ETV Bharat / bharat

Newborn Falls on Floor after Delivery: প্রসবের পরই মেঝেতে আছড়ে পড়ল সদ্যোজাত, শুরু উচ্চ পর্যায়ের তদন্ত - মেঝেতে আছড়ে পড়ল সদ্যোজাত

Newborn Falls on Floor after Delivery in Surat Hospital: প্রসবের পরই মেঝেতে আছড়ে পড়ে সদ্যোজাত কন্যা ৷ সুরাত হাসপাতালের এই ঘটনায় শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত ৷

Newborn Falls on Floor after Delivery
প্রসবের পরই মেঝেতে আছড়ে পড়ল সদ্যোজাত
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 2:36 PM IST

সুরাত, 26 অক্টোবর: প্রসবের পরে টেবিল থেকে মেঝেতে আছড়ে পড়ল সদ্যোজাত ৷ এর ফলে তার আঘাত লাগায় বর্তমানে ওই হাসপাতালেই শিশুদের আইসিইউ-তে তার চিকিৎসা চলছে ৷ এই ঘটনায় তীব্র বিতর্ক ছড়িয়েছে সুরাতের স্মির হাসপাতালে । হাসপাতালের সুপার জীতেন্দ্র দর্শন নিজে এই ঘটনার তদন্ত করছেন ৷ এ ব্যাপারে তদন্তে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি ৷

লাজপুর এলাকার বাসিন্দা তারান্নুম বিবি প্রসববেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন সুরাতের স্মির হাসপাতালে । প্রসবের পর তাঁর শিশুকন্যাটিকে যে টেবিলে রাখা হয়েছিল, সেখান থেকে সে মেঝেতে পড়ে যায় বলে জানা গিয়েছে ৷ যদিও এটা ডাক্তারদের দাবি ৷ তবে তারান্নুম বিবির পরিবারের সদস্যদের অভিযোগ, ডাক্তারের হাত থেকেই শিশুটি মাটিতে আছড়ে পড়ে । ওই সদ্যোজাতকে বর্তমানে চিকিৎসার জন্য এনআইসিইউতে (নিওনেটাল আইসিইউ) রাখা হয়েছে । এই বিষয়ে অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি হাসপাতাল সুপারের কাছে পৌঁছয় । এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে সুপার নিজে এই গোটা ঘটনা খতিয়ে দেখছেন ৷

নবজাতকের বাবা ফয়জল পাঠানের অভিযোগ, "প্রসবের পর ডাক্তারের হাত থেকে পড়ে যায় শিশুটি । মেয়েটার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । ডাক্তারের এই অবহেলার ফলে আমরা শিশুটিকে হারাতে পারতাম ।"

এ বিষয়ে হাসপাতালের সুপার জীতেন্দ্র দর্শন বলেন, "মেয়েটির বাবা-মায়ের অভিযোগ, শিশুটি ডাক্তারের হাত থেকে পড়ে গিয়েছিল ৷ অন্যদিকে ডাক্তার বলছেন যে, শিশুটি প্রসবের পরে যে টেবিলে রাখা হয় তা থেকে শিশুটি পড়ে যায় । টেবিল থেকে মেঝেতে পড়ে যাওয়ার পর নবজাতকের আঘাত লাগে এবং নিকুতে তার চিকিৎসা চলছে ৷ শিশুটির অবস্থা এখন স্থিতিশীল । পুরো ঘটনার গুরুত্ব বিবেচনা করে আমি নিজেই ঘটনাটি তদন্ত করছি ।"

আরও পড়ুন: সদ্যোজাত সন্তানকে খুনের অভিযোগ থেকে মহিলাকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট

সুরাত, 26 অক্টোবর: প্রসবের পরে টেবিল থেকে মেঝেতে আছড়ে পড়ল সদ্যোজাত ৷ এর ফলে তার আঘাত লাগায় বর্তমানে ওই হাসপাতালেই শিশুদের আইসিইউ-তে তার চিকিৎসা চলছে ৷ এই ঘটনায় তীব্র বিতর্ক ছড়িয়েছে সুরাতের স্মির হাসপাতালে । হাসপাতালের সুপার জীতেন্দ্র দর্শন নিজে এই ঘটনার তদন্ত করছেন ৷ এ ব্যাপারে তদন্তে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি ৷

লাজপুর এলাকার বাসিন্দা তারান্নুম বিবি প্রসববেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন সুরাতের স্মির হাসপাতালে । প্রসবের পর তাঁর শিশুকন্যাটিকে যে টেবিলে রাখা হয়েছিল, সেখান থেকে সে মেঝেতে পড়ে যায় বলে জানা গিয়েছে ৷ যদিও এটা ডাক্তারদের দাবি ৷ তবে তারান্নুম বিবির পরিবারের সদস্যদের অভিযোগ, ডাক্তারের হাত থেকেই শিশুটি মাটিতে আছড়ে পড়ে । ওই সদ্যোজাতকে বর্তমানে চিকিৎসার জন্য এনআইসিইউতে (নিওনেটাল আইসিইউ) রাখা হয়েছে । এই বিষয়ে অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি হাসপাতাল সুপারের কাছে পৌঁছয় । এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে সুপার নিজে এই গোটা ঘটনা খতিয়ে দেখছেন ৷

নবজাতকের বাবা ফয়জল পাঠানের অভিযোগ, "প্রসবের পর ডাক্তারের হাত থেকে পড়ে যায় শিশুটি । মেয়েটার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । ডাক্তারের এই অবহেলার ফলে আমরা শিশুটিকে হারাতে পারতাম ।"

এ বিষয়ে হাসপাতালের সুপার জীতেন্দ্র দর্শন বলেন, "মেয়েটির বাবা-মায়ের অভিযোগ, শিশুটি ডাক্তারের হাত থেকে পড়ে গিয়েছিল ৷ অন্যদিকে ডাক্তার বলছেন যে, শিশুটি প্রসবের পরে যে টেবিলে রাখা হয় তা থেকে শিশুটি পড়ে যায় । টেবিল থেকে মেঝেতে পড়ে যাওয়ার পর নবজাতকের আঘাত লাগে এবং নিকুতে তার চিকিৎসা চলছে ৷ শিশুটির অবস্থা এখন স্থিতিশীল । পুরো ঘটনার গুরুত্ব বিবেচনা করে আমি নিজেই ঘটনাটি তদন্ত করছি ।"

আরও পড়ুন: সদ্যোজাত সন্তানকে খুনের অভিযোগ থেকে মহিলাকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.