নয়াদিল্লি, 6 ডিসেম্বর : কোভিড সংক্রমণের ফলে আটকে ছিল ভারতীয় রেলের নতুন নিয়োগ প্রক্রিয়া । এবার সেই আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারতীয় রেল । সম্প্রতি একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে । সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2019 সালে শুরু হওয়া যে নিয়োগ প্রক্রিয়া দেশের কোভিড পরিস্থিতির কারণে বন্ধ ছিল তা অতি শীঘ্রই শুরু হতে চলেছে (Indian Railway Recruitment) ।
নিয়োগের জন্য প্রথম পর্যায়ের যে পরীক্ষা হয়েছে তার ফলাফল আগামী বছরের 15 জানুয়ারি প্রকাশিত হবে । তারপরেই ফেব্রুয়ারিতে নেওয়া হবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা । তবে কোভিড পরিস্থিতির উপর নজর রেখে সরকারের নির্দেশ মেনেই সমস্ত পরীক্ষা নেবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ।
আরও পড়ুন : Central bank Recruitment: সেন্ট্রাল ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ
এর আগে 2019 সালের 28 ফেব্রুয়ারি রেলের তরফ থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণদের জন্য 10 হাজারেরও বেশি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় । একই সঙ্গে স্নাতক উত্তীর্ণদের জন্য প্রায় 25 হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয় । সেই পর্বে সব মিলিয়ে 35 হাজার 281টি পদের জন্য পরীক্ষাও নেওয়া হয় । সেই বিজ্ঞপ্তিতে দেশ জুড়ে আবেদন করেছিলেন 1 কোটি 26 লাখ 30 হাজার 885 জনের ।
আরও পড়ুন : BSF Recruitment: মাধ্যমিক পাশে বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ
এরপরে আরেকটি চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় 2020 সালের 23 ফেব্রুয়ারি । তাতে মোট শূন্য পদ ছিল 1 লাখ 3 হাজার 769টি । এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কোভিড পরিস্থিতির জন্য আটকে থাকার পরে এখন মোট 1 লাখ 49 হাজার 50টি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে । আজ একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটাই ভারতের বৃহত্তম নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে ।