ETV Bharat / bharat

Infant Sold in Agra: আগ্রায় 20 হাজার টাকায় সদ্যোজাত বিক্রি ! অভিযোগ দায়ের চিকিৎসক-সহ তিনজনের বিরুদ্ধে - সদ্যোজাত

Newborn Sell at 20 Thousand Rupees in Agra: আগ্রায় হাসপাতাল থেকে একটি সদ্যোজাতকে 20 হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে । চিকিৎসক-সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত করছে ।

Infant Sold in Agra
সদ্যোজাতকে বিক্রি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 3:21 PM IST

আগ্রা, 7 অক্টোবর: 20 হাজার টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি ! চিকিৎসক-সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার ৷ ঘটনাটি ঘটেছে আগ্রার লোহামন্ডির একটি হাসপাতালে ৷ অভিযোগ, শিশুটি মারা গিয়েছে বলে চিকিৎসকরা তড়িঘড়ি প্রসব করান ৷ কিন্তু আদতে সদ্যোজাত জীবিত ছিল। আগ্রার পুলিশ কমিশনার প্রীতিন্দর সিং জানিয়েছেন, নবজাতক দিল্লির এক দম্পতির কাছে রয়েছে । শিশুটিকে উদ্ধার করতে দিল্লি পাঠানো হয়েছে পুলিশের একটি দল।

জানা গিয়েছে, জগদীশপুরা থানা এলাকার বাসিন্দা নীলম পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছিলেন। তিনি দাবি করেন, তাঁর স্বামী একজন জুতো তৈরির কারিগর। আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর স্বাস্থ্যের অবনতি হলে স্বামী তাঁকে 7 জুলাই লোহামন্ডির উষা দেবী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে পরীক্ষা করেন । তাঁকে জানান যে শিশুটির হৃদস্পন্দন নেই এবং খুব শীঘ্রই একটি অস্ত্রোপচার করতে হবে তবেই বাঁচানো যাবে শিশুটিকে। চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারে খরচ হবে 20 হাজার টাকা। হাসপাতালে তাঁর সঙ্গে দেখা হয় পশ্চিমপুরের বাসিন্দা মায়ার । তিনি নীলমকে বলেন, চিন্তা না করতে ৷ শিশুটির চিকিৎসার খরচ তিনিই বহন করবেন । কিন্তু বাচ্চাটি বেঁচে গেল তাঁকে দিয়ে দিতে হবে। নীলমের চিকিৎসার জন্য 20 হাজার টাকা জমাও দেন মায়া । এরপর নরম্যাল ডেলিভারির মাধ্যমে ছেলের জন্ম দেন নীলম ৷ নবজাতকটি সুস্থও ছিল ।

নীলম অভিযোগ করেন, দু'দিন পর মায়াকে তাঁর সন্তানকে ফেরত দিতে অনুরোধ করেন তিনি ৷ মায়া তাঁর সন্তানকে দিতে রাজি হননি। কারণ, হিসেবে সে জানায়, শিশুটি তিনি তাঁর বন্ধু জ্ঞান সিংয়ের হাতে তুলে দিয়েছে, যেহেতু জ্ঞান সিংই চিকিৎসার খরচ বহন করেছিলেন। নীলম, মায়ার কাছ থেকে জ্ঞান সিংয়ের ঠিকানা নেন ৷ এরপর জ্ঞান সিংয়ের কাছে গিয়ে ছেলেকে চান ৷ জ্ঞান সিং জানান, তিনি দিল্লির এক নিঃসন্তান দম্পতির কাছে নবজাতককে বিক্রি করে দিয়েছেন । এরপরেই এ বিষয়ে লোহামন্ডি থানায় অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ কমিশনার প্রীতিন্দর সিং নীলমের অভিযোগকে গুরুত্বের সহকারে দেখেন। এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসিপি লোহামন্ডি দীক্ষা সিংকে। এসিপি দীক্ষা সিং বলেছেন, "নীলমের অভিযোগের ভিত্তিতে ডাক্তার, মহিলা এবং পুরুষ এজেন্টদের বিরুদ্ধে অপহরণ, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হত্যার হুমকির ধারায় মামলা দায়ের করা হয়েছে । তদন্তে জানা গিয়েছে, শিশুটি দিল্লিতে রয়েছে । তাকে উদ্ধার করতে শুক্রবার দিল্লি গিয়েছে পুলিশের দল।"

আরও পড়ুন: পরকীয়ায় সন্তানের জন্ম, সদ্যোজাতকে বিক্রির অভিযোগে গ্রেফতার মা-সহ 4

নীলমের আরও দাবি, "মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ করার পর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে । তবে এর আগে নবজাতককে বিক্রির অভিযোগ করতে গেলে লোহামন্ডি পুলিশ আমাদের থানা থেকে তাড়িয়ে দেয় ৷ বরং হাসপাতালের পক্ষ নেয় লোহামন্ডি পুলিশ । এমনকী আমাদেরকে জেলে পাঠানোর হুমকিও দেওয়া হয় । তাই পুলিশের ভয়ে স্বামী একটি খালি কাগজে স্বাক্ষরও করে দেন ।"

আগ্রা, 7 অক্টোবর: 20 হাজার টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি ! চিকিৎসক-সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার ৷ ঘটনাটি ঘটেছে আগ্রার লোহামন্ডির একটি হাসপাতালে ৷ অভিযোগ, শিশুটি মারা গিয়েছে বলে চিকিৎসকরা তড়িঘড়ি প্রসব করান ৷ কিন্তু আদতে সদ্যোজাত জীবিত ছিল। আগ্রার পুলিশ কমিশনার প্রীতিন্দর সিং জানিয়েছেন, নবজাতক দিল্লির এক দম্পতির কাছে রয়েছে । শিশুটিকে উদ্ধার করতে দিল্লি পাঠানো হয়েছে পুলিশের একটি দল।

জানা গিয়েছে, জগদীশপুরা থানা এলাকার বাসিন্দা নীলম পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছিলেন। তিনি দাবি করেন, তাঁর স্বামী একজন জুতো তৈরির কারিগর। আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর স্বাস্থ্যের অবনতি হলে স্বামী তাঁকে 7 জুলাই লোহামন্ডির উষা দেবী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে পরীক্ষা করেন । তাঁকে জানান যে শিশুটির হৃদস্পন্দন নেই এবং খুব শীঘ্রই একটি অস্ত্রোপচার করতে হবে তবেই বাঁচানো যাবে শিশুটিকে। চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারে খরচ হবে 20 হাজার টাকা। হাসপাতালে তাঁর সঙ্গে দেখা হয় পশ্চিমপুরের বাসিন্দা মায়ার । তিনি নীলমকে বলেন, চিন্তা না করতে ৷ শিশুটির চিকিৎসার খরচ তিনিই বহন করবেন । কিন্তু বাচ্চাটি বেঁচে গেল তাঁকে দিয়ে দিতে হবে। নীলমের চিকিৎসার জন্য 20 হাজার টাকা জমাও দেন মায়া । এরপর নরম্যাল ডেলিভারির মাধ্যমে ছেলের জন্ম দেন নীলম ৷ নবজাতকটি সুস্থও ছিল ।

নীলম অভিযোগ করেন, দু'দিন পর মায়াকে তাঁর সন্তানকে ফেরত দিতে অনুরোধ করেন তিনি ৷ মায়া তাঁর সন্তানকে দিতে রাজি হননি। কারণ, হিসেবে সে জানায়, শিশুটি তিনি তাঁর বন্ধু জ্ঞান সিংয়ের হাতে তুলে দিয়েছে, যেহেতু জ্ঞান সিংই চিকিৎসার খরচ বহন করেছিলেন। নীলম, মায়ার কাছ থেকে জ্ঞান সিংয়ের ঠিকানা নেন ৷ এরপর জ্ঞান সিংয়ের কাছে গিয়ে ছেলেকে চান ৷ জ্ঞান সিং জানান, তিনি দিল্লির এক নিঃসন্তান দম্পতির কাছে নবজাতককে বিক্রি করে দিয়েছেন । এরপরেই এ বিষয়ে লোহামন্ডি থানায় অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ কমিশনার প্রীতিন্দর সিং নীলমের অভিযোগকে গুরুত্বের সহকারে দেখেন। এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসিপি লোহামন্ডি দীক্ষা সিংকে। এসিপি দীক্ষা সিং বলেছেন, "নীলমের অভিযোগের ভিত্তিতে ডাক্তার, মহিলা এবং পুরুষ এজেন্টদের বিরুদ্ধে অপহরণ, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হত্যার হুমকির ধারায় মামলা দায়ের করা হয়েছে । তদন্তে জানা গিয়েছে, শিশুটি দিল্লিতে রয়েছে । তাকে উদ্ধার করতে শুক্রবার দিল্লি গিয়েছে পুলিশের দল।"

আরও পড়ুন: পরকীয়ায় সন্তানের জন্ম, সদ্যোজাতকে বিক্রির অভিযোগে গ্রেফতার মা-সহ 4

নীলমের আরও দাবি, "মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ করার পর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে । তবে এর আগে নবজাতককে বিক্রির অভিযোগ করতে গেলে লোহামন্ডি পুলিশ আমাদের থানা থেকে তাড়িয়ে দেয় ৷ বরং হাসপাতালের পক্ষ নেয় লোহামন্ডি পুলিশ । এমনকী আমাদেরকে জেলে পাঠানোর হুমকিও দেওয়া হয় । তাই পুলিশের ভয়ে স্বামী একটি খালি কাগজে স্বাক্ষরও করে দেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.