ETV Bharat / bharat

Nepal PM Prachanda to visit India: শিগগিরই ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড - বিজেপি সভাপতি জেপি নাড্ডা

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচণ্ড (Nepal Prime Minister Pushpa Kamal Dahal) শীঘ্রই ভারত সফরে আসতে চলেছেন ৷ মঙ্গলবার আস্থা ভোটে জয়ী হওয়ার পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন । তবে তাঁর সফরসূচি এখনও ঠিক হয়নি বলে সূত্রের খবর ৷

Nepal PM Prachanda
নেপালের প্রধানমন্ত্রী
author img

By

Published : Jan 15, 2023, 1:39 PM IST

কাঠমাণ্ডু, 15 জানুয়ারি: 2022 সালে তৃতীয়বারের জন্য নেপালের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন পুষ্প কমল দাহাল (Nepal Prime Minister Pushpa Kamal Dahal) ৷ প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় ইনিংস শুরু করার পর প্রথম বিদেশ সফরে শীঘ্রই ভারত আসতে চলেছেন তিনি । এমনটাই জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল বা প্রচণ্ড ৷ 68 বছর বয়সি এই সিপিএন-মাওবাদী নেতা গত বছরের 26 ডিসেম্বর তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ৷ সেসময় তিনি নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন প্রাক-নির্বাচন জোট থেকে বেরিয়ে এসে বিরোধী নেতা কেপি শর্মা অলির সঙ্গে হাত মেলান । নেপালে বিমান দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর আবহেই প্রকাশ্যে এল এই খবর ।

নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফর: প্রচণ্ড জানান, তিনি শীঘ্রই ভারত সফর করবেন ৷ মঙ্গলবার আস্থা ভোটে জয়ী হন তিনি ৷ তারপর শনিবার নির্বাচিত কিছু সাংবাদিকদের সঙ্গে পুষ্প কমল দাহাল প্রথম আলাপচারিতা করেন ৷ সেই সময় প্রধানমন্ত্রী সিনিয়র সম্পাদকদের এ কথা জানান । ভারত সফরের জন্য কূটনৈতিক পর্যায়ে প্রস্তুতি চলছে বলেও জানান তিনি । প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুওয়াটারে সাংবাদিকদের তিনি জানান, তাঁর সফরের জন্য দূতাবাসগুলি প্রস্তুতি নিচ্ছে ।

সফরের আগে প্রস্তুতি: যদিও নেপাল সরকার (Nepal Government) এখনও আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কিছু ঘোষণা করেনি । সফরের তারিখ ও সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে । পররাষ্ট্র মন্ত্রণালয়ের (Ministry of Foreign Affairs) একজন আধিকারিক জানান, তাঁরা ভারতের সঙ্গে কথা বলে তারিখ এবং বিস্তারিত কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরের এজেন্ডা চূড়ান্ত করার কাজ করছেন ৷

2022 সালে প্রচণ্ডের ভারত সফর: ওই আধিকারিক আরও জানান, প্রতিবারই দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীরা একটি কোনও প্রতিবেশী দেশে সফর করেন ৷ এটাই স্বাভাবিক নিয়ম ৷ আর তার জন্যে অভ্যন্তরীণভাবে তাঁরা সর্বদা প্রস্তুত থাকে । নেপালের প্রধানমন্ত্রী (Prime Minister of Nepal) হিসাবে তাঁর আগের মেয়াদে প্রচণ্ড ভারত সফর করেছিলেন । গত বছরের জুলাইয়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডার (BJP President JP Nadda) আমন্ত্রণে ভারত সফরে এসেছিলেন তিনি ।

আরও পড়ুন: আলোচনা সফল, ইন্দো-নেপাল সম্পর্ক বিশ্বকে সমৃদ্ধ করবে: মোদি

কাঠমাণ্ডু, 15 জানুয়ারি: 2022 সালে তৃতীয়বারের জন্য নেপালের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন পুষ্প কমল দাহাল (Nepal Prime Minister Pushpa Kamal Dahal) ৷ প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় ইনিংস শুরু করার পর প্রথম বিদেশ সফরে শীঘ্রই ভারত আসতে চলেছেন তিনি । এমনটাই জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল বা প্রচণ্ড ৷ 68 বছর বয়সি এই সিপিএন-মাওবাদী নেতা গত বছরের 26 ডিসেম্বর তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ৷ সেসময় তিনি নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন প্রাক-নির্বাচন জোট থেকে বেরিয়ে এসে বিরোধী নেতা কেপি শর্মা অলির সঙ্গে হাত মেলান । নেপালে বিমান দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর আবহেই প্রকাশ্যে এল এই খবর ।

নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফর: প্রচণ্ড জানান, তিনি শীঘ্রই ভারত সফর করবেন ৷ মঙ্গলবার আস্থা ভোটে জয়ী হন তিনি ৷ তারপর শনিবার নির্বাচিত কিছু সাংবাদিকদের সঙ্গে পুষ্প কমল দাহাল প্রথম আলাপচারিতা করেন ৷ সেই সময় প্রধানমন্ত্রী সিনিয়র সম্পাদকদের এ কথা জানান । ভারত সফরের জন্য কূটনৈতিক পর্যায়ে প্রস্তুতি চলছে বলেও জানান তিনি । প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুওয়াটারে সাংবাদিকদের তিনি জানান, তাঁর সফরের জন্য দূতাবাসগুলি প্রস্তুতি নিচ্ছে ।

সফরের আগে প্রস্তুতি: যদিও নেপাল সরকার (Nepal Government) এখনও আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কিছু ঘোষণা করেনি । সফরের তারিখ ও সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে । পররাষ্ট্র মন্ত্রণালয়ের (Ministry of Foreign Affairs) একজন আধিকারিক জানান, তাঁরা ভারতের সঙ্গে কথা বলে তারিখ এবং বিস্তারিত কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরের এজেন্ডা চূড়ান্ত করার কাজ করছেন ৷

2022 সালে প্রচণ্ডের ভারত সফর: ওই আধিকারিক আরও জানান, প্রতিবারই দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীরা একটি কোনও প্রতিবেশী দেশে সফর করেন ৷ এটাই স্বাভাবিক নিয়ম ৷ আর তার জন্যে অভ্যন্তরীণভাবে তাঁরা সর্বদা প্রস্তুত থাকে । নেপালের প্রধানমন্ত্রী (Prime Minister of Nepal) হিসাবে তাঁর আগের মেয়াদে প্রচণ্ড ভারত সফর করেছিলেন । গত বছরের জুলাইয়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডার (BJP President JP Nadda) আমন্ত্রণে ভারত সফরে এসেছিলেন তিনি ।

আরও পড়ুন: আলোচনা সফল, ইন্দো-নেপাল সম্পর্ক বিশ্বকে সমৃদ্ধ করবে: মোদি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.