ETV Bharat / bharat

নতুন সংসদ ভবন আত্মনির্ভর ভারতের প্রতীক হতে চলেছে : প্রধানমন্ত্রী - নয়া সংসদ ভবনের শিল্য়ানাস

2022 সালের স্বাধীনতা দিবসের আগে এর কাজ শেষ করার কথা থাকলেও আইন জটিলতায় এখনই নতুন সংসদ ভবন তৈরির কাজ শুরু করা যাবে না ৷ তবে এই সংসদ ভবনের কাজ শীঘ্রই শুরু করার বিষয়ে আশাবাদী কেন্দ্রীয় সরকার ৷

new-parliament-building-will-be-testament-to-self-reliant-india-pm-modi
নয়া সংসদ ভবন আত্মনির্ভর ভারতের প্রতীক হতে চলেছে : প্রধানমন্ত্রী
author img

By

Published : Dec 10, 2020, 8:47 PM IST

দিল্লি, 10 ডিসেম্বর : দিল্লিতে নতুন সংসদ ভবনের শিল্য়ানাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বর্তমান সংসদ ভবনের কাছেই প্রায় তেরো একর জমির উপর চারতলা এই ভবন তৈরি করা হবে ৷ যার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘নয়া এই সংসদ ভবন আত্মনির্ভর ভারতের প্রতীক হতে চলেছে ৷’’ 2022 সালে স্বাধীনতা দিবসের পর এই নতুন ভবনেই লোকসভা ও রাজ্য়সভার অধিবেশন বসবে ৷

2022 সালের স্বাধীনতা দিবসের আগে এর কাজ শেষ করার কথা থাকলেও আইন জটিলতায় এখনই নতুন সংসদ ভবন তৈরির কাজ শুরু করা যাবে না ৷ তবে এই সংসদ ভবনের কাজ শীঘ্রই শুরু করার বিষয়ে আশাবাদী কেন্দ্রীয় সরকার ৷ আনুমানিক 971 কোটি টাকা ব্য়য়ে এই সংসদ ভবন তৈরি করা হবে ৷ ভবনের শিলান্য়াস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজকের এই দিনটি ঐতিহাসিক দিন ৷ আজকের দিনটি নতুন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপনের মতো ৷ পুরাতন সংসদ ভবন যেমন 1947 সালের পর থেকে স্বাধীন ভারতকে পথ দেখিয়ে আসছে তেমনই এই সংসদ ভবন আত্মনির্ভর ভারতের প্রতীক হতে চলেছে ৷’’

আরও পড়ুন : রাজাগোপালাচারির 142তম জন্ম বার্ষিকীতে সংসদে শ্রদ্ধা জ্ঞাপন

রাষ্ট্রপতি ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে এই সংসদ ভবন তৈরি হচ্ছে ৷ এই সংসদ ভবনে লোকসভায় 888টি এবং রাজ্য়সভায় 384টি আসন রাখা হচ্ছে ৷ এছাড়াও সংসদ ভবনের বাইরে প্রায় 40 বর্গকিলোমিটার জমিতে সংসদের বিভিন্ন বিভাগের দপ্তর এবং আবাসন তৈরি করা হবে ৷ আর বর্তমান সংসদ ভবনকে ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন লোকসভার অধ্য়ক্ষ ওম বিড়লা ৷

দিল্লি, 10 ডিসেম্বর : দিল্লিতে নতুন সংসদ ভবনের শিল্য়ানাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বর্তমান সংসদ ভবনের কাছেই প্রায় তেরো একর জমির উপর চারতলা এই ভবন তৈরি করা হবে ৷ যার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘নয়া এই সংসদ ভবন আত্মনির্ভর ভারতের প্রতীক হতে চলেছে ৷’’ 2022 সালে স্বাধীনতা দিবসের পর এই নতুন ভবনেই লোকসভা ও রাজ্য়সভার অধিবেশন বসবে ৷

2022 সালের স্বাধীনতা দিবসের আগে এর কাজ শেষ করার কথা থাকলেও আইন জটিলতায় এখনই নতুন সংসদ ভবন তৈরির কাজ শুরু করা যাবে না ৷ তবে এই সংসদ ভবনের কাজ শীঘ্রই শুরু করার বিষয়ে আশাবাদী কেন্দ্রীয় সরকার ৷ আনুমানিক 971 কোটি টাকা ব্য়য়ে এই সংসদ ভবন তৈরি করা হবে ৷ ভবনের শিলান্য়াস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজকের এই দিনটি ঐতিহাসিক দিন ৷ আজকের দিনটি নতুন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপনের মতো ৷ পুরাতন সংসদ ভবন যেমন 1947 সালের পর থেকে স্বাধীন ভারতকে পথ দেখিয়ে আসছে তেমনই এই সংসদ ভবন আত্মনির্ভর ভারতের প্রতীক হতে চলেছে ৷’’

আরও পড়ুন : রাজাগোপালাচারির 142তম জন্ম বার্ষিকীতে সংসদে শ্রদ্ধা জ্ঞাপন

রাষ্ট্রপতি ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে এই সংসদ ভবন তৈরি হচ্ছে ৷ এই সংসদ ভবনে লোকসভায় 888টি এবং রাজ্য়সভায় 384টি আসন রাখা হচ্ছে ৷ এছাড়াও সংসদ ভবনের বাইরে প্রায় 40 বর্গকিলোমিটার জমিতে সংসদের বিভিন্ন বিভাগের দপ্তর এবং আবাসন তৈরি করা হবে ৷ আর বর্তমান সংসদ ভবনকে ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন লোকসভার অধ্য়ক্ষ ওম বিড়লা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.