ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Oct 13, 2021, 5:06 PM IST

1.T-20 World Cup : টি-20 বিশ্বকাপে ভারতের নতুন ‘বিলিয়ন চিয়ার্স জার্সি’

টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের নতুন জার্সি উন্মোচন করল বিসিসিআই ৷ জার্সি তৈরি করা হয়েছে ভারতীয় ক্রিকেটের কোটি কোটি সমর্থকের উৎসাহ থেকে অনুপ্রাণিত হয়ে ৷ বিসিসিআই’র সব অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় নতুন এই জার্সির ছবি পোস্ট করা হয়েছে ৷

2.Belur Math Kumari Puja: কোভিডবিধি মেনে হল বেলুড়মঠের কুমারী পুজো

আজ মহাষ্টমী ৷ মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, স্তোত্রপাঠের মধ্যে দিয়ে চলছে দেবীর আরাধনা ৷ চিরশাশ্বত রীতি মেনেই বিভিন্ন জায়গায় আজ পালিত হবে কুমারী পুজো ৷ রীতি মেনে এই মহাষ্টমীর সকালে বেলুড়মঠেও হল কুমারী পুজো ৷

3.IPL 2021 Qualifier 2 : 'দিল্লি বধে' নাইটদের অস্ত্র হতে পারে স্পিনাররা

শীর্ষ থেকে লিগ শেষ করলেও তারপর দুটি ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালস ৷ লিগের শেষ ম্যাচে বিরাট কোহলির আরসিবি ও প্রথম কোয়ালিফায়ারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতার সামনে দিল্লি ৷ লিগে কলকাতা ও দিল্লি দুই দলই একবার করে জিতেছে ৷

4.Weather Forecast : নিম্নচাপের দৌলতে মাটি হতে পারে অষ্টমী, দক্ষিণবঙ্গে দশমী পর্যন্ত বর্ষণ

অষ্টমীতেই বৃষ্টির কোপে পড়তে পারে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ৷ বৃষ্টি চলতে পারে দশমী পর্যন্ত ৷ তবে বৃষ্টি চললেও, আপাতত তাপমাত্রা নিম্নমুখী হওয়ার কোনও লক্ষণ নেই ৷

5.Puja Parikrama : শোভাবাজার রাজবাড়ির পুজোয় সাবেকিয়ানার 232 বছর

232 বছরে পা দিল উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো ৷ বুধবার সকাল থেকে শুরু হয়েছে অষ্টমীর পুজো ৷ নিয়ম মাফিক প্রতি বছর অষ্টমীর পুজোর পরই সন্ধিপুজো হয় ৷ তবে এবার সন্ধিপুজোর তিথি রাত পৌনে বারোটায় ৷ তাই সেই তিথি মেনেই সন্ধিপুজো করা হবে ৷ কোভিড আবহে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই পুজো চলছে বলে জানিয়েছেন রাজ পরিবারের সদস্যরা ৷

6.Sourav Ganguly-Puja Parikrama : রাতে দুবাই যাওয়ার আগে অষ্টমীর সকালে বড়িশা প্লেয়ার্স কর্নারে মহারাজ

দুর্গোৎসবে তাঁর অনুভূতি অন্যদের থেকে আলাদা নয় ৷ পুজোর সময় সব বাঙালি যেভাবে আনন্দ করে, তেমনটাই সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ মহাষ্টমীর সকালে পাড়ার বড়িশা প্লেয়ার্স কর্নারে মা দুর্গাকে দেখতে এলেন মহারাজ ৷ পরশু থেকে আইপিএল শুরু হচ্ছে, তাই আজ রাতে দুবাই পাড়ি দিচ্ছেন বিসিসিআই সভাপতি ৷ জানালেন, অষ্টমীতে নিরামিষ খেয়েছেন ৷ তিনি এখন ফিট ৷ আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ভাল খেলবে বলেও জানান তিনি ৷

7.Cristiano Ronaldo : আন্তর্জাতিক কেরিয়ারে দশম হ্যাটট্রিক, ফের শিখরে রোনাল্ডো

প্রথমার্ধে রোনাল্ডোর জোড়া গোলের পাশাপাশি ব্রুনো ফার্নান্ডেজের গোলে এগিয়ে থাকে পর্তুগাল ৷ দ্বিতীয়ার্ধে জোয়াও পালহিলহা প্রথমে ব্যবধান বাড়ান এরপর 87 মিনিটে লুক্সেমবার্গের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রোনাল্ডো ৷

8.Taliban: কোটি কোটি ডলার আটকে রাখার অভিযোগ, বিদেশে গচ্ছিত ধনরাশি হাতে পেতে মরিয়া তালিবান

আশরফ গনির সরকারকে হটিয়ে গত 15 অগস্ট কাবুল দখল করে তালিবান । প্রায় দু’দশক পর আফগানিস্তানে ফের ক্ষমতায় ফিরেছে তারা । কিন্তু তাদের শাসনকালে আফগানিস্তানে মানবাধিকার সঙ্কট চরমে উঠেছে ।

9.Kumari Puja: মহাষ্টমীতে মালদা রামকৃষ্ণ মিশনে পালিত হল কুমারী পুজো

মহাষ্টমীর সকালে মালদা রামকৃষ্ণ মিশনে হল কুমারী পুজো ৷ মিশনের এই অষ্টমী পুজো বেশ জনপ্রিয়। যেহেতু এবছর মালদা ছাড়া অন্যান্য রামকৃষ্ণ মিশনে ভক্তদের প্রবেশের অনুমতি নেই, সেই কারণে ভক্তরা বিভিন্ন এলাকা থেকে পুজো দেখতে ছুটে এসেছিলেন মালদার রামকৃষ্ণ মিশনে। বুধবার সকাল সাড়ে সাতটা থেকে এখানে শুরু হয় অষ্টমী পুজো।

10.Puja Parikrama: শান্তিনিকেতনের শিল্পকর্ম ও আলপনায় সেজে উঠেছে বীরভূমের স্কুলবাগান সর্বজনীন

বীরভূমের স্কুল বাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গোৎসব ৷ এবছর শান্তিনিকেতনের শিল্পকর্ম ও আলপনায় সেজে উঠেছে পুজো মণ্ডপ ৷ শান্তিনিকেতনের শিল্পকর্মের আদলে মণ্ডপসজ্জা নজর কেড়েছে দর্শনার্থীদেরও ৷ সেই শোভাকেই ক্যামেরা বন্দি করে রাখতে দেখা গেল প্রায় সবাইকে ৷ আর তেমনই পুজো মণ্ডপকে পিছনে রেখে সেলফি তোলার হিড়িক ৷

1.T-20 World Cup : টি-20 বিশ্বকাপে ভারতের নতুন ‘বিলিয়ন চিয়ার্স জার্সি’

টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের নতুন জার্সি উন্মোচন করল বিসিসিআই ৷ জার্সি তৈরি করা হয়েছে ভারতীয় ক্রিকেটের কোটি কোটি সমর্থকের উৎসাহ থেকে অনুপ্রাণিত হয়ে ৷ বিসিসিআই’র সব অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় নতুন এই জার্সির ছবি পোস্ট করা হয়েছে ৷

2.Belur Math Kumari Puja: কোভিডবিধি মেনে হল বেলুড়মঠের কুমারী পুজো

আজ মহাষ্টমী ৷ মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, স্তোত্রপাঠের মধ্যে দিয়ে চলছে দেবীর আরাধনা ৷ চিরশাশ্বত রীতি মেনেই বিভিন্ন জায়গায় আজ পালিত হবে কুমারী পুজো ৷ রীতি মেনে এই মহাষ্টমীর সকালে বেলুড়মঠেও হল কুমারী পুজো ৷

3.IPL 2021 Qualifier 2 : 'দিল্লি বধে' নাইটদের অস্ত্র হতে পারে স্পিনাররা

শীর্ষ থেকে লিগ শেষ করলেও তারপর দুটি ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালস ৷ লিগের শেষ ম্যাচে বিরাট কোহলির আরসিবি ও প্রথম কোয়ালিফায়ারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতার সামনে দিল্লি ৷ লিগে কলকাতা ও দিল্লি দুই দলই একবার করে জিতেছে ৷

4.Weather Forecast : নিম্নচাপের দৌলতে মাটি হতে পারে অষ্টমী, দক্ষিণবঙ্গে দশমী পর্যন্ত বর্ষণ

অষ্টমীতেই বৃষ্টির কোপে পড়তে পারে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ৷ বৃষ্টি চলতে পারে দশমী পর্যন্ত ৷ তবে বৃষ্টি চললেও, আপাতত তাপমাত্রা নিম্নমুখী হওয়ার কোনও লক্ষণ নেই ৷

5.Puja Parikrama : শোভাবাজার রাজবাড়ির পুজোয় সাবেকিয়ানার 232 বছর

232 বছরে পা দিল উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো ৷ বুধবার সকাল থেকে শুরু হয়েছে অষ্টমীর পুজো ৷ নিয়ম মাফিক প্রতি বছর অষ্টমীর পুজোর পরই সন্ধিপুজো হয় ৷ তবে এবার সন্ধিপুজোর তিথি রাত পৌনে বারোটায় ৷ তাই সেই তিথি মেনেই সন্ধিপুজো করা হবে ৷ কোভিড আবহে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই পুজো চলছে বলে জানিয়েছেন রাজ পরিবারের সদস্যরা ৷

6.Sourav Ganguly-Puja Parikrama : রাতে দুবাই যাওয়ার আগে অষ্টমীর সকালে বড়িশা প্লেয়ার্স কর্নারে মহারাজ

দুর্গোৎসবে তাঁর অনুভূতি অন্যদের থেকে আলাদা নয় ৷ পুজোর সময় সব বাঙালি যেভাবে আনন্দ করে, তেমনটাই সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ মহাষ্টমীর সকালে পাড়ার বড়িশা প্লেয়ার্স কর্নারে মা দুর্গাকে দেখতে এলেন মহারাজ ৷ পরশু থেকে আইপিএল শুরু হচ্ছে, তাই আজ রাতে দুবাই পাড়ি দিচ্ছেন বিসিসিআই সভাপতি ৷ জানালেন, অষ্টমীতে নিরামিষ খেয়েছেন ৷ তিনি এখন ফিট ৷ আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ভাল খেলবে বলেও জানান তিনি ৷

7.Cristiano Ronaldo : আন্তর্জাতিক কেরিয়ারে দশম হ্যাটট্রিক, ফের শিখরে রোনাল্ডো

প্রথমার্ধে রোনাল্ডোর জোড়া গোলের পাশাপাশি ব্রুনো ফার্নান্ডেজের গোলে এগিয়ে থাকে পর্তুগাল ৷ দ্বিতীয়ার্ধে জোয়াও পালহিলহা প্রথমে ব্যবধান বাড়ান এরপর 87 মিনিটে লুক্সেমবার্গের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রোনাল্ডো ৷

8.Taliban: কোটি কোটি ডলার আটকে রাখার অভিযোগ, বিদেশে গচ্ছিত ধনরাশি হাতে পেতে মরিয়া তালিবান

আশরফ গনির সরকারকে হটিয়ে গত 15 অগস্ট কাবুল দখল করে তালিবান । প্রায় দু’দশক পর আফগানিস্তানে ফের ক্ষমতায় ফিরেছে তারা । কিন্তু তাদের শাসনকালে আফগানিস্তানে মানবাধিকার সঙ্কট চরমে উঠেছে ।

9.Kumari Puja: মহাষ্টমীতে মালদা রামকৃষ্ণ মিশনে পালিত হল কুমারী পুজো

মহাষ্টমীর সকালে মালদা রামকৃষ্ণ মিশনে হল কুমারী পুজো ৷ মিশনের এই অষ্টমী পুজো বেশ জনপ্রিয়। যেহেতু এবছর মালদা ছাড়া অন্যান্য রামকৃষ্ণ মিশনে ভক্তদের প্রবেশের অনুমতি নেই, সেই কারণে ভক্তরা বিভিন্ন এলাকা থেকে পুজো দেখতে ছুটে এসেছিলেন মালদার রামকৃষ্ণ মিশনে। বুধবার সকাল সাড়ে সাতটা থেকে এখানে শুরু হয় অষ্টমী পুজো।

10.Puja Parikrama: শান্তিনিকেতনের শিল্পকর্ম ও আলপনায় সেজে উঠেছে বীরভূমের স্কুলবাগান সর্বজনীন

বীরভূমের স্কুল বাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গোৎসব ৷ এবছর শান্তিনিকেতনের শিল্পকর্ম ও আলপনায় সেজে উঠেছে পুজো মণ্ডপ ৷ শান্তিনিকেতনের শিল্পকর্মের আদলে মণ্ডপসজ্জা নজর কেড়েছে দর্শনার্থীদেরও ৷ সেই শোভাকেই ক্যামেরা বন্দি করে রাখতে দেখা গেল প্রায় সবাইকে ৷ আর তেমনই পুজো মণ্ডপকে পিছনে রেখে সেলফি তোলার হিড়িক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.