ETV Bharat / bharat

Top News : টপ নিউজ @ সকাল 11 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News 11 am) ৷

Top News
টপ নিউজ @ সকাল 11 টা
author img

By

Published : Jun 10, 2022, 11:08 AM IST

1. HS Result 2022: আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট ?:

শুক্রবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল (HS Result 2022) ৷ দুপুর 11টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ৷

2. Teacher molests girl: পর্ণশ্রীতে যৌন হেনস্থা নাবালিকাকে ! আঁকার শিক্ষককে বেদম পেটালেন স্থানীয়রা

পর্ণশ্রীতে আঁকা শিখতে গিয়ে যৌন হেনস্থার শিকার নাবালিকা (Teacher molests girl)! শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা (Minor girl molested by drawing teacher)৷

3. Corona in India: চিন্তা বাড়াচ্ছে করোনা, দেশে আরও বাড়ল সংক্রমণ-মৃত্যু

ক্রমে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস (Corona in India)৷ দেশে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ (Corona India Update)৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হন 7,584 জন ৷ মৃত্যু হয়েছে 24 জনের (Coronavirus latest report)৷

4. Salman Khan Threat Letter Case : সলমনকে হুমকি চিঠি পাঠায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠী, দাবি মুম্বই পুলিশের

গত রবিবার, 5 জুন চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে (salman khan threat Letter case) ৷ যে এলাকা থেকে চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতঃভ্রমণ শেষে সেখানেই বিশ্রাম নেন সেলিম খান ৷

5. Gold Testing Lab Theft : আসানসোলে গোল্ড টেস্টিং ল্যাবে চুরির কিনারা, ভিনরাজ্য থেকে গ্রেফতার 2

আসানসোলে গোল্ড টেস্টিং ল্যাবে চুরির ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ (Police Arrests Two in Asansol Gold Testing Lab Theft Case) ৷ কর্নাটক ও মহারাষ্ট্র থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ গত 29 মে ওই চুরির ঘটনাটি ঘটে ৷

6. Khirpai New Bus stand : মুখ্যমন্ত্রীর নির্দেশ, ক্ষীরপাইয়ে নয়া বাসস্ট্যান্ডের জন্য জমি খোঁজার কাজ শুরু

পশ্চিম মেদিনীপুর জেলায় প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাছে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান দাবি জানিয়েছিলেন ক্ষীরপাই হালদার দিঘি এলাকায় একটি বাসস্ট্যান্ড তৈরির (Land identification work started for bus stand at Khirpai Haldar Dighi)। আর সেই দাবি মতই নির্দিষ্ট জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করল পূর্ত দফতর ।

7. West Bengal Weather Update : বিক্ষিপ্ত বৃষ্টিতে কি দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ইঙ্গিত ?

বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি নামতেই স্বস্তি পেল দক্ষিণবঙ্গ (West Bengal Weather Update)৷ বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতেই সকলে ভাবছেন তবে কি দক্ষিণবঙ্গে বর্ষা আসছে ? যদিও আলিপুর আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টি বর্ষা আগমনের নয় ৷ তবে আর খুব বেশিদিনের অপেক্ষাও বাকি নেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ৷

8. Market price in Kolkata: আজ মাছ-মাংস-সবজির কত দাম ? রইল বাজারদরের খুঁটিনাটি

আজ মাছ, মাংস, সবজি বা ডিমের দাম কত (Market Price)? বাজারে যাওয়ার আগে একবার দেখে নিন খুঁটিনাটি বাজারদর (Market price in Kolkata)৷ রইল তালিকা ৷

9. Red Corner Notice Against Goldy Brar : গোল্ডি ব্রারের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি ইন্টারপোলের

সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেওয়া গোল্ডি ব্রার ওরফে সতিন্দরজিৎ সিংয়ের বিরুদ্ধে এবার রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল (Red Corner Notice Against Satinderjeet Singh ) ৷

10. Dilip Ghosh : আইনশৃঙ্খলার অবনতি পুলিশ দাঁড়িয়ে থেকে দেখে, কিছু করে না : দিলীপ ঘোষ

‘‘সবার প্রতিবাদ করার অধিকার আছে কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করবে আর মানুষ দাঁড়িয়ে থাকবে ! ওদের কিছু বলার হিম্মত নেই মমতা বন্দ্যােপাধ্যায়ের ৷" ডোমজুড়ে পথ অবরোধ প্রসঙ্গে নিউটাউনের ইকোপর্কে প্রাতঃভ্রমণে এসে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Bengal Govt) ৷

1. HS Result 2022: আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট ?:

শুক্রবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল (HS Result 2022) ৷ দুপুর 11টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ৷

2. Teacher molests girl: পর্ণশ্রীতে যৌন হেনস্থা নাবালিকাকে ! আঁকার শিক্ষককে বেদম পেটালেন স্থানীয়রা

পর্ণশ্রীতে আঁকা শিখতে গিয়ে যৌন হেনস্থার শিকার নাবালিকা (Teacher molests girl)! শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা (Minor girl molested by drawing teacher)৷

3. Corona in India: চিন্তা বাড়াচ্ছে করোনা, দেশে আরও বাড়ল সংক্রমণ-মৃত্যু

ক্রমে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস (Corona in India)৷ দেশে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ (Corona India Update)৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হন 7,584 জন ৷ মৃত্যু হয়েছে 24 জনের (Coronavirus latest report)৷

4. Salman Khan Threat Letter Case : সলমনকে হুমকি চিঠি পাঠায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠী, দাবি মুম্বই পুলিশের

গত রবিবার, 5 জুন চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে (salman khan threat Letter case) ৷ যে এলাকা থেকে চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতঃভ্রমণ শেষে সেখানেই বিশ্রাম নেন সেলিম খান ৷

5. Gold Testing Lab Theft : আসানসোলে গোল্ড টেস্টিং ল্যাবে চুরির কিনারা, ভিনরাজ্য থেকে গ্রেফতার 2

আসানসোলে গোল্ড টেস্টিং ল্যাবে চুরির ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ (Police Arrests Two in Asansol Gold Testing Lab Theft Case) ৷ কর্নাটক ও মহারাষ্ট্র থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ গত 29 মে ওই চুরির ঘটনাটি ঘটে ৷

6. Khirpai New Bus stand : মুখ্যমন্ত্রীর নির্দেশ, ক্ষীরপাইয়ে নয়া বাসস্ট্যান্ডের জন্য জমি খোঁজার কাজ শুরু

পশ্চিম মেদিনীপুর জেলায় প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাছে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান দাবি জানিয়েছিলেন ক্ষীরপাই হালদার দিঘি এলাকায় একটি বাসস্ট্যান্ড তৈরির (Land identification work started for bus stand at Khirpai Haldar Dighi)। আর সেই দাবি মতই নির্দিষ্ট জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করল পূর্ত দফতর ।

7. West Bengal Weather Update : বিক্ষিপ্ত বৃষ্টিতে কি দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ইঙ্গিত ?

বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি নামতেই স্বস্তি পেল দক্ষিণবঙ্গ (West Bengal Weather Update)৷ বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতেই সকলে ভাবছেন তবে কি দক্ষিণবঙ্গে বর্ষা আসছে ? যদিও আলিপুর আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টি বর্ষা আগমনের নয় ৷ তবে আর খুব বেশিদিনের অপেক্ষাও বাকি নেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ৷

8. Market price in Kolkata: আজ মাছ-মাংস-সবজির কত দাম ? রইল বাজারদরের খুঁটিনাটি

আজ মাছ, মাংস, সবজি বা ডিমের দাম কত (Market Price)? বাজারে যাওয়ার আগে একবার দেখে নিন খুঁটিনাটি বাজারদর (Market price in Kolkata)৷ রইল তালিকা ৷

9. Red Corner Notice Against Goldy Brar : গোল্ডি ব্রারের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি ইন্টারপোলের

সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেওয়া গোল্ডি ব্রার ওরফে সতিন্দরজিৎ সিংয়ের বিরুদ্ধে এবার রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল (Red Corner Notice Against Satinderjeet Singh ) ৷

10. Dilip Ghosh : আইনশৃঙ্খলার অবনতি পুলিশ দাঁড়িয়ে থেকে দেখে, কিছু করে না : দিলীপ ঘোষ

‘‘সবার প্রতিবাদ করার অধিকার আছে কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করবে আর মানুষ দাঁড়িয়ে থাকবে ! ওদের কিছু বলার হিম্মত নেই মমতা বন্দ্যােপাধ্যায়ের ৷" ডোমজুড়ে পথ অবরোধ প্রসঙ্গে নিউটাউনের ইকোপর্কে প্রাতঃভ্রমণে এসে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Bengal Govt) ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.