ETV Bharat / bharat

Top News : টপ নিউজ় @ দুপুর 1 টা

author img

By

Published : Jun 10, 2022, 1:06 PM IST

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news at 1 pm
টপ নিউজ় দুপুর 1 টা

1.HS Result 2022 : ভাল কিছু করার অনুপ্রেরণা মা-বাবা, জানালেন উচ্চমাধ্যমিকে প্রথম অদিশা

উচ্চমাধ্যমিকে প্রথম দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের অদিশা দেবশর্মা (Adisha Debsharma from Cooch behar Ranks 1st in HS 2022) ৷ তিনি 498 নম্বর পেয়ে এককভাবে এ বারের উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন ৷

2.West Bengal HS Result 2022: উচ্চমাধ্যমিকে পাশের হার 88.44%, শীর্ষে পূর্ব মেদিনীপুর

উচ্চমাধ্যমিকের ফলাফল (West Bengal HS Result 2022) প্রকাশিত হল ৷ এ বছর মোট পাশের হার 88.44 শতাংশ ৷ পরীক্ষার 44 দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE WB 12th exam)৷

3.HS Result 2022 Merit list: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় রেকর্ড 272 জন, প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল (West Bengal HS Result 2022)৷ এ বারের মেধাতালিকায় রয়েছে 272 জনের নাম ৷ প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটা সোনিদেবী হাইস্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা ৷

4.Teacher molests girl: পর্ণশ্রীতে যৌন হেনস্থা নাবালিকাকে ! আঁকার শিক্ষককে বেদম পেটালেন স্থানীয়রা

পর্ণশ্রীতে আঁকা শিখতে গিয়ে যৌন হেনস্থার শিকার নাবালিকা (Teacher molests girl)! শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা (Minor girl molested by drawing teacher)৷

5.Corona in India: চিন্তা বাড়াচ্ছে করোনা, দেশে আরও বাড়ল সংক্রমণ-মৃত্যু

ক্রমে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস (Corona in India)৷ দেশে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ (Corona India Update)৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হন 7,584 জন ৷ মৃত্যু হয়েছে 24 জনের (Coronavirus latest report)৷

6.Salman Khan Threat Letter Case : সলমনকে হুমকি চিঠি পাঠায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠী, দাবি মুম্বই পুলিশের

গত রবিবার, 5 জুন চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে (salman khan threat Letter case) ৷ যে এলাকা থেকে চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতঃভ্রমণ শেষে সেখানেই বিশ্রাম নেন সেলিম খান ৷

7.Gold Testing Lab Theft : আসানসোলে গোল্ড টেস্টিং ল্যাবে চুরির কিনারা, ভিনরাজ্য থেকে গ্রেফতার 2

আসানসোলে গোল্ড টেস্টিং ল্যাবে চুরির ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ (Police Arrests Two in Asansol Gold Testing Lab Theft Case) ৷ কর্নাটক ও মহারাষ্ট্র থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ গত 29 মে ওই চুরির ঘটনাটি ঘটে ৷

8.Khirpai New Bus stand : মুখ্যমন্ত্রীর নির্দেশ, ক্ষীরপাইয়ে নয়া বাসস্ট্যান্ডের জন্য জমি খোঁজার কাজ শুরু

পশ্চিম মেদিনীপুর জেলায় প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাছে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান দাবি জানিয়েছিলেন ক্ষীরপাই হালদার দিঘি এলাকায় একটি বাসস্ট্যান্ড তৈরির (Land identification work started for bus stand at Khirpai Haldar Dighi)। আর সেই দাবি মতই নির্দিষ্ট জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করল পূর্ত দফতর ।

9.Barasat Snake Biting : বিষধর সাপের ছোবল ! চিকিৎসকদের চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন যুবক

বিষধর সাপের ছোবলে মরণাপন্ন রোগীকে বাঁচালেন বারাসত জেলা হাসপাতালের চিকিৎসকরা ৷ নতুন জীবন ফিরে পেয়ে খুশি আতাউল রহমান নামে বছর বাইশের ওই যুবক (Barasat Snake Bites) ।

10.West Bengal Weather Update : বিক্ষিপ্ত বৃষ্টিতে কি দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ইঙ্গিত ?

বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি নামতেই স্বস্তি পেল দক্ষিণবঙ্গ (West Bengal Weather Update)৷ বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতেই সকলে ভাবছেন তবে কি দক্ষিণবঙ্গে বর্ষা আসছে ? যদিও আলিপুর আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টি বর্ষা আগমনের নয় ৷ তবে আর খুব বেশিদিনের অপেক্ষাও বাকি নেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ৷

1.HS Result 2022 : ভাল কিছু করার অনুপ্রেরণা মা-বাবা, জানালেন উচ্চমাধ্যমিকে প্রথম অদিশা

উচ্চমাধ্যমিকে প্রথম দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের অদিশা দেবশর্মা (Adisha Debsharma from Cooch behar Ranks 1st in HS 2022) ৷ তিনি 498 নম্বর পেয়ে এককভাবে এ বারের উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন ৷

2.West Bengal HS Result 2022: উচ্চমাধ্যমিকে পাশের হার 88.44%, শীর্ষে পূর্ব মেদিনীপুর

উচ্চমাধ্যমিকের ফলাফল (West Bengal HS Result 2022) প্রকাশিত হল ৷ এ বছর মোট পাশের হার 88.44 শতাংশ ৷ পরীক্ষার 44 দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE WB 12th exam)৷

3.HS Result 2022 Merit list: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় রেকর্ড 272 জন, প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল (West Bengal HS Result 2022)৷ এ বারের মেধাতালিকায় রয়েছে 272 জনের নাম ৷ প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটা সোনিদেবী হাইস্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা ৷

4.Teacher molests girl: পর্ণশ্রীতে যৌন হেনস্থা নাবালিকাকে ! আঁকার শিক্ষককে বেদম পেটালেন স্থানীয়রা

পর্ণশ্রীতে আঁকা শিখতে গিয়ে যৌন হেনস্থার শিকার নাবালিকা (Teacher molests girl)! শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা (Minor girl molested by drawing teacher)৷

5.Corona in India: চিন্তা বাড়াচ্ছে করোনা, দেশে আরও বাড়ল সংক্রমণ-মৃত্যু

ক্রমে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস (Corona in India)৷ দেশে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ (Corona India Update)৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হন 7,584 জন ৷ মৃত্যু হয়েছে 24 জনের (Coronavirus latest report)৷

6.Salman Khan Threat Letter Case : সলমনকে হুমকি চিঠি পাঠায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠী, দাবি মুম্বই পুলিশের

গত রবিবার, 5 জুন চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে (salman khan threat Letter case) ৷ যে এলাকা থেকে চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতঃভ্রমণ শেষে সেখানেই বিশ্রাম নেন সেলিম খান ৷

7.Gold Testing Lab Theft : আসানসোলে গোল্ড টেস্টিং ল্যাবে চুরির কিনারা, ভিনরাজ্য থেকে গ্রেফতার 2

আসানসোলে গোল্ড টেস্টিং ল্যাবে চুরির ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ (Police Arrests Two in Asansol Gold Testing Lab Theft Case) ৷ কর্নাটক ও মহারাষ্ট্র থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ গত 29 মে ওই চুরির ঘটনাটি ঘটে ৷

8.Khirpai New Bus stand : মুখ্যমন্ত্রীর নির্দেশ, ক্ষীরপাইয়ে নয়া বাসস্ট্যান্ডের জন্য জমি খোঁজার কাজ শুরু

পশ্চিম মেদিনীপুর জেলায় প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাছে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান দাবি জানিয়েছিলেন ক্ষীরপাই হালদার দিঘি এলাকায় একটি বাসস্ট্যান্ড তৈরির (Land identification work started for bus stand at Khirpai Haldar Dighi)। আর সেই দাবি মতই নির্দিষ্ট জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করল পূর্ত দফতর ।

9.Barasat Snake Biting : বিষধর সাপের ছোবল ! চিকিৎসকদের চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন যুবক

বিষধর সাপের ছোবলে মরণাপন্ন রোগীকে বাঁচালেন বারাসত জেলা হাসপাতালের চিকিৎসকরা ৷ নতুন জীবন ফিরে পেয়ে খুশি আতাউল রহমান নামে বছর বাইশের ওই যুবক (Barasat Snake Bites) ।

10.West Bengal Weather Update : বিক্ষিপ্ত বৃষ্টিতে কি দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ইঙ্গিত ?

বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি নামতেই স্বস্তি পেল দক্ষিণবঙ্গ (West Bengal Weather Update)৷ বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতেই সকলে ভাবছেন তবে কি দক্ষিণবঙ্গে বর্ষা আসছে ? যদিও আলিপুর আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টি বর্ষা আগমনের নয় ৷ তবে আর খুব বেশিদিনের অপেক্ষাও বাকি নেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.