ETV Bharat / bharat

Top News: টপ নিউজ @ সকাল 11 টা - TOP news at 11 AM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News at 11 am) ৷

TOP news at 11 AM
টপ নিউজ সকাল 11 টা
author img

By

Published : Sep 7, 2022, 11:05 AM IST

1. CBI Raid on Moloy Ghatak House: মলয়ের দক্ষিণ কলকাতার বাড়িতেও হানা, সিবিআই তল্লাশি আলিপুরেও

কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা (CBI Raid on Moloy Ghatak House) ৷ আসানসোলের পাশাপাশি দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সের বাড়িতে সিবিআই এর একটি প্রতিনিধি দল তল্লাশি চালাচ্ছে ৷ অন্যদিকে, একই মামলায় আলিপুরে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

2. CBI at Moloy Ghatak's House: আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

সাতসকালে আসানসোলের চেলিডাঙায় মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা (CBI raids at house of TMC Leader Moloy Ghatak) ৷

3. Dilip Ghosh: 'ডাকাডাকি নয়, সাজা দিতে হবে', সিবিআই নিয়ে বিস্ফোরক দিলীপ

শুধু ডাকাডাকি করলে হবে না, সাজা দিতে হবে । না হলে মানুষ বিশ্বাস করবে কী করে । তারাপীঠে এসে চা চক্রে এমনই বললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Slam Bengal Government) ।

4. Bharat Jodo Yatra: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, শ্রীপেরামবুদুরে বাবার সমাধিস্থলে রাহুল

আজ ভারত জোড়ো যাত্রার সূচনা ৷ বুধবার সকাল 7টা নাগাদ তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির সমাধিস্থলে পৌঁছন কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ অন্য় নেতা, কর্মীরা ৷

5. Former NSE CEO Arrested: হাওয়ালা মামলায় গ্রেফতার প্রাক্তন এনএসই চেয়ারম্যান রবি নারাইন

হাওয়ালা মামলায় প্রাক্তন এনএসই চেয়ারম্যান রবি নারাইনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Arrests Former NSE CEO Ravi Narain) ৷ কর্মীদের ফোনে আড়িপাতা ও কো-লোকেশন দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷

6. Tapas Roy: নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে আবারও জল্পনা বাড়ালেন তাপস

এমনিতেই তিনি রাজনীতি ছাড়ার কথা জানিয়েছেন ৷ এরপর মঙ্গলবার বিধানসভায় রাজনৈতিক নেতাদের বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে মন্তব্য করে তাঁর অবসর নেওয়ার ইঙ্গিতকে আরও উসকে দিয়েছেন তাপস রায় (Tapas Roy to quit politics) ৷

7. Sheikh Hasina Meets Rahul Gandhi: শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাহুল গান্ধির

দীর্ঘ 3 বছর পর সোমবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh Prime Minister Sheikh Hasina) ৷ মঙ্গলবার তিনি সৌজন্য সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Congress leader Rahul Gandhi) সঙ্গে ৷

8. Panic in Purulia : কাশীপুর গার্লস স্কুলের আদিবাসী হস্টেলে ভূতের উপদ্রব!

রাতের বেলা আচমকা কোনও মহিলার কান্নার শব্দ থেকে শুরু করে নানারকম অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে ৷ এমনই কাণ্ড কারখানায় ভূতের আতঙ্ক পুরুলিয়ার কাশীপুর গার্লস স্কুলের হস্টেলে (Students are in Panic) ৷ আসরে বিজ্ঞান মঞ্চের সদস্যরা ৷

9. AFC CUP 2022: জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে এটিকে মোহনবাগান, জানালেন জুয়ান ফেরান্দো

আজ এএফসি কাপ (AFC CUP 2022) ইন্টারজোনাল সেমি-ফাইনালে কুয়ালালামপুর এফসির বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান ৷ ঘরের মাঠের এই ম্যাচে অলআউট যাওয়ার পরিকল্পনা জুয়ান ফেরান্দোর ৷

10. Sunny Leone New Music Video: মিউজিক ভিডিয়োতে সানি লিওনের সঙ্গে পা মেলালেন রেমো ডি'সুজা

'মাচাও মিউজিক'-এর হাত ধরে হাজির মিউজিক ভিডিয়ো 'নাচ বেবি' (Sunny Leone New Music Video )৷ এই ভিডিয়োতেই জুটি বেঁধেছেন সানি লিওন এবং রেমো ডি'সুজা(Sunny Leone Music Video Naach Baby) ।

1. CBI Raid on Moloy Ghatak House: মলয়ের দক্ষিণ কলকাতার বাড়িতেও হানা, সিবিআই তল্লাশি আলিপুরেও

কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা (CBI Raid on Moloy Ghatak House) ৷ আসানসোলের পাশাপাশি দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সের বাড়িতে সিবিআই এর একটি প্রতিনিধি দল তল্লাশি চালাচ্ছে ৷ অন্যদিকে, একই মামলায় আলিপুরে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

2. CBI at Moloy Ghatak's House: আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

সাতসকালে আসানসোলের চেলিডাঙায় মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা (CBI raids at house of TMC Leader Moloy Ghatak) ৷

3. Dilip Ghosh: 'ডাকাডাকি নয়, সাজা দিতে হবে', সিবিআই নিয়ে বিস্ফোরক দিলীপ

শুধু ডাকাডাকি করলে হবে না, সাজা দিতে হবে । না হলে মানুষ বিশ্বাস করবে কী করে । তারাপীঠে এসে চা চক্রে এমনই বললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Slam Bengal Government) ।

4. Bharat Jodo Yatra: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, শ্রীপেরামবুদুরে বাবার সমাধিস্থলে রাহুল

আজ ভারত জোড়ো যাত্রার সূচনা ৷ বুধবার সকাল 7টা নাগাদ তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির সমাধিস্থলে পৌঁছন কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ অন্য় নেতা, কর্মীরা ৷

5. Former NSE CEO Arrested: হাওয়ালা মামলায় গ্রেফতার প্রাক্তন এনএসই চেয়ারম্যান রবি নারাইন

হাওয়ালা মামলায় প্রাক্তন এনএসই চেয়ারম্যান রবি নারাইনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Arrests Former NSE CEO Ravi Narain) ৷ কর্মীদের ফোনে আড়িপাতা ও কো-লোকেশন দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷

6. Tapas Roy: নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে আবারও জল্পনা বাড়ালেন তাপস

এমনিতেই তিনি রাজনীতি ছাড়ার কথা জানিয়েছেন ৷ এরপর মঙ্গলবার বিধানসভায় রাজনৈতিক নেতাদের বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে মন্তব্য করে তাঁর অবসর নেওয়ার ইঙ্গিতকে আরও উসকে দিয়েছেন তাপস রায় (Tapas Roy to quit politics) ৷

7. Sheikh Hasina Meets Rahul Gandhi: শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাহুল গান্ধির

দীর্ঘ 3 বছর পর সোমবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh Prime Minister Sheikh Hasina) ৷ মঙ্গলবার তিনি সৌজন্য সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Congress leader Rahul Gandhi) সঙ্গে ৷

8. Panic in Purulia : কাশীপুর গার্লস স্কুলের আদিবাসী হস্টেলে ভূতের উপদ্রব!

রাতের বেলা আচমকা কোনও মহিলার কান্নার শব্দ থেকে শুরু করে নানারকম অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে ৷ এমনই কাণ্ড কারখানায় ভূতের আতঙ্ক পুরুলিয়ার কাশীপুর গার্লস স্কুলের হস্টেলে (Students are in Panic) ৷ আসরে বিজ্ঞান মঞ্চের সদস্যরা ৷

9. AFC CUP 2022: জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে এটিকে মোহনবাগান, জানালেন জুয়ান ফেরান্দো

আজ এএফসি কাপ (AFC CUP 2022) ইন্টারজোনাল সেমি-ফাইনালে কুয়ালালামপুর এফসির বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান ৷ ঘরের মাঠের এই ম্যাচে অলআউট যাওয়ার পরিকল্পনা জুয়ান ফেরান্দোর ৷

10. Sunny Leone New Music Video: মিউজিক ভিডিয়োতে সানি লিওনের সঙ্গে পা মেলালেন রেমো ডি'সুজা

'মাচাও মিউজিক'-এর হাত ধরে হাজির মিউজিক ভিডিয়ো 'নাচ বেবি' (Sunny Leone New Music Video )৷ এই ভিডিয়োতেই জুটি বেঁধেছেন সানি লিওন এবং রেমো ডি'সুজা(Sunny Leone Music Video Naach Baby) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.