ETV Bharat / bharat

Newborn Girl Rescued: মাটি খুঁড়ে সদ্যোজাত কন্যাকে উদ্ধার করলেন কৃষক ! - গুজরাত

গুজরাতের (Gujarat) হিম্মতনগরের সবরকান্তা (Sabarkatha) এলাকায় পৈশাচিক ঘটনা ৷ মাটি খুঁড়ে সদ্যোজাত কন্যাকে উদ্ধার (Newborn Girl Rescued) করলেন স্থানীয় এক কৃষক ৷ হতভাগ্য শিশুটিকে জন্মের পরই জীবন্ত কবর দিয়ে দেওয়া হয় (Buried Alive) বলে অভিযোগ ! গ্রেফতার বাবা-মা !

Newborn Girl Rescued after buried alive in Sabarkantha
Newborn Girl Rescued: মাটি খুঁড়ে সদ্যোজাত কন্যাকে উদ্ধার করলেন কৃষক !
author img

By

Published : Aug 5, 2022, 8:10 PM IST

সবরকান্তা (গুজরাত), 5 অগস্ট: মাটি খুঁড়ে সদ্যোজাতকে উদ্ধার (Newborn Girl Rescued) করলেন এক কৃষক ! উদ্ধার হওয়া শিশুটি কন্যা সন্তান ৷ হাড় হিম করা এই ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujarat) হিম্মতনগরের সবরকান্তা (Sabarkatha) এলাকায় ৷ সঙ্গে সঙ্গে একরত্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনায় ইতিমধ্য়েই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতরা হলেন উদ্ধার হওয়া সদ্য়োজাতের বাবা এবং মা !

পুলিশের প্রাথমিক অনুমান, কন্য়া সন্তান হওয়াতেই শিশুটিকে জন্মের পর জীবন্ত কবর দিয়ে দেওয়া হয় (Buried Alive) ! যদিও এই বিষয়ে বিস্তারিত তদন্তের প্রয়োজন বলে মনে করছে স্থানীয় প্রশাসন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শৈলেশ এবং তার স্ত্রী মঞ্জুর বিরুদ্ধে আইন অনুসারে পদক্ষেপ করা হচ্ছে ৷

আরও পড়ুন: Jammu And Kashmir: ফারুখ আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করার খবর, মানতে নারাজ পুলিশ

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ধৃত দম্পতি আদতে গান্ধিনগরের বাসিন্দা ৷ সবরকান্তা এলাকায় মঞ্জুর বাপের বাড়ি ৷ গত 15 দিন ধরে স্বামীর সঙ্গে সেখানেই রয়েছেন তিনি ৷

আরও পড়ুন: Bihar Hooch Tragedy: বিহারে বিষমদ খেয়ে মৃত 9, দৃষ্টিশক্তি হারালেন 25 !

এলাকার এক কৃষক জানিয়েছেন, মাঠে কাজ করার সময় হঠাৎ এক জায়গার মাটি আলগা হয়ে নড়তে দেখেন তিনি ৷ এতে সন্দেহ হয় ওই ব্যক্তির ৷ সঙ্গে সঙ্গে জায়গাটি খুঁড়তে শুরু করেন তিনি ৷ প্রথমে বেরিয়ে আসে ছোট্ট দু'টি পা ! তখনও পা দু'টি নড়ছিল ! এই দেখে আর দেরি করেননি ওই কৃষক ৷ মাটি খুঁড়ে উদ্ধার করেন সদ্যোজাতকে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাচ্চাটিকে যখন উদ্ধার করা হয়, তখনও তার নাড়ি কাটা হয়নি ! খুব সম্ভবত, জন্মের পর মুহূর্তেই তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ৷ এমন পৈশাচিক আচরণে হতবাক পুলিশও ৷

সবরকান্তা (গুজরাত), 5 অগস্ট: মাটি খুঁড়ে সদ্যোজাতকে উদ্ধার (Newborn Girl Rescued) করলেন এক কৃষক ! উদ্ধার হওয়া শিশুটি কন্যা সন্তান ৷ হাড় হিম করা এই ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujarat) হিম্মতনগরের সবরকান্তা (Sabarkatha) এলাকায় ৷ সঙ্গে সঙ্গে একরত্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনায় ইতিমধ্য়েই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতরা হলেন উদ্ধার হওয়া সদ্য়োজাতের বাবা এবং মা !

পুলিশের প্রাথমিক অনুমান, কন্য়া সন্তান হওয়াতেই শিশুটিকে জন্মের পর জীবন্ত কবর দিয়ে দেওয়া হয় (Buried Alive) ! যদিও এই বিষয়ে বিস্তারিত তদন্তের প্রয়োজন বলে মনে করছে স্থানীয় প্রশাসন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শৈলেশ এবং তার স্ত্রী মঞ্জুর বিরুদ্ধে আইন অনুসারে পদক্ষেপ করা হচ্ছে ৷

আরও পড়ুন: Jammu And Kashmir: ফারুখ আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করার খবর, মানতে নারাজ পুলিশ

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ধৃত দম্পতি আদতে গান্ধিনগরের বাসিন্দা ৷ সবরকান্তা এলাকায় মঞ্জুর বাপের বাড়ি ৷ গত 15 দিন ধরে স্বামীর সঙ্গে সেখানেই রয়েছেন তিনি ৷

আরও পড়ুন: Bihar Hooch Tragedy: বিহারে বিষমদ খেয়ে মৃত 9, দৃষ্টিশক্তি হারালেন 25 !

এলাকার এক কৃষক জানিয়েছেন, মাঠে কাজ করার সময় হঠাৎ এক জায়গার মাটি আলগা হয়ে নড়তে দেখেন তিনি ৷ এতে সন্দেহ হয় ওই ব্যক্তির ৷ সঙ্গে সঙ্গে জায়গাটি খুঁড়তে শুরু করেন তিনি ৷ প্রথমে বেরিয়ে আসে ছোট্ট দু'টি পা ! তখনও পা দু'টি নড়ছিল ! এই দেখে আর দেরি করেননি ওই কৃষক ৷ মাটি খুঁড়ে উদ্ধার করেন সদ্যোজাতকে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাচ্চাটিকে যখন উদ্ধার করা হয়, তখনও তার নাড়ি কাটা হয়নি ! খুব সম্ভবত, জন্মের পর মুহূর্তেই তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ৷ এমন পৈশাচিক আচরণে হতবাক পুলিশও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.