ETV Bharat / bharat

TOP NEWS: টপ নিউজ @ রাত 9 টা - টপ নিউজ রাত 9 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ।

TOP NEWS
টপ নিউজ
author img

By

Published : Jul 26, 2022, 9:05 PM IST

1.15 Year Old Cars: ছ’মাসের মধ্যেই বাতিল 15 বছরের পুরনো সব গাড়ি, নির্দেশ গ্রিন টাইবুনালের

বাণিজ্যিক ও ব্যক্তিগত, উভয় ধরনের 15 বছর পুরনো গাড়ি আগামী ছ‘মাসের মধ্যে বাতিল হয়ে যাবে ৷ এমনই নির্দেশ দিয়েছে গ্রিন ট্রাইবুনাল (Green Tribunal) ৷ তাছাড়া নিষেধাজ্ঞা জারি হচ্ছে বিএস-4 গাড়ি (BS-4 Vehicle) নিয়েও ৷ কলকাতা ও হাওড়ায় এই গাড়ি চালানো যাবে না ৷

2.Arpita Mukherjee with Partha Chatterjee: নির্বাচনে রথীন ঘোষের সমর্থনে পার্থর সঙ্গে প্রচারে অর্পিতা, প্রকাশ্যে এল ছবি

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নির্বাচনী প্রচারে অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee with Partha Chatterjee)৷ মধ্যমগ্রামে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সমর্থনে পার্থ ও অর্পিতার প্রচারের এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে তরজা ৷

3.Clamour for Partha Removal: মন্ত্রিসভা থেকে অপসারিত হওয়া উচিত পার্থর ? নৈতিকতার প্রশ্ন, বলছেন বিশেষজ্ঞরা

মন্ত্রিসভা বা দলের পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) কি সরিয়ে দেওয়া উচিত ? বিশেষজ্ঞরা বলছেন, সবটাই নীতি নৈতিকতার প্রশ্ন (Clamour for Partha Removal)৷

4.SSC Recruitment Scam: 'আমার নাম করে পার্থদাকে দিয়ে দাও, বলেছিলেন মুখ্যমন্ত্রী' দাবি অন্তদেবের

"মুখ্যমন্ত্রীকে আমার ছেলেমেয়ের চাকরির জন্য স্লিপে লিখে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিতে বলেছিলেন" ৷ এমনটাই দাবি তাঁর ৷ এবার মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কে জড়ালেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী (Ananta Deb Adhikari Speaks on SSC Recruitment Scam)।

5.Partha-Arpita Interrogation: পার্থ-অর্পিতার ফোনে 'বিশেষ নম্বর' থেকে কল, মালিকের খোঁজ চালাচ্ছে ইডি

ইডি'র(Enforcement Directorate)গোয়েন্দাদের অনুমান, এই বিশেষ নম্বর থেকে বারবার অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee) এবং পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) ফোনে কল করার বিশেষ কারণ রয়ছে । গোদেন্দাদের অনুমান, এই 'বিশেষ নম্বর' থেকেই দুর্নীতি পরিচালিত হত ।

6.Sujan Slams TMC: তৃণমূলের সবটাই কালো, নিয়োগ দুর্নীতিতে ডায়েরি উদ্ধার নিয়ে কটাক্ষ সুজনের

এসএসসি দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে কালো ডায়েরি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, তৃণমূলের সবটাই কালো ৷

7.Biman on SSC Recruitment Scam Investigation: নিয়োগ দুর্নীতির তদন্ত নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হোক, চান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্ত সময়ের মধ্যে শেষ হোক, এমনটাই চাইছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Assembly Speaker Biman Banerjee) ৷

8.BJP to Demand Mamata Resignation: এসএসসি দুর্নীতি কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে 28 জুলাই মহামিছিল বিজেপির

এসএসসি দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) ৷ বিজেপির অভিযোগ, এই দুর্নীতিতে জড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Bengal CM Mamata Banerjee) ৷ তাই তাঁর পদত্য়াগের দাবিতে মহামিছিলের ডাক দিয়েছে বিজেপি (BJP to Organise Rally seeking CM Mamata Banerjee Resignation in SSC Recruitment Scam) ৷

9.Madhyamik-HS Review Result 2022: প্রকাশিত হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রিভিউয়ের ফল

উচ্চমাধ্যমিকের(Higher Secondary)মেধাতালিকায় কোনও পরিবর্তন হয়নি । স্কুটিনির জন্য খাতা জমা পড়েছিল 8361টি । রিভিউর জন্য খাতা জমা পড়েছিল 85 হাজার 227টি ।

10.Corona Update in Bengal: রাজ্যে অনেকটাই কমল করোনা সংক্রমণের হার, তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 334 জনের ৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 87 হাজার 715 ৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে 13 হাজার 616 জনের ৷

1.15 Year Old Cars: ছ’মাসের মধ্যেই বাতিল 15 বছরের পুরনো সব গাড়ি, নির্দেশ গ্রিন টাইবুনালের

বাণিজ্যিক ও ব্যক্তিগত, উভয় ধরনের 15 বছর পুরনো গাড়ি আগামী ছ‘মাসের মধ্যে বাতিল হয়ে যাবে ৷ এমনই নির্দেশ দিয়েছে গ্রিন ট্রাইবুনাল (Green Tribunal) ৷ তাছাড়া নিষেধাজ্ঞা জারি হচ্ছে বিএস-4 গাড়ি (BS-4 Vehicle) নিয়েও ৷ কলকাতা ও হাওড়ায় এই গাড়ি চালানো যাবে না ৷

2.Arpita Mukherjee with Partha Chatterjee: নির্বাচনে রথীন ঘোষের সমর্থনে পার্থর সঙ্গে প্রচারে অর্পিতা, প্রকাশ্যে এল ছবি

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নির্বাচনী প্রচারে অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee with Partha Chatterjee)৷ মধ্যমগ্রামে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সমর্থনে পার্থ ও অর্পিতার প্রচারের এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে তরজা ৷

3.Clamour for Partha Removal: মন্ত্রিসভা থেকে অপসারিত হওয়া উচিত পার্থর ? নৈতিকতার প্রশ্ন, বলছেন বিশেষজ্ঞরা

মন্ত্রিসভা বা দলের পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) কি সরিয়ে দেওয়া উচিত ? বিশেষজ্ঞরা বলছেন, সবটাই নীতি নৈতিকতার প্রশ্ন (Clamour for Partha Removal)৷

4.SSC Recruitment Scam: 'আমার নাম করে পার্থদাকে দিয়ে দাও, বলেছিলেন মুখ্যমন্ত্রী' দাবি অন্তদেবের

"মুখ্যমন্ত্রীকে আমার ছেলেমেয়ের চাকরির জন্য স্লিপে লিখে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিতে বলেছিলেন" ৷ এমনটাই দাবি তাঁর ৷ এবার মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কে জড়ালেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী (Ananta Deb Adhikari Speaks on SSC Recruitment Scam)।

5.Partha-Arpita Interrogation: পার্থ-অর্পিতার ফোনে 'বিশেষ নম্বর' থেকে কল, মালিকের খোঁজ চালাচ্ছে ইডি

ইডি'র(Enforcement Directorate)গোয়েন্দাদের অনুমান, এই বিশেষ নম্বর থেকে বারবার অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee) এবং পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) ফোনে কল করার বিশেষ কারণ রয়ছে । গোদেন্দাদের অনুমান, এই 'বিশেষ নম্বর' থেকেই দুর্নীতি পরিচালিত হত ।

6.Sujan Slams TMC: তৃণমূলের সবটাই কালো, নিয়োগ দুর্নীতিতে ডায়েরি উদ্ধার নিয়ে কটাক্ষ সুজনের

এসএসসি দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে কালো ডায়েরি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, তৃণমূলের সবটাই কালো ৷

7.Biman on SSC Recruitment Scam Investigation: নিয়োগ দুর্নীতির তদন্ত নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হোক, চান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্ত সময়ের মধ্যে শেষ হোক, এমনটাই চাইছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Assembly Speaker Biman Banerjee) ৷

8.BJP to Demand Mamata Resignation: এসএসসি দুর্নীতি কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে 28 জুলাই মহামিছিল বিজেপির

এসএসসি দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) ৷ বিজেপির অভিযোগ, এই দুর্নীতিতে জড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Bengal CM Mamata Banerjee) ৷ তাই তাঁর পদত্য়াগের দাবিতে মহামিছিলের ডাক দিয়েছে বিজেপি (BJP to Organise Rally seeking CM Mamata Banerjee Resignation in SSC Recruitment Scam) ৷

9.Madhyamik-HS Review Result 2022: প্রকাশিত হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রিভিউয়ের ফল

উচ্চমাধ্যমিকের(Higher Secondary)মেধাতালিকায় কোনও পরিবর্তন হয়নি । স্কুটিনির জন্য খাতা জমা পড়েছিল 8361টি । রিভিউর জন্য খাতা জমা পড়েছিল 85 হাজার 227টি ।

10.Corona Update in Bengal: রাজ্যে অনেকটাই কমল করোনা সংক্রমণের হার, তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 334 জনের ৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 87 হাজার 715 ৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে 13 হাজার 616 জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.