ETV Bharat / bharat

Top News: টপ নিউজ @ সন্ধে 7 টা

author img

By

Published : Jul 26, 2022, 7:14 PM IST

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (TOP NEWS) ৷

Top News
টপ নিউজ

1.SSC Recruitment Scam: 'আমার নাম করে পার্থদাকে দিয়ে দাও, বলেছিলেন মুখ্যমন্ত্রী' দাবি অন্তদেবের

"মুখ্যমন্ত্রীকে আমার ছেলেমেয়ের চাকরির জন্য স্লিপে লিখে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিতে বলেছিলেন" ৷ এমনটাই দাবি তাঁর ৷ এবার মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কে জড়ালেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী (Ananta Deb Adhikari Speaks on SSC Recruitment Scam)।

2.BJP to Demand Mamata Resignation: এসএসসি দুর্নীতি কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে 28 জুলাই মহামিছিল বিজেপির

এসএসসি দুর্নীতি কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে 28 জুলাই মহামিছিল বিজেপির (BJP to Organise Rally seeking CM Mamata Banerjee Resignation in SSC Recruitment Scam) ৷

3.KWK7: থ্রিসামে আপত্তি নেই বিজয়ের, অনন্যা-আদিত্য রোম্যান্স চলছে, কফি খাইয়ে হাঁড়ির খবর নিলেন করণ

'কফি উইথ করণ সিজন 7' ইতিমধ্যেই জমে উঠেছে এবার করণ জোহরের সোফায় বসে কফির মজা নিতে আসছেন লাইগার স্টার বিজয় দেবেরাকোন্ডা এবং অনন্যা পাণ্ডে, সামনে এল কিছু ঝলক

4.Clamour for Partha Removal: মন্ত্রিসভা থেকে অপসারিত হওয়া উচিত পার্থর ? নৈতিকতার প্রশ্ন, বলছেন বিশেষজ্ঞরা

মন্ত্রিসভা বা দলের পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) কি সরিয়ে দেওয়া উচিত ? বিশেষজ্ঞরা বলছেন, সবটাই নীতি নৈতিকতার প্রশ্ন (Clamour for Partha Removal)৷

5.Case Against CM: পার্থর চিকিৎসা নিয়ে আদালতের সিদ্ধান্তে সওয়াল, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা বিজেপি'র

কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিজেপি'র আইনজীবী (Defamation Case Against Mamata Banerjee for Questioning High Court Decision) ৷ যা নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চ ৷ তবে, মামলাটি তিনি গ্রহণ করেননি ৷

6.Adhir Writes to Mamata: পার্থকে মন্ত্রিত্বকে সরানোর দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) ৷ আপাতত তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হেফাজতে রয়েছেন ৷ এই অবস্থায় পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবিতে সরব হলেন অধীর চৌধুরী ৷ তিনি এই নিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) ৷

7.Primary TET Corruption: প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগামিকাল মানিক ভট্টাচার্যকে তলব ইডি'র

বুধবার বেলা 12টার মধ্যে মানিক ভট্টাচার্যকে সিজিও কমপ্লেক্সে তলব করল ইডি (ED Summons Manik Bhattacharya to CGO Complex in Primary TET Corruption Case) ৷ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

8.Pandua village: রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে গিয়ে অভিভূত পাণ্ডুয়া গ্রামের আদিবাসী মানুষ

হুগলির ধনিয়াখালি ও সিঙ্গুরের আদিবাসী গ্রাম থেকে থেকে মোট 27 জনের দল দিল্লি গিয়ে অভিনন্দন জানান রাষ্ট্রপতিকে (Pandua village)। রাইসিনা হিলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু দেশের প্রথম জনজাতি রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন । সেই ঘটনার সাক্ষী থেকেছেন হাতনি গ্রামের মামনি সরেন, সুমিতা সরেন, বাসন্তি মান্ডি, সোহাগি মূর্মুরা । তাঁদের সুবাদে হুগলি জেলার হাতনি গ্রামের নামও পৌঁছে গেল দিল্লিতে এটা ভেবে খুশি গ্রামবাসীরা ৷ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অলচিকিতে কথা বলে খুশি তাঁরা । আর এতেই খুশির হাওয়া গোটা গ্রামজুড়ে ।

9.7 TMC MP Suspended: রাজ্যসভায় 7 তৃণমূল সাংসদ সাসপেন্ড, পালটা জবাব ঘাসফুল শিবিরের

মঙ্গলবার রাজ্যসভায় (Rajya Sabha) বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগে 19 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ৷ তার মধ্যে তৃণমূলের সাতজন রয়েছেন (7 TMC MP Suspended from Rajya Sabha) ৷

10.Alia Bhatt: শ্যুটিং শেষে রণবীরের 'চান্না মেরে আ'-য় কোমর দোলালেন আলিয়া

করণ জোহরের 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt wraps up Rocky Aur Rani Ki Prem Kahani )৷ সেটে শেষ দিনে আলিয়াকে 'চান্না মেরে আ' বেশ কিছুটা কোমর দোলাতেও দেখা গিয়েছে ৷ যা এখন রীতিমতো ভাইরাল নেট পাড়ায় ৷

1.SSC Recruitment Scam: 'আমার নাম করে পার্থদাকে দিয়ে দাও, বলেছিলেন মুখ্যমন্ত্রী' দাবি অন্তদেবের

"মুখ্যমন্ত্রীকে আমার ছেলেমেয়ের চাকরির জন্য স্লিপে লিখে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিতে বলেছিলেন" ৷ এমনটাই দাবি তাঁর ৷ এবার মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কে জড়ালেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী (Ananta Deb Adhikari Speaks on SSC Recruitment Scam)।

2.BJP to Demand Mamata Resignation: এসএসসি দুর্নীতি কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে 28 জুলাই মহামিছিল বিজেপির

এসএসসি দুর্নীতি কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে 28 জুলাই মহামিছিল বিজেপির (BJP to Organise Rally seeking CM Mamata Banerjee Resignation in SSC Recruitment Scam) ৷

3.KWK7: থ্রিসামে আপত্তি নেই বিজয়ের, অনন্যা-আদিত্য রোম্যান্স চলছে, কফি খাইয়ে হাঁড়ির খবর নিলেন করণ

'কফি উইথ করণ সিজন 7' ইতিমধ্যেই জমে উঠেছে এবার করণ জোহরের সোফায় বসে কফির মজা নিতে আসছেন লাইগার স্টার বিজয় দেবেরাকোন্ডা এবং অনন্যা পাণ্ডে, সামনে এল কিছু ঝলক

4.Clamour for Partha Removal: মন্ত্রিসভা থেকে অপসারিত হওয়া উচিত পার্থর ? নৈতিকতার প্রশ্ন, বলছেন বিশেষজ্ঞরা

মন্ত্রিসভা বা দলের পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) কি সরিয়ে দেওয়া উচিত ? বিশেষজ্ঞরা বলছেন, সবটাই নীতি নৈতিকতার প্রশ্ন (Clamour for Partha Removal)৷

5.Case Against CM: পার্থর চিকিৎসা নিয়ে আদালতের সিদ্ধান্তে সওয়াল, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা বিজেপি'র

কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিজেপি'র আইনজীবী (Defamation Case Against Mamata Banerjee for Questioning High Court Decision) ৷ যা নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চ ৷ তবে, মামলাটি তিনি গ্রহণ করেননি ৷

6.Adhir Writes to Mamata: পার্থকে মন্ত্রিত্বকে সরানোর দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) ৷ আপাতত তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হেফাজতে রয়েছেন ৷ এই অবস্থায় পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবিতে সরব হলেন অধীর চৌধুরী ৷ তিনি এই নিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) ৷

7.Primary TET Corruption: প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগামিকাল মানিক ভট্টাচার্যকে তলব ইডি'র

বুধবার বেলা 12টার মধ্যে মানিক ভট্টাচার্যকে সিজিও কমপ্লেক্সে তলব করল ইডি (ED Summons Manik Bhattacharya to CGO Complex in Primary TET Corruption Case) ৷ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

8.Pandua village: রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে গিয়ে অভিভূত পাণ্ডুয়া গ্রামের আদিবাসী মানুষ

হুগলির ধনিয়াখালি ও সিঙ্গুরের আদিবাসী গ্রাম থেকে থেকে মোট 27 জনের দল দিল্লি গিয়ে অভিনন্দন জানান রাষ্ট্রপতিকে (Pandua village)। রাইসিনা হিলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু দেশের প্রথম জনজাতি রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন । সেই ঘটনার সাক্ষী থেকেছেন হাতনি গ্রামের মামনি সরেন, সুমিতা সরেন, বাসন্তি মান্ডি, সোহাগি মূর্মুরা । তাঁদের সুবাদে হুগলি জেলার হাতনি গ্রামের নামও পৌঁছে গেল দিল্লিতে এটা ভেবে খুশি গ্রামবাসীরা ৷ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অলচিকিতে কথা বলে খুশি তাঁরা । আর এতেই খুশির হাওয়া গোটা গ্রামজুড়ে ।

9.7 TMC MP Suspended: রাজ্যসভায় 7 তৃণমূল সাংসদ সাসপেন্ড, পালটা জবাব ঘাসফুল শিবিরের

মঙ্গলবার রাজ্যসভায় (Rajya Sabha) বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগে 19 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ৷ তার মধ্যে তৃণমূলের সাতজন রয়েছেন (7 TMC MP Suspended from Rajya Sabha) ৷

10.Alia Bhatt: শ্যুটিং শেষে রণবীরের 'চান্না মেরে আ'-য় কোমর দোলালেন আলিয়া

করণ জোহরের 'রকি অর রানি কি প্রেম কাহানি' ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt wraps up Rocky Aur Rani Ki Prem Kahani )৷ সেটে শেষ দিনে আলিয়াকে 'চান্না মেরে আ' বেশ কিছুটা কোমর দোলাতেও দেখা গিয়েছে ৷ যা এখন রীতিমতো ভাইরাল নেট পাড়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.