ETV Bharat / bharat

প্রতি মিনিটে 1000 লিটার অক্সিজেন, জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় নতুন প্ল্যান্ট

author img

By

Published : Apr 25, 2021, 1:08 PM IST

দেশজুড়ে অক্সিজেন, বেডের অভাবের মাঝেই একটু আশার আলো দেখাল জম্মু-কাশ্মীর প্রশাসন ৷ কুপওয়ারায় স্থাপন করা হল নতুন অক্সিজেন প্ল্যান্ট ৷ এক মিনিটে 1000 লিটার অক্সিজেন উৎপাদন সম্ভব হবে ওই প্ল্যান্টে ৷

কুপওয়ারার সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট
কুপওয়ারার সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট

কুপওয়ারা, 25 এপ্রিল : প্যানডেমিকের মোকাবিলায় দেশজুড়ে অক্সিজেনের চাহিদা বেড়ে চলেছে ৷ এই অভাবের মাঝেই জম্মু-কাশ্মীরের কুপওয়ারার সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করল জম্মু-কাশ্মীর প্রশাসন ৷

ওই প্ল্যান্টে প্রতি মিনিটে 1000 লিটার অক্সিজেন উৎপাদন সম্ভব, জানান হাসপাতালের চিকিৎসক শেখ ইকবাল ৷ তিনি আরও বলেন, "দেশজুড়ে অক্সিজেনের হাহাকার চলছে ৷ শ্বাসকষ্টের সমস্যায় ভোগা যে কোনো রোগীরই অক্সিজেন পাওয়া সহজ হবে এবার ৷ আর এতে রেফার করা রোগীর সংখ্যাও কমবে ৷"

আরও পড়ুন: অক্সিজেন উৎপাদন বাড়াতে 6 মাস আগেই কেন্দ্রকে জানিয়েছিল সংসদীয় কমিটি

হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার বলেন, "আমাদের জন্য এই অক্সিজেন প্ল্যান্ট খুবই সুবিধেজনক ৷ একই সঙ্গে 100টা বেডে সর্বোচ্চ পরিমাণে অক্সিজেন দেওয়া সম্ভব হবে ৷"

আগে অক্সিজেন সিলিন্ডারের জন্য শ্রীনগরে যেতে হত, কিন্তু এবার এই নতুন অক্সিজেন প্ল্যান্টে অক্সিজেন মিলবে সহজে, জানালেন হাসপাতালে ভর্তি এক রোগীর আত্মীয় মঞ্জুর আহমেদ ৷

সরকারি তথ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীরে অ্যাকটিভ কোভিড-19 রোগীর সংখ্যা 16,993 ৷ সব মিলিয়ে জম্মু-কাশ্মীরে কোভিড-19 রোগীর সংখ্যা 1,37,240 ৷

কুপওয়ারা, 25 এপ্রিল : প্যানডেমিকের মোকাবিলায় দেশজুড়ে অক্সিজেনের চাহিদা বেড়ে চলেছে ৷ এই অভাবের মাঝেই জম্মু-কাশ্মীরের কুপওয়ারার সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করল জম্মু-কাশ্মীর প্রশাসন ৷

ওই প্ল্যান্টে প্রতি মিনিটে 1000 লিটার অক্সিজেন উৎপাদন সম্ভব, জানান হাসপাতালের চিকিৎসক শেখ ইকবাল ৷ তিনি আরও বলেন, "দেশজুড়ে অক্সিজেনের হাহাকার চলছে ৷ শ্বাসকষ্টের সমস্যায় ভোগা যে কোনো রোগীরই অক্সিজেন পাওয়া সহজ হবে এবার ৷ আর এতে রেফার করা রোগীর সংখ্যাও কমবে ৷"

আরও পড়ুন: অক্সিজেন উৎপাদন বাড়াতে 6 মাস আগেই কেন্দ্রকে জানিয়েছিল সংসদীয় কমিটি

হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার বলেন, "আমাদের জন্য এই অক্সিজেন প্ল্যান্ট খুবই সুবিধেজনক ৷ একই সঙ্গে 100টা বেডে সর্বোচ্চ পরিমাণে অক্সিজেন দেওয়া সম্ভব হবে ৷"

আগে অক্সিজেন সিলিন্ডারের জন্য শ্রীনগরে যেতে হত, কিন্তু এবার এই নতুন অক্সিজেন প্ল্যান্টে অক্সিজেন মিলবে সহজে, জানালেন হাসপাতালে ভর্তি এক রোগীর আত্মীয় মঞ্জুর আহমেদ ৷

সরকারি তথ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীরে অ্যাকটিভ কোভিড-19 রোগীর সংখ্যা 16,993 ৷ সব মিলিয়ে জম্মু-কাশ্মীরে কোভিড-19 রোগীর সংখ্যা 1,37,240 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.