠেছে (BDO throws Teacher out)৷ এ বিষয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন ওই পার্শ্ব শিক্ষক ৷

10. Malda School Student Death: স্কুলে শৌচালয়ের প্রাচীর ভেঙে ছাত্র মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র মোথাবাড়ি

মালদার মোথাবাড়িতে স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে মৃত একাদশ শ্রেণির এক ছাত্র ৷ ক্ষিপ্ত পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ (police student clash at Malda Mothabari) ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয় (Malda School Student Death) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.