ETV Bharat / bharat

TOP NEWS: বিকেল 5টা - top 5

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top News at 5 pm
টপ নিউজ বিকেল 5টা
author img

By

Published : Sep 15, 2022, 5:04 PM IST

1.Partha Chatterjee: পার্থকে হেফাজতে চেয়ে আদালতে সিবিআই

এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ আপাতত তিনি জেল হেফাজতে রয়েছে ৷ তাঁকে গ্রেফতার করেছিল ইডি ৷ ওই মামলার তদন্তেই এবার তাঁকে হেফাজতে নিতে চায় সিবিআই (CBI) ৷

2.Mamata Banerjee: টাটা মেটালিকে চাকরি হবে 1 হাজার, জানালেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখানে তিনি একাধিক সরকারি কর্মসূচির উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ তার পর তাঁর সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন ৷

3.Suvendu Adhikari: শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রমাণ তুলে ধরলেন শুভেন্দু

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বৃহস্পতিবার বিধানসভায় তৃণমূলের চার নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন শুভেন্দু ৷

4.Helicopter: বাড়িতেই হেলিকপ্টার তৈরি করে তাক লাগালেন পঞ্চম শ্রেণিতে ফেল করা রেজাউল

পঞ্চম শ্রেণির পরীক্ষায় পাশ করতে পারেননি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলী-1 ব্লকের ঘোলা এলাকার বাসিন্দা রেজাউল শেখ ৷ অথচ, সেই তিনিই কোনও রকম প্রশিক্ষণ ছাড়াই বাড়িতে তৈরি করছেন আস্ত হেলিপ্টার (Helicopter) !

5.Madrasa Service Commission: আপাতত মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে স্বস্তি দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নির্দেশ মতো কাজ করায় আপাতত মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasa Service Commission) চেয়ারম্যানকে স্বস্তি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)৷ আগামী বৃহস্পতিবার তাঁকে হাইকোর্টে (Calcutta High Court) হাজিরা দিতে বলা হয়েছে ৷

6.Ghulam Nabi Azad: গুলাম নবি আজাদকে হুমকি জঙ্গি সংগঠনের

সম্প্রতি কংগ্রেস ছেড়েছেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ নতুন দল গড়ার ঘোষণাও করেছেন তিনি ৷ এবার তাঁকে হুমকি দিল একটি জঙ্গি গোষ্ঠী Terrorist Organisation) ৷

7.Geeta Basra New Film: বাঙালি অভিনেতার বিপরীতে বড় পর্দায় ফিরছেন হরভজন-পত্নী

প্রায় ছ'বছর পর কামব্য়াক করছেন হরভজন সিং'য়ের স্ত্রী গীতা বসরা ৷ তাঁর আগামী ছবির নাম 'নোটারি'(New Film Notary) ৷ তাঁকে এবার দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায়ের বিপরীতে (Parambrata Chatterjee New Film) ৷

8.Calcutta University VC: হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে সোনালী চক্রবর্তী

হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে তার পুনর্নিয়োগ বেআইনি বলে তাঁকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

9.Rajaouri Bus Accident: রাজৌরির রাহুরিতে খাদে বাস, মৃত 6

আগের দিনই পুঞ্চে বাস দুর্ঘটনা হয়ে 12 জন প্রাণ হারিয়েছেন ৷ বৃহস্পতিবার আবারও একটি বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন 6 জন ৷ আহত বহু (Rajaouri Bus Accident) ৷

10.Nora Appears Before Delhi Police: সুকেশ চন্দ্রশেখর মামলায় নয়াদিল্লিতে পুলিশি জেরার মুখে নোরা

বলি সুন্দরী নোরা ফতেহিকে বৃহস্পতিবার হাজিরা দিতে হল পুলিশের ইকোনমিক অফেন্স উইং-এর সামনে(Bollywood actor Nora Fatehi ) ৷ একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, পিঙ্কি এবং নোরা এদিন উভয়েই মন্দির মার্গে ইকোনমিক অফেন্সেস উইং-এর অফিসে হাজির হন ৷ ওই আধিকারিক আরও জনান, প্রথমে তাঁদের আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরে তাঁদের একসঙ্গে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে(extortion case linked to alleged conman Sukesh) ৷

1.Partha Chatterjee: পার্থকে হেফাজতে চেয়ে আদালতে সিবিআই

এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ আপাতত তিনি জেল হেফাজতে রয়েছে ৷ তাঁকে গ্রেফতার করেছিল ইডি ৷ ওই মামলার তদন্তেই এবার তাঁকে হেফাজতে নিতে চায় সিবিআই (CBI) ৷

2.Mamata Banerjee: টাটা মেটালিকে চাকরি হবে 1 হাজার, জানালেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখানে তিনি একাধিক সরকারি কর্মসূচির উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ তার পর তাঁর সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন ৷

3.Suvendu Adhikari: শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রমাণ তুলে ধরলেন শুভেন্দু

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বৃহস্পতিবার বিধানসভায় তৃণমূলের চার নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন শুভেন্দু ৷

4.Helicopter: বাড়িতেই হেলিকপ্টার তৈরি করে তাক লাগালেন পঞ্চম শ্রেণিতে ফেল করা রেজাউল

পঞ্চম শ্রেণির পরীক্ষায় পাশ করতে পারেননি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলী-1 ব্লকের ঘোলা এলাকার বাসিন্দা রেজাউল শেখ ৷ অথচ, সেই তিনিই কোনও রকম প্রশিক্ষণ ছাড়াই বাড়িতে তৈরি করছেন আস্ত হেলিপ্টার (Helicopter) !

5.Madrasa Service Commission: আপাতত মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে স্বস্তি দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নির্দেশ মতো কাজ করায় আপাতত মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasa Service Commission) চেয়ারম্যানকে স্বস্তি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)৷ আগামী বৃহস্পতিবার তাঁকে হাইকোর্টে (Calcutta High Court) হাজিরা দিতে বলা হয়েছে ৷

6.Ghulam Nabi Azad: গুলাম নবি আজাদকে হুমকি জঙ্গি সংগঠনের

সম্প্রতি কংগ্রেস ছেড়েছেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ নতুন দল গড়ার ঘোষণাও করেছেন তিনি ৷ এবার তাঁকে হুমকি দিল একটি জঙ্গি গোষ্ঠী Terrorist Organisation) ৷

7.Geeta Basra New Film: বাঙালি অভিনেতার বিপরীতে বড় পর্দায় ফিরছেন হরভজন-পত্নী

প্রায় ছ'বছর পর কামব্য়াক করছেন হরভজন সিং'য়ের স্ত্রী গীতা বসরা ৷ তাঁর আগামী ছবির নাম 'নোটারি'(New Film Notary) ৷ তাঁকে এবার দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায়ের বিপরীতে (Parambrata Chatterjee New Film) ৷

8.Calcutta University VC: হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে সোনালী চক্রবর্তী

হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে তার পুনর্নিয়োগ বেআইনি বলে তাঁকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

9.Rajaouri Bus Accident: রাজৌরির রাহুরিতে খাদে বাস, মৃত 6

আগের দিনই পুঞ্চে বাস দুর্ঘটনা হয়ে 12 জন প্রাণ হারিয়েছেন ৷ বৃহস্পতিবার আবারও একটি বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন 6 জন ৷ আহত বহু (Rajaouri Bus Accident) ৷

10.Nora Appears Before Delhi Police: সুকেশ চন্দ্রশেখর মামলায় নয়াদিল্লিতে পুলিশি জেরার মুখে নোরা

বলি সুন্দরী নোরা ফতেহিকে বৃহস্পতিবার হাজিরা দিতে হল পুলিশের ইকোনমিক অফেন্স উইং-এর সামনে(Bollywood actor Nora Fatehi ) ৷ একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, পিঙ্কি এবং নোরা এদিন উভয়েই মন্দির মার্গে ইকোনমিক অফেন্সেস উইং-এর অফিসে হাজির হন ৷ ওই আধিকারিক আরও জনান, প্রথমে তাঁদের আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরে তাঁদের একসঙ্গে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে(extortion case linked to alleged conman Sukesh) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.