ETV Bharat / bharat

Couple Body Recovered: রায়পুরে বৌভাতের দিন মিলল নবদম্পতির রক্তাক্ত দেহ - wedding reception

রায়পুরে একই ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল নবদম্পতিকে (Newly married couple found dead) ৷ বৌভাতের দিনই ঘটল এমন মর্মান্তিক ঘটনা ৷

couple found dead in Raipur ETV Bharat
নবদম্পতির রক্তাক্ত দেহ
author img

By

Published : Feb 22, 2023, 10:57 AM IST

Updated : Feb 22, 2023, 1:32 PM IST

রায়পুর, 22 ফেব্রুয়ারি: বৌভাতের দিন (wedding reception) একটি ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেল দম্পতিকে (Newly-Wed Couple Bodies Recovered) ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে ৷ অনুষ্ঠানের জন্য তাঁরা যে ঘরে সাজতে গিয়েছিলেন সেখান থেকেই মিলল রক্তাক্ত দেহ । বিয়ের দুই দিন পরই এই ঘটনা ঘটে ৷ জানা গিয়েছে, প্রেম করে বিয়ে হয়েছিল দু'জনের ৷ মৃত যুবকের নাম আসলাম (24) ৷ তিনি সন্তোষি নগর নতুন বস্তির বাসিন্দা ছিলেন ৷ তাঁর স্ত্রী কাহকাশান (22) ৷ তিনি রাজাতালাবের বাসিন্দা ছিলেন ৷ তাঁদের বিয়ে হয়েছিল 19 ফেব্রুয়ারি । পুলিশের সন্দেহ, এই দু'জনকে খুন করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

বৌভাতে দিন মৃত্যু দম্পতির: সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় ওই দম্পতি বৌভাতের জন্য একটি ঘরে সাজসজ্জ করতে যান ৷ অনেকক্ষণ সময় হয়ে গেলেও তাঁরা ঘর থেকে বেরোন না ৷ স্বভাবতই পরিবারের সদস্যরা খোঁজ নিতে আসেন। দরজায় ধাক্কাধাক্কি করলেও কোনও সাড়া মেলে না ৷ বাধ্য হয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পান যুগলের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । পরিবারের লোকজনই পুলিশকে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে খতিয়ে দেখে তথ্য সংগ্রহ করতে ফরেনসিক দলকে ডেকে পাঠায় । তারপর দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে । বুধবার দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার কথা ।

দু'জনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে: পুলিশ আধিকারিক রাজেশ চৌধুরী জানান, নববিবাহিত দম্পতির দেহ একই ঘর থেকে পাওয়া গিয়েছে । দু'জনের শরীরেই ছুরির আঘাতের চিহ্ন রয়েছে । দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে । ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'জনের শরীরেই যে আঘত ছিল তা একই ধরনের । ঘর থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে । পুলিশ আরও জানায়, নিহত দু'জনের আঙুলের ছাপ সংগ্রহ করা হবে এবং উদ্ধার হওয়া ছুরির সঙ্গে তা মেলানোর চেষ্টা করা হবে ।

প্রেম করে বিয়ে দম্পত্তির: পরিবারের তরফে জানা গিয়েছে, এই দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ৷ পরে দুটি পরিবারই তাঁদের সম্পর্ককে মেনে নেয় ৷ এরপরই বিয়ে করেন দু'জন । বৌভাতের অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সাড়া ছিল ৷ ঘটনার সময় দুটি পরিবারের সদস্যরা আসতেও শুরু করেছিলেন । কিন্তু শেষমেশ বৌভাতের অনুষ্ঠান ঘিরে নেমে এল শোকের ছায়া ।

আরও পড়ুন: 45 বছরের সুখী দাম্পত্য জীবন ! মৃত স্ত্রীর মূর্তি গড়ে প্রতিদিন পুজো স্বামীর

রায়পুর, 22 ফেব্রুয়ারি: বৌভাতের দিন (wedding reception) একটি ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেল দম্পতিকে (Newly-Wed Couple Bodies Recovered) ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে ৷ অনুষ্ঠানের জন্য তাঁরা যে ঘরে সাজতে গিয়েছিলেন সেখান থেকেই মিলল রক্তাক্ত দেহ । বিয়ের দুই দিন পরই এই ঘটনা ঘটে ৷ জানা গিয়েছে, প্রেম করে বিয়ে হয়েছিল দু'জনের ৷ মৃত যুবকের নাম আসলাম (24) ৷ তিনি সন্তোষি নগর নতুন বস্তির বাসিন্দা ছিলেন ৷ তাঁর স্ত্রী কাহকাশান (22) ৷ তিনি রাজাতালাবের বাসিন্দা ছিলেন ৷ তাঁদের বিয়ে হয়েছিল 19 ফেব্রুয়ারি । পুলিশের সন্দেহ, এই দু'জনকে খুন করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

বৌভাতে দিন মৃত্যু দম্পতির: সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় ওই দম্পতি বৌভাতের জন্য একটি ঘরে সাজসজ্জ করতে যান ৷ অনেকক্ষণ সময় হয়ে গেলেও তাঁরা ঘর থেকে বেরোন না ৷ স্বভাবতই পরিবারের সদস্যরা খোঁজ নিতে আসেন। দরজায় ধাক্কাধাক্কি করলেও কোনও সাড়া মেলে না ৷ বাধ্য হয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পান যুগলের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । পরিবারের লোকজনই পুলিশকে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে খতিয়ে দেখে তথ্য সংগ্রহ করতে ফরেনসিক দলকে ডেকে পাঠায় । তারপর দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে । বুধবার দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার কথা ।

দু'জনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে: পুলিশ আধিকারিক রাজেশ চৌধুরী জানান, নববিবাহিত দম্পতির দেহ একই ঘর থেকে পাওয়া গিয়েছে । দু'জনের শরীরেই ছুরির আঘাতের চিহ্ন রয়েছে । দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে । ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'জনের শরীরেই যে আঘত ছিল তা একই ধরনের । ঘর থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে । পুলিশ আরও জানায়, নিহত দু'জনের আঙুলের ছাপ সংগ্রহ করা হবে এবং উদ্ধার হওয়া ছুরির সঙ্গে তা মেলানোর চেষ্টা করা হবে ।

প্রেম করে বিয়ে দম্পত্তির: পরিবারের তরফে জানা গিয়েছে, এই দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ৷ পরে দুটি পরিবারই তাঁদের সম্পর্ককে মেনে নেয় ৷ এরপরই বিয়ে করেন দু'জন । বৌভাতের অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সাড়া ছিল ৷ ঘটনার সময় দুটি পরিবারের সদস্যরা আসতেও শুরু করেছিলেন । কিন্তু শেষমেশ বৌভাতের অনুষ্ঠান ঘিরে নেমে এল শোকের ছায়া ।

আরও পড়ুন: 45 বছরের সুখী দাম্পত্য জীবন ! মৃত স্ত্রীর মূর্তি গড়ে প্রতিদিন পুজো স্বামীর

Last Updated : Feb 22, 2023, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.