ETV Bharat / bharat

TOP NEWS: বিকেল 5টা - টপ নিউজ

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news at 5 pm
টপ নিউজ বিকেল 5টা
author img

By

Published : Sep 13, 2022, 5:08 PM IST

1.BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে রণক্ষেত্র সাঁতরাগাছি, পড়ল বোমা

বিজেপি'র নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে সাঁতরাগাছি ৷ সৌমিত্র খাঁ'র নেতৃত্বে দুপুর দেড়টা নাগাদ সাঁতরাগাছি স্টেশন চত্বর পেরিয়ে নবান্ন অভিমুখে মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ ৷

2.Jean Luc Godard: চির ঘুমের দেশে পাড়ি দিলেন প্রবাদপ্রতীম পরিচালক জঁ লুক গোদার

আধুনিক চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন ৷ 91 বছর বয়সে চির ঘুমের দেশে পাড়ি দিলেন ফরাসি পরিচালক জঁ লুক গোদার(Veteran director Jean Luc Godard dies ) ৷

3.BJP Nabanna Abhijan: গোলাপ, নকুল দানা, গরু-বাছুরে সাজানো জেলখানায় বন্দি পার্থ-অনুব্রত !

বিজেপির নবান্নে হাজির বিভিন্ন জেলার কর্মী-সমর্থকরা ৷ সেই কর্মী-সমর্থকদের মধ্যে একটি অংশ প্রতীকী জেলখানা নিয়ে হাজির হয়েছিলেন ৷ সেখানে বন্দি করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷

4.Unrest at Lalbazar: বিজেপির নবান্ন অভিযান ঘিরে লালবাজারে ধুন্ধুমার

বিজেপির নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি লালবাজার চত্বরে (Unrest at Lalbazar)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ (Suvendu Adhikari) একাধিক বিজেপি কর্মী-সমর্থককে আটক করে নিয়ে আসা হয় লালবাজার সেন্ট্রাল লক-আপের ভিতর ।

5.Subhashree Yuvaan Pics: মা ছেলের কেমিস্ট্রিতে মাতোয়ারা নেটপাড়া, ভাইরাল শুভশ্রী-ইউভান

মাঝে মাঝেই ছেলের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ এবার ছেলের জন্মদিনেও বেশ কিছু ছবি শেয়ার করলেন তিনি যা এখন রীতিমতো ভাইরাল নেটপাড়া

6.BJP Nabanna Abhijan: নবান্নের বাইরে বিজেপির অভিযান, অন্দরে কর্মীদের গান, মুক্তির মন্দির সোপান তলে

মঙ্গলবার নবান্ন অভিযান করে বিজেপি (BJP Nabanna Abhijan) ৷ সেই জন্য সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল নবান্ন ৷ কিন্তু নবান্নের অন্দরে পালিত হল বিপ্লবী যতীন দাসের মৃত্যুদিন (Jatin Das Death Anniversary) ৷

7.Urvashi Rautela on Instagram: ইনস্টাগ্রামে ঊর্বশীকে ফলো করেছেন নাসিম শাহ!

বলি অভিনেত্রী ঊর্বশী রাউতেলা এবং পাক ক্রিকেটার নাসিম শাহকে নিয়ে এখন চর্চা চরমে উঠেছে ৷ এর আগে ঊর্বশীকে চিনতে অস্বীকার করেছিলেন এই জোরে বোলার কিন্তু এখন নাকি তাঁকেই ইনস্টাগ্রামে অনুসরণ করছেন নাসিম(Pak Cricketer Naseem Shah and Urvashi Rautela) ৷

8.Santragachi Clash: পুলিশকে ইটবৃষ্টি, বিজেপিকে রুখতে জলকামান-লাঠি ! রণক্ষেত্র সাঁতরাগাছি

রণক্ষেত্রের চেহারা নিল সাঁতরাগাছি (Santragachi Clash)৷ পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ বাঁধল বিজেপি কর্মীদের ৷ পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট ও বোতল (BJP Nabanna Abhijan)৷ পুলিশও জলকামান ছোড়ে (BJP supporters clash with cops)৷

9.BJP Nabanna Abhijan: পুলিশি নজর এড়িয়ে আসানসোল থেকে ট্রেনে হাওড়ায় ‘আসল চোর’ লেখা হাওয়াই চটি

পুলিশের চোখে ধুলো দিয়ে সাধারণ যাত্রী সেজে ট্রেনে উঠলেন পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি দিলীপ দে ৷ আসানসোল স্টেশনে এ দিন সাধারণ যাত্রীদের মতোই লাইন দিয়ে টিকিট কেটে ট্রেনে চড়ে বসেন তিনি ৷

10.Brahmastra at Box Office: আড়াইশো কোটি ছুঁতে চলল 'ব্রহ্মাস্ত্র'! রণালিয়ার জয়যাত্রা অব্যাহত

সোমবারও বেশ ভালো ব্যবসা করল রণালিয়ার স্বপ্নের প্রজেক্ট 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা' (Brahmastra passes the box office test )৷ সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলছে হিন্দি বলয় থেকে প্রায় 14.25 কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি ৷ অন্যদিকে অন্যান্য ভাষায়ও প্রায় 2 কোটি টাকা আয় করেছে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra at Box Office)৷

1.BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে রণক্ষেত্র সাঁতরাগাছি, পড়ল বোমা

বিজেপি'র নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে সাঁতরাগাছি ৷ সৌমিত্র খাঁ'র নেতৃত্বে দুপুর দেড়টা নাগাদ সাঁতরাগাছি স্টেশন চত্বর পেরিয়ে নবান্ন অভিমুখে মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ ৷

2.Jean Luc Godard: চির ঘুমের দেশে পাড়ি দিলেন প্রবাদপ্রতীম পরিচালক জঁ লুক গোদার

আধুনিক চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন ৷ 91 বছর বয়সে চির ঘুমের দেশে পাড়ি দিলেন ফরাসি পরিচালক জঁ লুক গোদার(Veteran director Jean Luc Godard dies ) ৷

3.BJP Nabanna Abhijan: গোলাপ, নকুল দানা, গরু-বাছুরে সাজানো জেলখানায় বন্দি পার্থ-অনুব্রত !

বিজেপির নবান্নে হাজির বিভিন্ন জেলার কর্মী-সমর্থকরা ৷ সেই কর্মী-সমর্থকদের মধ্যে একটি অংশ প্রতীকী জেলখানা নিয়ে হাজির হয়েছিলেন ৷ সেখানে বন্দি করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷

4.Unrest at Lalbazar: বিজেপির নবান্ন অভিযান ঘিরে লালবাজারে ধুন্ধুমার

বিজেপির নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি লালবাজার চত্বরে (Unrest at Lalbazar)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ (Suvendu Adhikari) একাধিক বিজেপি কর্মী-সমর্থককে আটক করে নিয়ে আসা হয় লালবাজার সেন্ট্রাল লক-আপের ভিতর ।

5.Subhashree Yuvaan Pics: মা ছেলের কেমিস্ট্রিতে মাতোয়ারা নেটপাড়া, ভাইরাল শুভশ্রী-ইউভান

মাঝে মাঝেই ছেলের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ এবার ছেলের জন্মদিনেও বেশ কিছু ছবি শেয়ার করলেন তিনি যা এখন রীতিমতো ভাইরাল নেটপাড়া

6.BJP Nabanna Abhijan: নবান্নের বাইরে বিজেপির অভিযান, অন্দরে কর্মীদের গান, মুক্তির মন্দির সোপান তলে

মঙ্গলবার নবান্ন অভিযান করে বিজেপি (BJP Nabanna Abhijan) ৷ সেই জন্য সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল নবান্ন ৷ কিন্তু নবান্নের অন্দরে পালিত হল বিপ্লবী যতীন দাসের মৃত্যুদিন (Jatin Das Death Anniversary) ৷

7.Urvashi Rautela on Instagram: ইনস্টাগ্রামে ঊর্বশীকে ফলো করেছেন নাসিম শাহ!

বলি অভিনেত্রী ঊর্বশী রাউতেলা এবং পাক ক্রিকেটার নাসিম শাহকে নিয়ে এখন চর্চা চরমে উঠেছে ৷ এর আগে ঊর্বশীকে চিনতে অস্বীকার করেছিলেন এই জোরে বোলার কিন্তু এখন নাকি তাঁকেই ইনস্টাগ্রামে অনুসরণ করছেন নাসিম(Pak Cricketer Naseem Shah and Urvashi Rautela) ৷

8.Santragachi Clash: পুলিশকে ইটবৃষ্টি, বিজেপিকে রুখতে জলকামান-লাঠি ! রণক্ষেত্র সাঁতরাগাছি

রণক্ষেত্রের চেহারা নিল সাঁতরাগাছি (Santragachi Clash)৷ পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ বাঁধল বিজেপি কর্মীদের ৷ পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট ও বোতল (BJP Nabanna Abhijan)৷ পুলিশও জলকামান ছোড়ে (BJP supporters clash with cops)৷

9.BJP Nabanna Abhijan: পুলিশি নজর এড়িয়ে আসানসোল থেকে ট্রেনে হাওড়ায় ‘আসল চোর’ লেখা হাওয়াই চটি

পুলিশের চোখে ধুলো দিয়ে সাধারণ যাত্রী সেজে ট্রেনে উঠলেন পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি দিলীপ দে ৷ আসানসোল স্টেশনে এ দিন সাধারণ যাত্রীদের মতোই লাইন দিয়ে টিকিট কেটে ট্রেনে চড়ে বসেন তিনি ৷

10.Brahmastra at Box Office: আড়াইশো কোটি ছুঁতে চলল 'ব্রহ্মাস্ত্র'! রণালিয়ার জয়যাত্রা অব্যাহত

সোমবারও বেশ ভালো ব্যবসা করল রণালিয়ার স্বপ্নের প্রজেক্ট 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা' (Brahmastra passes the box office test )৷ সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলছে হিন্দি বলয় থেকে প্রায় 14.25 কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি ৷ অন্যদিকে অন্যান্য ভাষায়ও প্রায় 2 কোটি টাকা আয় করেছে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra at Box Office)৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.