ETV Bharat / bharat

Nepali National Held in Ahmedabad: জল খাওয়া নিয়ে গোলমাল, নিরাপত্তারক্ষীকে কুপিয়ে খুন নোপালের নাগরিকের - Nepali National Held in Ahmedabad

জল খাওয়া নিয়ে গোলমাল। আর তার জেরে আমেদাবাদে নিরাপত্তারক্ষীকে কুপিয়ে খুন করল নোপালের এক নাগরিক । সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে কুপিয়ে খুূনের নারকীয় দৃশ্য (Police got the CCTV footage of the incident)

Nepali National Held in Ahmedabad
খুনের অভিযোগে গ্রেফতার নেপালের নাগরিক
author img

By

Published : Feb 10, 2023, 8:22 AM IST

আমেদাবাদ, 10 ফেব্রুয়ারি: জল খাওয়া নিয়ে গোলমাল। গোলমাল থেকে বচসা এবং শেষমেশ কোদাল দিয়ে কুপিয়ে খুন । ওয়েব সিরিজ বা বলিউডি থ্রিলার নয়, এমন ঘটনা ঘটেছে বাস্তবে; আমেদাবাদে। খুনের ঘটনায় অভিযুক্ত নেপালি নাগরিককে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার (Nepali national arrested for allegedly killing )। তাকে জেরা করে গোটা ঘটনাটি জানার চেষ্টা করছে পুলিশ। কথা বলা আছে অন্য কয়েকজনের সঙ্গেও ।

খুনের নারকীয় দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে । সেখানে দেখা গিয়েছে, রামযতন মুখিয়া নামে নেপালের ওই নাগরিক কোদাল দিয়ে এক নিরাপত্তারক্ষীর উপর চড়াও হয়েছে । শরীরের বিভিন্ন অংশ কোদালেলর সাহায্যে বেপরোয়া কোপ বসিয়ে চলেছে। নিরাপত্তারক্ষী একাধিকবার প্রাণ ভিক্ষা চাইলেও রামযতন কোনও কথাই শুনছে না। সিসিটিভি ফুটেজে এমন ঘটনা ধরা পড়ার পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ।

কিন্তু এমন নারকীয় ঘটনা ঘটল কেন? তদন্তে নেমে কয়েকটি সূত্র হাতে এসেছে পুলিশের । প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, জল খাওয়া নিয়ে গোলমালের জেরেই এমন ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, অভিযুক্ত বছর খানেক আগে নেপাল থেকে কাজের খোঁজে ভারতে আসে । আমেদাবাদের একাধিক দোকানে ছোটখাটো কাজ করার পর একটি খাবারের দোকানে কাজ পায় । দিন কযেক আগে স্থানীয় এক নিরাপত্তারক্ষীর সঙ্গে জল খাওয়া নিয়ে গোলমাল বাধে । সেই থেকে দু'জনের মধ্যে সংঘাতের শুরু । এরপর সুযোগ পেয়ে এমন নারকীয় কাণ্ড ঘটিয়েছে রামযতন ।

তবে ঘটনাটি আরও তলিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। জল খাওয়ার মতো সাধারণ ব্যাপার থেকেই খুনের ঘটনা ঘটেছে নাকি নেপথ্যে অন্য কিছু আছে তা জানার কাজ শুরু করেছে পুলিশ । অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । তার সঙ্গে কথা বলা হচ্ছে । এই দু'জনকেই চিনত এবং তাদের মধ্যে হওয়া গোলমালের ব্যাপারে জানত এমন কেউ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন: গাজিয়ানতেপে ধ্বংসস্তূপে প্রাণের সাড়া ! নাবালিকা উদ্ধারে সফল এনডিআরএফ

আমেদাবাদ, 10 ফেব্রুয়ারি: জল খাওয়া নিয়ে গোলমাল। গোলমাল থেকে বচসা এবং শেষমেশ কোদাল দিয়ে কুপিয়ে খুন । ওয়েব সিরিজ বা বলিউডি থ্রিলার নয়, এমন ঘটনা ঘটেছে বাস্তবে; আমেদাবাদে। খুনের ঘটনায় অভিযুক্ত নেপালি নাগরিককে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার (Nepali national arrested for allegedly killing )। তাকে জেরা করে গোটা ঘটনাটি জানার চেষ্টা করছে পুলিশ। কথা বলা আছে অন্য কয়েকজনের সঙ্গেও ।

খুনের নারকীয় দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে । সেখানে দেখা গিয়েছে, রামযতন মুখিয়া নামে নেপালের ওই নাগরিক কোদাল দিয়ে এক নিরাপত্তারক্ষীর উপর চড়াও হয়েছে । শরীরের বিভিন্ন অংশ কোদালেলর সাহায্যে বেপরোয়া কোপ বসিয়ে চলেছে। নিরাপত্তারক্ষী একাধিকবার প্রাণ ভিক্ষা চাইলেও রামযতন কোনও কথাই শুনছে না। সিসিটিভি ফুটেজে এমন ঘটনা ধরা পড়ার পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ।

কিন্তু এমন নারকীয় ঘটনা ঘটল কেন? তদন্তে নেমে কয়েকটি সূত্র হাতে এসেছে পুলিশের । প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, জল খাওয়া নিয়ে গোলমালের জেরেই এমন ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, অভিযুক্ত বছর খানেক আগে নেপাল থেকে কাজের খোঁজে ভারতে আসে । আমেদাবাদের একাধিক দোকানে ছোটখাটো কাজ করার পর একটি খাবারের দোকানে কাজ পায় । দিন কযেক আগে স্থানীয় এক নিরাপত্তারক্ষীর সঙ্গে জল খাওয়া নিয়ে গোলমাল বাধে । সেই থেকে দু'জনের মধ্যে সংঘাতের শুরু । এরপর সুযোগ পেয়ে এমন নারকীয় কাণ্ড ঘটিয়েছে রামযতন ।

তবে ঘটনাটি আরও তলিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। জল খাওয়ার মতো সাধারণ ব্যাপার থেকেই খুনের ঘটনা ঘটেছে নাকি নেপথ্যে অন্য কিছু আছে তা জানার কাজ শুরু করেছে পুলিশ । অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । তার সঙ্গে কথা বলা হচ্ছে । এই দু'জনকেই চিনত এবং তাদের মধ্যে হওয়া গোলমালের ব্যাপারে জানত এমন কেউ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন: গাজিয়ানতেপে ধ্বংসস্তূপে প্রাণের সাড়া ! নাবালিকা উদ্ধারে সফল এনডিআরএফ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.