নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: 9-10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে চাঁদের হাট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ আরও অন্যান্য দেশগুলির রাষ্ট্রপ্রধানরা জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসছেন এদেশে। আন্তর্জাতিক প্রতিনিধিদের স্বাগত জানাতে আড়ম্বরপূর্ণ বন্দোবস্ত করা হয়েছে রাজধানীতে। শীর্ষ সম্মেলনের জন্য সাজিয়ে তুলতে নয়া রূপ দেওয়া হয়েছে রাজধানীকে ৷ 150টি ফোয়ারা, 100টি ভাস্কর্য-সহ বিভিন্ন আকৃতির গাছ দিয়ে সাজানো হয়েছে জি20 শীর্ষ সম্মেলন চত্বর ৷
নয়াদিল্লির প্রগতি ময়দানে নবনির্মিত 'ভারত মণ্ডপ' আন্তর্জাতিক প্রদর্শনী তথা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে অষ্টাদশ জি20 শীর্ষ সম্মেলন। চলতি বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কনভেনশন সেন্টারের উদ্বোধন করেছিলেন। প্রায় 2 হাজার 700 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই ভারত মণ্ডপ। 123 একর এলাকাজুড়ে তৈরি এই কেন্দ্রই বর্তমানে দেশের মধ্যে সম্মেলন এবং প্রদর্শনীর বৃহত্তম কেন্দ্রস্থল। প্রদর্শনী হল, কনভেনশন সেন্টার, অ্যাম্ফিথিয়েটার, 16টি ভাষার দোভাষী কক্ষ, বিশাল ভিডিয়ো দেওয়াল, ডিমিং এবং অকুপেন্সি সেন্সর-সহ লাইট ম্যানেজমেন্ট সিস্টেম, সমন্বিত নজরদারি ব্যবস্থা এবং ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কের মতো অত্যাধুনিক সুবিধা রয়েছে এই কনভেনশন সেন্টারে।
-
Decking up for the #G20 Summit!
— G20 India (@g20org) August 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
New Delhi is preparing to welcome leaders & delegates from across the world!
Take a look. 📹#G20India pic.twitter.com/lIbiW9dPQY
">Decking up for the #G20 Summit!
— G20 India (@g20org) August 31, 2023
New Delhi is preparing to welcome leaders & delegates from across the world!
Take a look. 📹#G20India pic.twitter.com/lIbiW9dPQYDecking up for the #G20 Summit!
— G20 India (@g20org) August 31, 2023
New Delhi is preparing to welcome leaders & delegates from across the world!
Take a look. 📹#G20India pic.twitter.com/lIbiW9dPQY
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে চলা এই শীর্ষ সম্মেলনে আসা অতিথি তথা রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য প্রতিনিধিদের থাকা-খাওয়ার জন্য দিল্লির মোট 30টি হোটেল বুক করা হয়েছে। প্রেসিডেন্ট ছাড়াও মার্কিন প্রতিনিধি দলের জন্য দিল্লির অভিজাত হোটেলের 400টি রুম বুক করা হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি সম্মেলনের জন্য নয়াদিল্লিতে সকল অফিস, রেস্তোরাঁ এবং বাজার বন্ধ রাখা হয়েছে ৷ উল্লেখ্য, ভারতে প্রথমবারের জন্য বিশ্বব্যাপী জি20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম এত বড় সম্মেলনের আয়োজন হচ্ছে এদেশে। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তর অর্থনীতির প্রথম সারির দেশগুলিকে নিয়ে গঠিত হয়েছে জি20 গোষ্ঠী ৷ বিশ্বের অন্যতম শক্তিশালী আন্তর্জাতিক মঞ্চ হিসাবে ধরা হয় এই জি20 গোষ্ঠীকে ৷
আরও পড়ুন: জি20 সম্মেলন, মানচিত্র বিতর্কের আবহে ভারত সফর এড়িয়ে যেতে পারেন জিনপিং