ETV Bharat / bharat

TOP NEWS : টপ নিউজ @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
টপ নিউজ সন্ধে 7 টা
author img

By

Published : Jun 5, 2022, 7:14 PM IST

  1. Sovandeb Chattopadhyay on employment: শোভনদেবের বেকারত্ব মন্তব্যে পাশে দল, তোপ বিজেপির

চাকরি নিয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay remarks on employment) বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই চলছে রাজনৈতিক তরজা, তবে মন্ত্রীর পাশেই থাকছে তৃণমূল (BJP slams Bengal govt)৷

2. New Song of KK : 'ধুপ পানি বহনে দে', সৃজিতের শেরদিলে গানে গানেই ফিরছেন কেকে

গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের শেষে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কেকে ৷ পরে মৃত্যু হয় তাঁর ৷ কেকে'র মৃত্যুর পর 'ধুপ পানি বহনে দে' মুক্তি পেতে চলেছে (new song of KK from the film Sherdil) ৷

3. Jamai Sasthi 2022 : শাশুড়ির কোলে বসলেন গৌরব ! ডায়েট ভুললেন রুদ্রজিৎ ; দেখুন টলিউডের জামাই-আদর

আজকের দিনটা জামাইদের জন্যই ৷ শাশুড়ি মায়েরা আদর-যত্নে ভরিয়ে দিচ্ছেন তাঁদের জামাই বাবাজিদের ৷ বাদ যাচ্ছেন না টলিউড অভিনেতারাও ৷ তাঁদেরও ঘরে ঘরে সাড়ম্বরে পালিত হচ্ছে দিনটি (Jamai Sasthi 2022 Celebration) ৷

4. TMC BJP on Spy Issue : তৃণমূল বিজেপি চর প্রসঙ্গে রাজনৈতিক তরজা অব্যাহত

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দাবি করেন, বিজেপিতে তৃণমূলের চর রয়েছে । অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, বিজেপির কিছু লোক আছে যাঁরা তৃণমূল থেকে খবর দেয় (TMC BJP on Spy Issue)৷

5. World Environment Day : সুসজ্জিত পালকিতে এল গাছের চারা, আসানসোলে পরিবেশ দিবস পালনে অভিনবত্ব

পালকি করে বৌ এল থুড়ি চারাগাছ এল আসানসোলের রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে ৷ আজ 5 জুন, ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল সালানপুর থানা ৷

6. BSF Firing : বিএসএফের গুলিতে মুর্শিদাবাদে মৃত্যু পাচারকারীর

রবিবার ভোরে 12-15 জনের একটি পাচারকারী দল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত টপকানোর চেষ্টা করে । বিএসএফ তাদের বাধা দিলে গুলি চালায় পাচারকারীরা ৷

7. Dev on KK death: কেকের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, মত দেবের

কেকের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে (Dev reacts on controversy over KK death)৷ সেই দিনের ঘটনার জন্য পুলিশকে দোষ দেওয়া ঠিক না ৷ এমনই মত দেবের (Dev on KK death)৷

8. Accident at Jamai Sasthi : জামাইষষ্ঠীতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল দম্পতির !

পথ দুর্ঘটনায় জামাইষষ্ঠীর সকালে মৃত্যু হল এক দম্পতির (Accident at Jamai Sasthi) । পূর্ব মেদিনীপুরের হলদিয়া-মেচেদা 41 নম্বর জাতীয় সড়কের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷

9. Dilip Ghosh Comments : ভোট করতে না দিয়েই ক্ষমতায় এসেছে তৃণমূল, মন্তব্য দিলীপের

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া থেকে আটকানোর অভিযোগ উঠেছে । এই বিষয়ে রবিবার তৃণমূলের সমালোচনা করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh criticises TMC) ৷

10. Kunal vs Dilip : 'কেন্দ্রের প্রতিহিংসায় বঞ্চিত রাজ্য', তোপ কুণালের ; 'আগে হিসাব দিন', পাল্টা দিলীপ

100 দিনের কাজের টাকা আটকে দেওয়া নিয়ে কর্মসূচি চলছে । এই কর্মসূচিতে রবিবার রাজাবাজারে 28 নম্বর ওয়ার্ডের মিছিলে পা মেলালেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ।

  1. Sovandeb Chattopadhyay on employment: শোভনদেবের বেকারত্ব মন্তব্যে পাশে দল, তোপ বিজেপির

চাকরি নিয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay remarks on employment) বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই চলছে রাজনৈতিক তরজা, তবে মন্ত্রীর পাশেই থাকছে তৃণমূল (BJP slams Bengal govt)৷

2. New Song of KK : 'ধুপ পানি বহনে দে', সৃজিতের শেরদিলে গানে গানেই ফিরছেন কেকে

গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের শেষে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কেকে ৷ পরে মৃত্যু হয় তাঁর ৷ কেকে'র মৃত্যুর পর 'ধুপ পানি বহনে দে' মুক্তি পেতে চলেছে (new song of KK from the film Sherdil) ৷

3. Jamai Sasthi 2022 : শাশুড়ির কোলে বসলেন গৌরব ! ডায়েট ভুললেন রুদ্রজিৎ ; দেখুন টলিউডের জামাই-আদর

আজকের দিনটা জামাইদের জন্যই ৷ শাশুড়ি মায়েরা আদর-যত্নে ভরিয়ে দিচ্ছেন তাঁদের জামাই বাবাজিদের ৷ বাদ যাচ্ছেন না টলিউড অভিনেতারাও ৷ তাঁদেরও ঘরে ঘরে সাড়ম্বরে পালিত হচ্ছে দিনটি (Jamai Sasthi 2022 Celebration) ৷

4. TMC BJP on Spy Issue : তৃণমূল বিজেপি চর প্রসঙ্গে রাজনৈতিক তরজা অব্যাহত

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দাবি করেন, বিজেপিতে তৃণমূলের চর রয়েছে । অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, বিজেপির কিছু লোক আছে যাঁরা তৃণমূল থেকে খবর দেয় (TMC BJP on Spy Issue)৷

5. World Environment Day : সুসজ্জিত পালকিতে এল গাছের চারা, আসানসোলে পরিবেশ দিবস পালনে অভিনবত্ব

পালকি করে বৌ এল থুড়ি চারাগাছ এল আসানসোলের রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে ৷ আজ 5 জুন, ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল সালানপুর থানা ৷

6. BSF Firing : বিএসএফের গুলিতে মুর্শিদাবাদে মৃত্যু পাচারকারীর

রবিবার ভোরে 12-15 জনের একটি পাচারকারী দল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত টপকানোর চেষ্টা করে । বিএসএফ তাদের বাধা দিলে গুলি চালায় পাচারকারীরা ৷

7. Dev on KK death: কেকের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, মত দেবের

কেকের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে (Dev reacts on controversy over KK death)৷ সেই দিনের ঘটনার জন্য পুলিশকে দোষ দেওয়া ঠিক না ৷ এমনই মত দেবের (Dev on KK death)৷

8. Accident at Jamai Sasthi : জামাইষষ্ঠীতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল দম্পতির !

পথ দুর্ঘটনায় জামাইষষ্ঠীর সকালে মৃত্যু হল এক দম্পতির (Accident at Jamai Sasthi) । পূর্ব মেদিনীপুরের হলদিয়া-মেচেদা 41 নম্বর জাতীয় সড়কের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷

9. Dilip Ghosh Comments : ভোট করতে না দিয়েই ক্ষমতায় এসেছে তৃণমূল, মন্তব্য দিলীপের

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া থেকে আটকানোর অভিযোগ উঠেছে । এই বিষয়ে রবিবার তৃণমূলের সমালোচনা করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh criticises TMC) ৷

10. Kunal vs Dilip : 'কেন্দ্রের প্রতিহিংসায় বঞ্চিত রাজ্য', তোপ কুণালের ; 'আগে হিসাব দিন', পাল্টা দিলীপ

100 দিনের কাজের টাকা আটকে দেওয়া নিয়ে কর্মসূচি চলছে । এই কর্মসূচিতে রবিবার রাজাবাজারে 28 নম্বর ওয়ার্ডের মিছিলে পা মেলালেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.