ETV Bharat / bharat

Top News: বিকেল 5টা - টপ নিউজ

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

Top News at 5 pm
টপ নিউজ বিকেল 5টা
author img

By

Published : Oct 21, 2022, 5:03 PM IST

1.TET Agitation: 'তৃণমূল সরকারকে ধিক্কার', টেট উত্তীর্ণদের আন্দোলনে পুলিশি জুলুমের প্রতিবাদে সরব অপর্ণা

আন্দোলনকারীদের শেষ পর্যন্ত তাঁদের গ্রেফতার করে, কার্যত মারধর করে আন্দোলন তুলে দেয় পুলিশ (TET Agitation) । এবার এই ঘটনাতেই সরব হলেন অপর্ণা সেন(Aparna Sen slams TMC Government)।

2.DYFI Agitation: ডিওয়াইএফআইয়ের মিছিলে ধুন্ধুমার, চ্যাংদোলা করে তোলা হল মীনাক্ষীকে

করুণাময়ীর পাশাপাশি সল্টলেক সিটি সেন্টারেও এসএফআই ও ডিওয়াইএফআই-এর বিক্ষোভ (SFI DYFI protest) ঘিরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠল ৷ গতকাল রাতে বিক্ষোভরত 2014 সালের টেট উত্তীর্ণ (TET Agitation) চাকরিপ্রার্থীদের পুলিশ 'জোর করে আটক' করায় তার প্রতিবাদে এ দিন বিক্ষোভ দেখায় বামেদের ছাত্র ও যুব সংগঠন ৷ বিক্ষোভের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । তাঁরা 144 ধারা মেনেই মিছিল করবেন, কিন্তু ধৃতদের ছেড়ে দিতে হবে বলে দাবি জানান তিনি ৷ রাস্তায় বসে পড়ে তিনি বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তখনই তাঁকে চ্যাংদোলা করে টেনে-হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় ৷ আটক করা হয় অন্যান্য বিক্ষোভরত কর্মীদেরও ৷

3.Blood Donation: মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্ত দিলেন অতিরিক্ত সুপার

অতিরিক্ত সুপারের (Additional Super) মানবিক রূপ দেখল ক্যানিং মহকুমা হাসপাতাল (Canning Sub Divisional Hospital) ৷ মুমূর্ষু রোগীকে নিজের রক্ত দিয়ে (Blood Donation) বাঁচালেন হাসপাতালের অতিরিক্ত সুপার শুভ্রনীল ঘোষ ৷

4.TET Agitation: গভীর রাতে পুলিশি ধরপাকড় ! কালো ব্যাজ পরে প্রতিবাদ আন্দোলনকারীদের

2014 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ বৃহস্পতিবার গভীর রাতে করুণাময়ী থেকে তুলে দেয় পুলিশ (salt lake TET agitation) ৷ মহিলাদের কেন রাতে এভাবে ধরপাকড় করা হল সেই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা (protest against police action at Karunamoyee) ৷

5.Suvendu Adhikari: ভাইপোর নাম আসাতেই সিআইডি নিজেই কয়লা তদন্ত বন্ধ করতে চাইল: শুভেন্দু অধিকারী

কালীপুজোর উদ্বোধনে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একের পর এক তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। গরু পাচার থেকে বেআইনি কয়লা পাচার, সবেতেই জড়িয়ে আছে অভিষেকের নাম, এমনটাই দাবি করলেন শুভেন্দু । বৃহস্পতিবার রাতে বারাবনির নুনীতে একটি কালীপুজোর উদ্বোধনে এসে শাসকদল ও সিআইডির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি(Suvendu Adhikari Criticise CID role on Illegal Coal and Cattle Smuggling)৷

6.TET Agitation: 'আন্দোলনের নেত্রী'র শাসনেই আন্দোলনে বাধা ! কী বলছে রাজনৈতিক মহল ?

আন্দোলন থেকেই উত্থান হয়েছিল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ অথচ তাঁর সরকারের আমলেই চাকরিপ্রার্থীদের (TET Agitation) গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশের অভিযান ! বিষয়টি কীভাবে দেখছেন রাজনীতির কারবারিরা ? খোঁজ নিল ইটিভি ভারত ৷

7.NIA Inquiry Demand: বীরভূম করিডোর, জাতীয় সুরক্ষার প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবি বিজেপির অনির্বাণের

শুধুমাত্র বীরভূমের (Birbhum) জন্য জাতীয় সুরক্ষার (National security) প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবি (NIA Inquiry Demand) করলেন বিজেপির জাতীয় নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, "বীরভূম হল পাচারের করিডোর । যে ভাবে অস্ত্র ও সামগ্রিক পাচার চলছে, তাতে জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে ৷ তাই এই তদন্ত শুধু ইডি আর সিবিআইয়ে সীমিত রাখলে হবে না ৷ আমার দাবি বীরভূমে এনআইএ তদন্ত হওয়া উচিত ৷ খুব প্রয়োজন এনআইএ তদন্তের ৷"

8.Nabanna Ready for Sitrang: ধেয়ে আসছে সিতরাং ! কোমর বেঁধে তৈরি নবান্ন

ঘূর্ণিঝড় সিতরাং-এর (Cyclone Sitrang) পূর্বাভাস পেয়ে আগাম সতর্কতা নিল রাজ্য প্রশাসন ৷ ঝড় মোকাবিলায় কোমর বেঁধে তৈরি নবান্ন (Nabanna Ready for Sitrang)৷

9.Ghewar Recipe: দীপাবলিতে স্বাদ বদলে বাড়িতে ট্রাই করুন রাজস্থানী মিষ্টি, রইল রেসিপি

ঘেওয়ার হল একটি রাজস্থানী জনপ্রিয় সুস্বাদু মিষ্টি(Diwali Special Sweet Ghewar Recipe)৷ যা তিজ উৎসবের সময় বানানো হয়ে থাকে ৷ এটি গোলাকৃতির একটি মিষ্টি যা ঘি ও ময়দা দিয়ে তৈরি করা হয় ৷ এরপর চিনির রসে ভিজিয়ে একটি প্লেটে তুলে খোয়া ক্ষীর ও কাজুবাদাম, আমন্ডস দিয়ে সাজিয়ে পরিবেশন করা হয় ৷ এবার দীপাবলি বা ভাইফোঁটায় আপনিও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রাজস্থানী মিষ্টি(Ghewar Recipe)৷ উৎসব জমে উঠুক বাংলা ও রাজস্থানের মিশ্রণে ৷ রেসিপি দিচ্ছে ইটিভি ভারত ৷

10.Special Alert for Farmers: দুর্যোগের আশংকা ! দক্ষিণবঙ্গে জারি কৃষি সতর্কতা

কালীপুজোর (Kali Puja 2022) সময়েই রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং (Cyclone Sitrang) ৷ সেই আশংকাতেই দক্ষিণবঙ্গের কৃষকদের উদ্দেশে নিম্নচাপ সংক্রান্ত সতর্কবার্তা (Depression Alert for South Bengal) জারি করা হয়েছে ৷

1.TET Agitation: 'তৃণমূল সরকারকে ধিক্কার', টেট উত্তীর্ণদের আন্দোলনে পুলিশি জুলুমের প্রতিবাদে সরব অপর্ণা

আন্দোলনকারীদের শেষ পর্যন্ত তাঁদের গ্রেফতার করে, কার্যত মারধর করে আন্দোলন তুলে দেয় পুলিশ (TET Agitation) । এবার এই ঘটনাতেই সরব হলেন অপর্ণা সেন(Aparna Sen slams TMC Government)।

2.DYFI Agitation: ডিওয়াইএফআইয়ের মিছিলে ধুন্ধুমার, চ্যাংদোলা করে তোলা হল মীনাক্ষীকে

করুণাময়ীর পাশাপাশি সল্টলেক সিটি সেন্টারেও এসএফআই ও ডিওয়াইএফআই-এর বিক্ষোভ (SFI DYFI protest) ঘিরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠল ৷ গতকাল রাতে বিক্ষোভরত 2014 সালের টেট উত্তীর্ণ (TET Agitation) চাকরিপ্রার্থীদের পুলিশ 'জোর করে আটক' করায় তার প্রতিবাদে এ দিন বিক্ষোভ দেখায় বামেদের ছাত্র ও যুব সংগঠন ৷ বিক্ষোভের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । তাঁরা 144 ধারা মেনেই মিছিল করবেন, কিন্তু ধৃতদের ছেড়ে দিতে হবে বলে দাবি জানান তিনি ৷ রাস্তায় বসে পড়ে তিনি বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তখনই তাঁকে চ্যাংদোলা করে টেনে-হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় ৷ আটক করা হয় অন্যান্য বিক্ষোভরত কর্মীদেরও ৷

3.Blood Donation: মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্ত দিলেন অতিরিক্ত সুপার

অতিরিক্ত সুপারের (Additional Super) মানবিক রূপ দেখল ক্যানিং মহকুমা হাসপাতাল (Canning Sub Divisional Hospital) ৷ মুমূর্ষু রোগীকে নিজের রক্ত দিয়ে (Blood Donation) বাঁচালেন হাসপাতালের অতিরিক্ত সুপার শুভ্রনীল ঘোষ ৷

4.TET Agitation: গভীর রাতে পুলিশি ধরপাকড় ! কালো ব্যাজ পরে প্রতিবাদ আন্দোলনকারীদের

2014 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ বৃহস্পতিবার গভীর রাতে করুণাময়ী থেকে তুলে দেয় পুলিশ (salt lake TET agitation) ৷ মহিলাদের কেন রাতে এভাবে ধরপাকড় করা হল সেই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা (protest against police action at Karunamoyee) ৷

5.Suvendu Adhikari: ভাইপোর নাম আসাতেই সিআইডি নিজেই কয়লা তদন্ত বন্ধ করতে চাইল: শুভেন্দু অধিকারী

কালীপুজোর উদ্বোধনে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একের পর এক তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। গরু পাচার থেকে বেআইনি কয়লা পাচার, সবেতেই জড়িয়ে আছে অভিষেকের নাম, এমনটাই দাবি করলেন শুভেন্দু । বৃহস্পতিবার রাতে বারাবনির নুনীতে একটি কালীপুজোর উদ্বোধনে এসে শাসকদল ও সিআইডির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি(Suvendu Adhikari Criticise CID role on Illegal Coal and Cattle Smuggling)৷

6.TET Agitation: 'আন্দোলনের নেত্রী'র শাসনেই আন্দোলনে বাধা ! কী বলছে রাজনৈতিক মহল ?

আন্দোলন থেকেই উত্থান হয়েছিল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ অথচ তাঁর সরকারের আমলেই চাকরিপ্রার্থীদের (TET Agitation) গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশের অভিযান ! বিষয়টি কীভাবে দেখছেন রাজনীতির কারবারিরা ? খোঁজ নিল ইটিভি ভারত ৷

7.NIA Inquiry Demand: বীরভূম করিডোর, জাতীয় সুরক্ষার প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবি বিজেপির অনির্বাণের

শুধুমাত্র বীরভূমের (Birbhum) জন্য জাতীয় সুরক্ষার (National security) প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবি (NIA Inquiry Demand) করলেন বিজেপির জাতীয় নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, "বীরভূম হল পাচারের করিডোর । যে ভাবে অস্ত্র ও সামগ্রিক পাচার চলছে, তাতে জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে ৷ তাই এই তদন্ত শুধু ইডি আর সিবিআইয়ে সীমিত রাখলে হবে না ৷ আমার দাবি বীরভূমে এনআইএ তদন্ত হওয়া উচিত ৷ খুব প্রয়োজন এনআইএ তদন্তের ৷"

8.Nabanna Ready for Sitrang: ধেয়ে আসছে সিতরাং ! কোমর বেঁধে তৈরি নবান্ন

ঘূর্ণিঝড় সিতরাং-এর (Cyclone Sitrang) পূর্বাভাস পেয়ে আগাম সতর্কতা নিল রাজ্য প্রশাসন ৷ ঝড় মোকাবিলায় কোমর বেঁধে তৈরি নবান্ন (Nabanna Ready for Sitrang)৷

9.Ghewar Recipe: দীপাবলিতে স্বাদ বদলে বাড়িতে ট্রাই করুন রাজস্থানী মিষ্টি, রইল রেসিপি

ঘেওয়ার হল একটি রাজস্থানী জনপ্রিয় সুস্বাদু মিষ্টি(Diwali Special Sweet Ghewar Recipe)৷ যা তিজ উৎসবের সময় বানানো হয়ে থাকে ৷ এটি গোলাকৃতির একটি মিষ্টি যা ঘি ও ময়দা দিয়ে তৈরি করা হয় ৷ এরপর চিনির রসে ভিজিয়ে একটি প্লেটে তুলে খোয়া ক্ষীর ও কাজুবাদাম, আমন্ডস দিয়ে সাজিয়ে পরিবেশন করা হয় ৷ এবার দীপাবলি বা ভাইফোঁটায় আপনিও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রাজস্থানী মিষ্টি(Ghewar Recipe)৷ উৎসব জমে উঠুক বাংলা ও রাজস্থানের মিশ্রণে ৷ রেসিপি দিচ্ছে ইটিভি ভারত ৷

10.Special Alert for Farmers: দুর্যোগের আশংকা ! দক্ষিণবঙ্গে জারি কৃষি সতর্কতা

কালীপুজোর (Kali Puja 2022) সময়েই রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং (Cyclone Sitrang) ৷ সেই আশংকাতেই দক্ষিণবঙ্গের কৃষকদের উদ্দেশে নিম্নচাপ সংক্রান্ত সতর্কবার্তা (Depression Alert for South Bengal) জারি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.