মুম্বই, 8 অগস্ট: চলে গেলেন 'বম্বে ডাইং ম্যান'৷ এই নামেই পরিচিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো অর্ধেন্দু বসু ৷ সোমবার মুম্বইয়ে তাঁর বাসভবনে তাঁর জীবনাবসান হয় ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ মডেল ও অভিনেতা ৷ স্ত্রী কারমিন বসু তাঁর মৃত্যুর খবর জানান ৷
নেতাজির ছোট ভাইয়ের ছেলে অর্ধেন্দু বসু: নেতাজি সুভাষচন্দ্র বসুর ছোট ভাই শৈলেশচন্দ্র বসুর ছেলে ছিলেন অর্ধেন্দু বসু ৷ তিনিই বসু পরিবারের একমাত্র সদস্য যিনি মুম্বইতে জন্মগ্রহণ করেন ৷ সেখানেই তাঁর বেড়ে ওঠা ৷ তিনি তাঁর কাকাকে নিয়ে খুবই গর্বিত ছিলেন বলে জানিয়েছেন অর্ধেন্দু বসুর স্ত্রী কারমিন বসু ৷ তিনি বলেন, দেশের জন্য নেতাজির আত্মত্যাগ উদ্বুদ্ধ করত তাঁর ভাইপোকে ৷
গত বছরই কাকার কথা বলতে গিয়ে অর্ধেন্দু বসু বলেছিলেন, "গান্ধির অহিংস আন্দোলনের জন্যই ভারতের স্বাধীনতা এসেছিল এমনটা নয় । আজাদ হিন্দ ফৌজ ও নেতাজির কর্মকাণ্ড এ দেশে স্বাধীনতা এনেছিল এবং তা ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ক্লিমেন্ট রিচার্ড অ্যাটলিও স্বীকার করেছিলেন ।"
আরও পড়ুন: ছদ্মবেশ দেখেছিলেন গোষ্ঠ পালের খেলা, প্রিয় ছিল আতর; চিনে নিন অচেনা সুভাষকে
-
#WATCH | It was not Gandhi's peace movement that brought independence to India.The activities of Azad Hind Fauj and Netaji brought independence to this country and it was admitted by the then PM of England, Clement Richard Attlee: Ardhendu Bose, #NetajiSubhashChandraBose's nephew pic.twitter.com/9HGn4IbeOi
— ANI (@ANI) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | It was not Gandhi's peace movement that brought independence to India.The activities of Azad Hind Fauj and Netaji brought independence to this country and it was admitted by the then PM of England, Clement Richard Attlee: Ardhendu Bose, #NetajiSubhashChandraBose's nephew pic.twitter.com/9HGn4IbeOi
— ANI (@ANI) January 23, 2022#WATCH | It was not Gandhi's peace movement that brought independence to India.The activities of Azad Hind Fauj and Netaji brought independence to this country and it was admitted by the then PM of England, Clement Richard Attlee: Ardhendu Bose, #NetajiSubhashChandraBose's nephew pic.twitter.com/9HGn4IbeOi
— ANI (@ANI) January 23, 2022
কাকা ছিল অনুপ্রেরণা: জওহরলাল নেহরুর সরকার বসু পরিবারের উপর নজরদারি চালাত বলে অভিযোগ শোনা যায় অর্ধেন্দু বসুর গলায় ৷ তাঁর বাবা শৈলেশচন্দ্র বসু সন্দেহ করতেন যে, ইন্দিরা গান্ধি যতদিন বেঁচেছিলেন, ততদিন তাঁর উপর নজরদারি চলত ৷ শুধু তাই নয়, তাঁদের ওরলির বাড়ির ফোনেও আড়ি পাতা হয়েছিল বলে আশংকা ছিল তাঁর ৷ 2015 সালে একটি সাক্ষাৎকারে এ কথা প্রকাশ করেছিলেন নেতাজির ভাইপো ৷
বম্বে ডাইং ম্যান: পেশায় মডেল হলেও বেশ কিছু ফিল্মে অভিনয় করেছেন অর্ধেন্দু বসু ৷ তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, মেরা ইয়ার মেরা দুশমন, কৌন? ক্যায়সে?, বিষকন্যা, আখরি বাজি, কোবরা এবং শিংগোরা ইত্যাদি ৷ যদিও তিনি জনপ্রিয়তা পান বম্বে ডাইং-এর বিজ্ঞাপনের জন্য ৷ একটা সময়ে তিনি ছিলেন বম্বে ডাইং-এর অত্যন্ত পরিচিত মুখ ৷ অনেকে তাঁর নাম দিয়েছিলেন বম্বে ডাইং ম্যান ৷
স্ত্রী কারমিন বসু ছাড়াও একমাত্র পুত্র নেদাল বসুকে রেখে গেলেন অর্ধেন্দু বসু ৷ তাঁর প্রয়াণে শোকাহত আত্মীয়, বন্ধুবান্ধব ও সেলিব্রিটিরা ৷