ETV Bharat / bharat

Sonali Phogat Death সোনালির শরীরে একাধিক আঘাতের চিহ্ন, ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্য - Police registered murder case

সোনালির শরীরে ছিল আঘাতের একাধিক চিহ্ন। ময়নাতদন্ত রিপোর্টে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য । পাশাপাশি এই ঘটনায় খুনের মামলা দায়ের করল পুলিশ (Police registered murder case )।

Sonali Phogat Death
সোনালীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন
author img

By

Published : Aug 25, 2022, 7:05 PM IST

হিসার (হরিয়ানা),25 অগস্ট: বিজেপি নেত্রী সোনালি ফোগাটের মৃত্যু ঘিরে নয়া তথ্য উঠে এল । ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল (PM report of Sonali Phogat Revels New Facts) । পাশাপাশি এই ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের হল । সুধীর এবং সুখবিন্দর নামে ওই দুই ব্যক্তি সোনালির সঙ্গে গোয়ায় ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ ।

এই দুই ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের করেন সোনালির ভাই রিঙ্কু । পরিবারের তরফে আরও অভিযোগ করা হয় হরিয়ানার বিধায়ক গোপাল কান্ডার হয়ে সুখবিন্দর কাজ করত । এই ঘটনার পর তাঁর থেকে সাহায্য চেয়েছিল সুখবিন্দর । এদিকে গোয়া মেডিক্যাল কলেজে বৃহস্পতিবার সোনালীর ময়নাতদন্ত হয় । সেখান থেকেই জানা গিয়েছে তাঁর শরীরে আঘাতের একাধিক চিহ্ন ছিল ।

আরও পড়ুন: ফের গ্রেফতার তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং

এই ঘটনায় বারবার নাম জড়িয়ে যাচ্ছে বিধায়কের । সিরসার এই বিধায়ক প্রথন নির্বাচনে জেতেন 2009 সালে । সেসময় তিনি ছিলেন নির্দল প্রার্থী । বিধায়ক হওয়ার পর হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হন তিনি । পরের নির্বাচনে পরাজিত হন । 2019 সালের ভোটে হরিয়ানা লোকাহিত পার্টির হয়ে জিতেছেন । রাজনীতির পাশাপাশি একাধিক ব্যবসার সঙ্গে জড়িত গোপাল । তাঁর নিজের একটি উড়ান সংস্থাও আছে । এই প্রভাবশালীর নেতার নামে একাধিক অভিযোগ আছে । স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময়ও একটি মামলায় অভিযুক্ত হন । এবার আবারও নাম জড়াল গোপালের ।

হিসার (হরিয়ানা),25 অগস্ট: বিজেপি নেত্রী সোনালি ফোগাটের মৃত্যু ঘিরে নয়া তথ্য উঠে এল । ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল (PM report of Sonali Phogat Revels New Facts) । পাশাপাশি এই ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের হল । সুধীর এবং সুখবিন্দর নামে ওই দুই ব্যক্তি সোনালির সঙ্গে গোয়ায় ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ ।

এই দুই ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের করেন সোনালির ভাই রিঙ্কু । পরিবারের তরফে আরও অভিযোগ করা হয় হরিয়ানার বিধায়ক গোপাল কান্ডার হয়ে সুখবিন্দর কাজ করত । এই ঘটনার পর তাঁর থেকে সাহায্য চেয়েছিল সুখবিন্দর । এদিকে গোয়া মেডিক্যাল কলেজে বৃহস্পতিবার সোনালীর ময়নাতদন্ত হয় । সেখান থেকেই জানা গিয়েছে তাঁর শরীরে আঘাতের একাধিক চিহ্ন ছিল ।

আরও পড়ুন: ফের গ্রেফতার তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং

এই ঘটনায় বারবার নাম জড়িয়ে যাচ্ছে বিধায়কের । সিরসার এই বিধায়ক প্রথন নির্বাচনে জেতেন 2009 সালে । সেসময় তিনি ছিলেন নির্দল প্রার্থী । বিধায়ক হওয়ার পর হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হন তিনি । পরের নির্বাচনে পরাজিত হন । 2019 সালের ভোটে হরিয়ানা লোকাহিত পার্টির হয়ে জিতেছেন । রাজনীতির পাশাপাশি একাধিক ব্যবসার সঙ্গে জড়িত গোপাল । তাঁর নিজের একটি উড়ান সংস্থাও আছে । এই প্রভাবশালীর নেতার নামে একাধিক অভিযোগ আছে । স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময়ও একটি মামলায় অভিযুক্ত হন । এবার আবারও নাম জড়াল গোপালের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.