ETV Bharat / bharat

Top News: সকাল 9টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

Top News
সকাল 9টা
author img

By

Published : Sep 16, 2022, 9:02 AM IST

1. CUET UG 2022 RESULTS: প্রকাশিত হল সিইউইটি ইউজি-র ফলাফল

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট স্নাতক, ও সিইউইটি ইউজি পরীক্ষার ফল ঘোষণা করেছে (CUET UG 2022 RESULTS)। প্রার্থীরা অনলাইনে তাঁদের প্রাপ্ত নম্বর চেক করতে পারেন।

2. Lakhimpur Incident: উত্তরপ্রদেশের নারকীয় ঘটনায় জাতীয় মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূলের

সম্প্রতি লখিমপুর খেরিতে দুই দলিত বোনের দেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ তাদের মায়ের অভিযোগ দুই মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে ৷ তারপর খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয় ৷ এর বিরুদ্ধে সরব হল তৃণমূল (TMC criticizes two Dalit Sisters Death) ৷

3. West Bengal Weather Update: কিংবদন্তিদের ক্রিকেটে বাধা হবে না বৃষ্টি

কিংবদন্তিদের হাত ধরে ক্রিকেট ফিরছে ইডেনে ৷ এদিকে সদ্য নিম্নচাপ সরে বৃষ্টি একটু ধরেছে ৷ পুজোর মুখে চিন্তা বাড়িয়ে আবার নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে ৷ আর তাই বৃষ্টিতে খেলা পণ্ড হবে কি না তা নিয়ে চিন্তিত ক্রীড়াপ্রেমীরা (IMD Kolkata Weather) ৷

4. Minakshi Mukherjee: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি মীনাক্ষীর

শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি তুললেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Reacts After Arrest of Kalyanmoy Ganguly)। বৃহস্পতিবার মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত সিপিএমের ছাত্র-যুব সংগঠনের এক মহামিছিলে সামিল হন তিনি ।

5. BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে পুলিশি হামলার অভিযোগ, তদন্তে কমিটি গঠন নাড্ডার

13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি ছিল ৷ এদিন কলকাতা শহরের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিশ বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়েছে (Clash over BJP Nabanna Abhijan ) ৷

6. Mamata Banerjee: চপের পর কচুরিপানা শিল্প ! শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের পরামর্শ মমতার

রাজ্যের শিক্ষিত বেকারদের কচুরিপানা (water hyacinths) দিয়ে ব্যাগ ও কাশফুলের তুলো দিয়ে লেপ এবং বাচ্চাদের বালিশ করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ এছাড়া পুজোতে চা-বিস্কুট ও ঘুগনির ব্যবসা করার কথা রাজ্যবাসীকে বলেন তিনি ৷

7. Market Price in Kolkata: আজ সবজি-মাছ-মাংসের দাম কত ? রইল বাজারদরের খুঁটিনাটি

বাজার যাওয়ার আগে একনজরে দেখে নিন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম (Kolkata Market Price) ৷

8. SSC Recruitment Scam: এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কল্যাণময়

এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলার তদন্তে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্য়াণময় গঙ্গোপাধ্য়ায়কে (Kalyanmoy Gangopadhyay) গ্রেফতার করল সিবিআই (CBI) ৷

9. Roger Federer Retires: বর্ণময় দুই যুগ, 'ক্রিকেট ঈশ্বর'-এর মতোই 24 বছরের কেরিয়ারে ইতি টানলেন 'টেনিস মায়েস্ত্রো'

2011 অল ইংল্যান্ড ক্লাবে (All England Club) সচিন-ফেডেরারের প্রথম সাক্ষাতের সময় দ্বিতীয়জনের ঝুলিতে ছিল 16টি মেজর খেতাব ৷ প্রথমজন ব্যাট-গ্লাভস তুলে রেখেছিলেন দু'বছর বাদেই ৷ কিন্তু টেনিস কোর্টে রজার (Roger Federer) তখনও দ্যুতি ছড়াচ্ছেন ৷ 2013 সচিনের (Sachin Tendulkar) কেরিয়ারে ইতি টানার পর আরও তিনটি মেজর খেতাব জিতেছেন রজার ৷ চোট-আঘাত অন্তরায় না-হয়ে দাঁড়ালে হয়তো ক্যাবিনেটে আরও দু-চারটে গ্র্যান্ড স্ল্যাম ধরা দিত ৷

10. Mamata Banerjee: 4-5 বছরে কর্মসংস্থানে শীর্ষে পৌঁছবে বাংলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ সেখানেই তিনি জানান, 4-5 বছরে কর্মসংস্থানে শীর্ষে পৌঁছবে বাংলা ৷

1. CUET UG 2022 RESULTS: প্রকাশিত হল সিইউইটি ইউজি-র ফলাফল

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট স্নাতক, ও সিইউইটি ইউজি পরীক্ষার ফল ঘোষণা করেছে (CUET UG 2022 RESULTS)। প্রার্থীরা অনলাইনে তাঁদের প্রাপ্ত নম্বর চেক করতে পারেন।

2. Lakhimpur Incident: উত্তরপ্রদেশের নারকীয় ঘটনায় জাতীয় মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূলের

সম্প্রতি লখিমপুর খেরিতে দুই দলিত বোনের দেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ তাদের মায়ের অভিযোগ দুই মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে ৷ তারপর খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয় ৷ এর বিরুদ্ধে সরব হল তৃণমূল (TMC criticizes two Dalit Sisters Death) ৷

3. West Bengal Weather Update: কিংবদন্তিদের ক্রিকেটে বাধা হবে না বৃষ্টি

কিংবদন্তিদের হাত ধরে ক্রিকেট ফিরছে ইডেনে ৷ এদিকে সদ্য নিম্নচাপ সরে বৃষ্টি একটু ধরেছে ৷ পুজোর মুখে চিন্তা বাড়িয়ে আবার নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে ৷ আর তাই বৃষ্টিতে খেলা পণ্ড হবে কি না তা নিয়ে চিন্তিত ক্রীড়াপ্রেমীরা (IMD Kolkata Weather) ৷

4. Minakshi Mukherjee: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি মীনাক্ষীর

শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি তুললেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Reacts After Arrest of Kalyanmoy Ganguly)। বৃহস্পতিবার মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত সিপিএমের ছাত্র-যুব সংগঠনের এক মহামিছিলে সামিল হন তিনি ।

5. BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে পুলিশি হামলার অভিযোগ, তদন্তে কমিটি গঠন নাড্ডার

13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি ছিল ৷ এদিন কলকাতা শহরের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিশ বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়েছে (Clash over BJP Nabanna Abhijan ) ৷

6. Mamata Banerjee: চপের পর কচুরিপানা শিল্প ! শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের পরামর্শ মমতার

রাজ্যের শিক্ষিত বেকারদের কচুরিপানা (water hyacinths) দিয়ে ব্যাগ ও কাশফুলের তুলো দিয়ে লেপ এবং বাচ্চাদের বালিশ করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ এছাড়া পুজোতে চা-বিস্কুট ও ঘুগনির ব্যবসা করার কথা রাজ্যবাসীকে বলেন তিনি ৷

7. Market Price in Kolkata: আজ সবজি-মাছ-মাংসের দাম কত ? রইল বাজারদরের খুঁটিনাটি

বাজার যাওয়ার আগে একনজরে দেখে নিন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম (Kolkata Market Price) ৷

8. SSC Recruitment Scam: এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কল্যাণময়

এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলার তদন্তে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্য়াণময় গঙ্গোপাধ্য়ায়কে (Kalyanmoy Gangopadhyay) গ্রেফতার করল সিবিআই (CBI) ৷

9. Roger Federer Retires: বর্ণময় দুই যুগ, 'ক্রিকেট ঈশ্বর'-এর মতোই 24 বছরের কেরিয়ারে ইতি টানলেন 'টেনিস মায়েস্ত্রো'

2011 অল ইংল্যান্ড ক্লাবে (All England Club) সচিন-ফেডেরারের প্রথম সাক্ষাতের সময় দ্বিতীয়জনের ঝুলিতে ছিল 16টি মেজর খেতাব ৷ প্রথমজন ব্যাট-গ্লাভস তুলে রেখেছিলেন দু'বছর বাদেই ৷ কিন্তু টেনিস কোর্টে রজার (Roger Federer) তখনও দ্যুতি ছড়াচ্ছেন ৷ 2013 সচিনের (Sachin Tendulkar) কেরিয়ারে ইতি টানার পর আরও তিনটি মেজর খেতাব জিতেছেন রজার ৷ চোট-আঘাত অন্তরায় না-হয়ে দাঁড়ালে হয়তো ক্যাবিনেটে আরও দু-চারটে গ্র্যান্ড স্ল্যাম ধরা দিত ৷

10. Mamata Banerjee: 4-5 বছরে কর্মসংস্থানে শীর্ষে পৌঁছবে বাংলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ সেখানেই তিনি জানান, 4-5 বছরে কর্মসংস্থানে শীর্ষে পৌঁছবে বাংলা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.