হায়দরাবাদ, 28 সেপ্টেম্বর: প্রথা মেনেই লাড্ডু নিলাম অনুষ্ঠিত হল হায়দরাবাদে ৷ বান্দলাগুড়ার কীর্তি রিচমন্ড ভিলায় গণেশ লাড্ডু এবার নতুন রেকর্ড গড়ল। এই লাড্ডু নিলামে কেনা হল 1 কোটি 20 লক্ষ টাকায় ৷ কীর্তি রিচমন্ড ভিলার এক বাসিন্দা বলেন, "আমরা 10 বছর ধরে কীর্তি রিচমন্ড ভিলায় থাকি । প্রতি বছর আমরা ধুমধাম করে গণেশ উৎসব উদযাপন করি । প্রতি বছর গণেশ বিসর্জনের দিনে লাড্ডু নিলাম হয় এখানে । নিলামে লাড্ডু যে টাকায় বিক্রি হয় সেটি আমরা দাতব্যের জন্য ব্যয় করি । এই টাকা আমরা গরীব মানুষ, স্বাস্থ্যসেবা কর্মী, সরকারি স্কুলের উন্নয়ন, দুস্থ শিক্ষার্থীদের ফি দিতে কাজে লাগাই । আমরা কিছু এনজিওর জন্য জিনিসও কিনি ।
জানা গিয়েছে, গত বছর এই লাড্ডু 60 লক্ষ 80 হাজার টাকা নিলামে উঠেছিল । এই বছর যা 1 কোটি 20 লক্ষ টাকায় বিকলো । ওই বাসিন্দা বলেন, আমাদের নিজেদের জন্য এক টাকাও ব্যবহার করব না । অভাবীদের সাহাযার্থে আমরা সমস্ত সম্প্রদায়কে এই ধরনের নিলাম করার জন্য অনুরোধ করছি ।"
কীর্তি রিচমন্ড ভিলার পাশাপাশি হায়দরাবাদে জমকালো গণপতি উৎসব এবং লাড্ডুর জন্য বিখ্যাত বালাপুর গণেশ পুজো ৷ এখানেও লাড্ডু নিলাম করা হয় ৷ এবার এই লাড্ডু 27 লক্ষ টাকা নিলামে উঠেছে ৷ যেটি কিনেছেন তুর্কায়াঞ্জলের দাসারি দয়ানন্দ রেড্ডি । এই নিলামে 20 জন স্থানীয়-সহ মোট 36 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । বালাপুর উৎসব সমিতি 1 হাজার 116 টাকা দিয়ে নিলাম শুরু করেছিল । মন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডি, প্রাক্তন বিধায়ক থিগালা কৃষ্ণ রেড্ডি এবং অনেক জনপ্রতিনিধি নিলাম কর্মসূচিতে অংশ নিয়েছিলেন । নিলাম শেষ হওয়ার পর শুরু হয় বালাপুর গণেশ শোভাযাত্রা । বিশেষ গাড়িতে করে হুসেন সাগরে নিয়ে যাওয়া হয় বিঘ্ননাশকে । বালাপুর গণেশ শোভাযাত্রা বিসর্জনের জন্য চন্দ্রায়ণগুট্ট, শালিবান্দা, ফলকনুমা, চারমিনার হয়ে হুসেনসাগরে পৌঁছয় ।
এই বছর বালাপুর লাড্ডু নিলাম 30 বছর পূর্ণ করেছে । 1994 সালে প্রথমবার গণেশ ঠাকুরের হাতে থাকা লাড্ডুটি নিলাম করা শুরু হয়েছিল ৷ তখন স্থানীয় কৃষক পুল মোহন রেড্ডি এটি 450 টাকায় কিনেছিলেন । প্রায় 17 বছর পর্যন্ত শুধুমাত্র স্থানীয়রা লাড্ডু কেনার সুযোগ পেতেন ৷ তবে পরে বাইরে থেকে লোকজন অংশ নিতে শুরু করে । এখনও পর্যন্ত 28 বার লাড্ডু নিলাম হয়েছে । করোনার সময় 2020 সালে লাড্ডুটি মুখ্যমন্ত্রী কেসিআরকে দেওয়া হয়েছিল । লাড্ডু থেকে প্রাপ্ত আয় দিয়ে উৎসব সমিতি অনেক উন্নয়ন কর্মসূচি করে । এই লাড্ডু গত বছর 24 লক্ষ 60 হাজার টাকায় নিলামে উঠে বিক্রি হয়েছিল ৷
আরও পড়ুন: উদয়পুরে লক্ষ টাকার নোটে সাজলেন গজানন্দ, দেখুন ভিডিয়ো
গণেশ উৎসবের শেষ দিনে হায়দরাবাদের বিভিন্ন জায়গায় লাড্ডু নিলাম অনুষ্ঠিত হয় । এ বছর কিছু কিছু জায়গায় রেকর্ড দামে গণেশের লাড্ডু নিলাম করা হয়েছে। নিলামে ইতিহাস সৃষ্টি করেছে বান্দলাগুড়া গণেশ লাড্ডু । ভিলার প্রত্যেকে একত্রিত হয়ে 1 কোটি 20 লক্ষ টাকায় লাড্ডুর কিনেছে ।