ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সকাল 9 টা
টপ নিউজ় @ সকাল 9 টা
author img

By

Published : Apr 5, 2021, 9:01 AM IST

1.করোনা মোকাবিলায় পঞ্চমুখী দাওয়াই প্রধানমন্ত্রীর

করোনা মোকাবিলায় পঞ্চমুখী দাওয়াই প্রধানমন্ত্রীর ৷ রবিবার উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে পাঁচটি বিষয়ে গুরুত্ব দিতে বলেন নরেন্দ্র মোদি ৷ এগুলি হল, করোনা নির্ণয়ের পরীক্ষা, করোনা রোগীর সন্ধান, তাঁদের চিকিৎসা, কোভিডের উপযোগী আচরণ এবং টিকাকরণ ৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রের শীর্ষস্তরের আমলা এবং নীতি আয়োগের প্রতিনিধিরা ৷

2.শিকেয় স্বাস্থ্যবিধি, মাত্র চার দিনে দু'হাজারে পৌঁছে গেল করোনার দৈনিক সংক্রমণ

লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা । চিকিৎসকরা বলছেন, করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য ন্যূনতম স্বাস্থ্যবিধি হিসেবে সঠিকভাবে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, হাত স্যানিটাইজার অথবা সাবান দিয়ে ধুতে হবে।

3.নন্দীগ্রাম নিয়ে ‘অসত্য়’ অভিযোগ মমতার, ভর্ৎসনা কমিশনের

কমিশন তার চিঠিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ওই বুথে কোনও সন্ত্রাসের ঘটনা ঘটেনি। বা বুথ দখলের ঘটনাও ঘটেনি। বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট চলাকালীন বুথের মধ্যে দু'ঘণ্টা বসে থেকে বাধা সৃষ্টি করেছেন তার নিন্দা করেছে কমিশন।

4."কী ভাবেন ? ভগবান না সুপার হিউম্যান ?" মোদিকে তোপ মমতার

"কী ভাবেন আপনি নিজেকে ? ভগবান ? নাকি সুপার হিউম্যান ?" খানাকুলের সভা থেকে মোদিকে আক্রমণ মমতার ৷

5.ভোট মিটতেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুর, গ্রেফতার 14

ভোটের পর থেকে আজ পর্যন্ত নন্দীগ্রামের বেশ কয়েকটি জায়গায় হিংসা ছড়ানোর ঘটনায় মোট 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ । দায়ের করা হয়েছে 14 টি মামলাও ।

6.বাংলার ভোটের ময়দানে এবার মমতার পাশে অমিতাভ-ঘরণী জয়া

তৃণমূলের তরফে আরও জানানো হয়েছে, সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনও করবেন জয়া বচ্চন । সেখানে তৃণমূলের সংসদীয় দল তাঁকে সংবর্ধনা জানাবে । সেখানেই তিনি জানাবেন, কেন বাংলায় এসেছেন, কেন তিনি মমতা তথা তৃণমূলের পাশে দাঁড়াতে চাইছেন। আগামী তিন-চারদিন কলকাতাতেই থাকবেন জয়া।

7.লক্ষ্মণ ঘোড়ুইকে দুশ্চরিত্র বললেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী

একসময় বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের ছায়সঙ্গী ছিলেন চন্দ্রমল্লিকা দেবী ৷ তিনি বিজেপি রাজ্য মহিলা মোর্চার নেত্রী ৷ ভোটের প্রচারের প্রথমদিকে চন্দ্রমল্লিকাকে লক্ষ্মণ ঘোড়ুইয়ের সঙ্গে দেখা গিয়েছিল ৷

8.ভুয়ো প্রতিশ্রুতিতে বিরক্ত, ভোট দেবেন না সিমলাগড়ের আদিবাসীরা

পাণ্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালবোনা ষষ্ঠী পুকুর পাড় এলাকায় 50 টি আদিবাসী পরিবারের বাস ৷

9.করোনা বাগে আনতে মহারাষ্ট্রে সপ্তাহান্তে লকডাউন, নাইট কার্ফু

করোনার দাপট বাগে আনতে সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করল মহারাষ্ট্র সরকার ৷ যা কার্যকর থাকবে শুক্রবার রাত আটটা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত ৷ দু’দিন আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, করোনা বাগে আনতে প্রয়োজনে আবারও লকডাউনের পথে হাঁটতে পারে তাঁর সরকার ৷ রবিবার মন্ত্রিগোষ্ঠীর সদস্যদের সঙ্গে এই বিষয়ে জরুরি বৈঠকও করেন তিনি ৷ তারপরই উইকেন্ড লকডাউন ও নাইট কার্ফুর সিদ্ধান্ত নেওয়া হয় ৷

10.জঙ্গলমহলে শুরু পরিবর্তনের ঢেউ উত্তরবঙ্গের পাহাড় পর্যন্ত পৌঁছাবে : দিলীপ

রবিবার বারুইপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দন মণ্ডলের সমর্থনে সভা করলেন দিলীপ ঘোষ ৷ এদিন সভায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন তিনি ৷ বললেন, বাংলায় পরিবর্তন হবে ৷ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে ৷ বিজেপি সরকার হলে পুলিশকে ধমকানো চমকানো শুনতে হবে না ৷

1.করোনা মোকাবিলায় পঞ্চমুখী দাওয়াই প্রধানমন্ত্রীর

করোনা মোকাবিলায় পঞ্চমুখী দাওয়াই প্রধানমন্ত্রীর ৷ রবিবার উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে পাঁচটি বিষয়ে গুরুত্ব দিতে বলেন নরেন্দ্র মোদি ৷ এগুলি হল, করোনা নির্ণয়ের পরীক্ষা, করোনা রোগীর সন্ধান, তাঁদের চিকিৎসা, কোভিডের উপযোগী আচরণ এবং টিকাকরণ ৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রের শীর্ষস্তরের আমলা এবং নীতি আয়োগের প্রতিনিধিরা ৷

2.শিকেয় স্বাস্থ্যবিধি, মাত্র চার দিনে দু'হাজারে পৌঁছে গেল করোনার দৈনিক সংক্রমণ

লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা । চিকিৎসকরা বলছেন, করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য ন্যূনতম স্বাস্থ্যবিধি হিসেবে সঠিকভাবে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, হাত স্যানিটাইজার অথবা সাবান দিয়ে ধুতে হবে।

3.নন্দীগ্রাম নিয়ে ‘অসত্য়’ অভিযোগ মমতার, ভর্ৎসনা কমিশনের

কমিশন তার চিঠিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ওই বুথে কোনও সন্ত্রাসের ঘটনা ঘটেনি। বা বুথ দখলের ঘটনাও ঘটেনি। বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট চলাকালীন বুথের মধ্যে দু'ঘণ্টা বসে থেকে বাধা সৃষ্টি করেছেন তার নিন্দা করেছে কমিশন।

4."কী ভাবেন ? ভগবান না সুপার হিউম্যান ?" মোদিকে তোপ মমতার

"কী ভাবেন আপনি নিজেকে ? ভগবান ? নাকি সুপার হিউম্যান ?" খানাকুলের সভা থেকে মোদিকে আক্রমণ মমতার ৷

5.ভোট মিটতেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুর, গ্রেফতার 14

ভোটের পর থেকে আজ পর্যন্ত নন্দীগ্রামের বেশ কয়েকটি জায়গায় হিংসা ছড়ানোর ঘটনায় মোট 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ । দায়ের করা হয়েছে 14 টি মামলাও ।

6.বাংলার ভোটের ময়দানে এবার মমতার পাশে অমিতাভ-ঘরণী জয়া

তৃণমূলের তরফে আরও জানানো হয়েছে, সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনও করবেন জয়া বচ্চন । সেখানে তৃণমূলের সংসদীয় দল তাঁকে সংবর্ধনা জানাবে । সেখানেই তিনি জানাবেন, কেন বাংলায় এসেছেন, কেন তিনি মমতা তথা তৃণমূলের পাশে দাঁড়াতে চাইছেন। আগামী তিন-চারদিন কলকাতাতেই থাকবেন জয়া।

7.লক্ষ্মণ ঘোড়ুইকে দুশ্চরিত্র বললেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী

একসময় বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের ছায়সঙ্গী ছিলেন চন্দ্রমল্লিকা দেবী ৷ তিনি বিজেপি রাজ্য মহিলা মোর্চার নেত্রী ৷ ভোটের প্রচারের প্রথমদিকে চন্দ্রমল্লিকাকে লক্ষ্মণ ঘোড়ুইয়ের সঙ্গে দেখা গিয়েছিল ৷

8.ভুয়ো প্রতিশ্রুতিতে বিরক্ত, ভোট দেবেন না সিমলাগড়ের আদিবাসীরা

পাণ্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালবোনা ষষ্ঠী পুকুর পাড় এলাকায় 50 টি আদিবাসী পরিবারের বাস ৷

9.করোনা বাগে আনতে মহারাষ্ট্রে সপ্তাহান্তে লকডাউন, নাইট কার্ফু

করোনার দাপট বাগে আনতে সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করল মহারাষ্ট্র সরকার ৷ যা কার্যকর থাকবে শুক্রবার রাত আটটা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত ৷ দু’দিন আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, করোনা বাগে আনতে প্রয়োজনে আবারও লকডাউনের পথে হাঁটতে পারে তাঁর সরকার ৷ রবিবার মন্ত্রিগোষ্ঠীর সদস্যদের সঙ্গে এই বিষয়ে জরুরি বৈঠকও করেন তিনি ৷ তারপরই উইকেন্ড লকডাউন ও নাইট কার্ফুর সিদ্ধান্ত নেওয়া হয় ৷

10.জঙ্গলমহলে শুরু পরিবর্তনের ঢেউ উত্তরবঙ্গের পাহাড় পর্যন্ত পৌঁছাবে : দিলীপ

রবিবার বারুইপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দন মণ্ডলের সমর্থনে সভা করলেন দিলীপ ঘোষ ৷ এদিন সভায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন তিনি ৷ বললেন, বাংলায় পরিবর্তন হবে ৷ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে ৷ বিজেপি সরকার হলে পুলিশকে ধমকানো চমকানো শুনতে হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.