কাঠমান্ডু, 15 জানুয়ারি: পোখরার বিমান দুর্ঘটনার (Pokhara Plane Crash) তদন্তে কমিশন গঠন করল নেপাল সরকার ৷ রবিবার ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার তদন্তের জন্য একটি পাঁচ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে (Commission to Probe Plane Crash)৷ নিহতদের প্রতি শোকজ্ঞাপনের উদ্দেশে 16 জানুয়ারি অর্থাৎ সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ৷
দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান
রবিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের বিমান ৷ পাঁচ ভারতীয়-সহ 72 জন যাত্রী নিয়ে বিমানটি পোখরা বিমানবন্দরে অবতরণের সময় সেতি নদীর ঘাটে ভেঙে পড়ে ৷ সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায় ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিয়োয় দেখা গিয়েছে দাউ দাউ করে আগুন জ্বলছে বিমানের ধ্বংসস্তূপ থেকে ৷
-
Nepal PM Pushpa Kamal Dahal 'Prachanda', along with Home Minister Rabi Lamichhane to arrive in Pokhara today, in wake of the aircraft crash at Pokhara airport.
— ANI (@ANI) January 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A five-member committee has been formed to investigate the reasons for the crash.
Visuals from the spot. pic.twitter.com/nOi5mTh7cF
">Nepal PM Pushpa Kamal Dahal 'Prachanda', along with Home Minister Rabi Lamichhane to arrive in Pokhara today, in wake of the aircraft crash at Pokhara airport.
— ANI (@ANI) January 15, 2023
A five-member committee has been formed to investigate the reasons for the crash.
Visuals from the spot. pic.twitter.com/nOi5mTh7cFNepal PM Pushpa Kamal Dahal 'Prachanda', along with Home Minister Rabi Lamichhane to arrive in Pokhara today, in wake of the aircraft crash at Pokhara airport.
— ANI (@ANI) January 15, 2023
A five-member committee has been formed to investigate the reasons for the crash.
Visuals from the spot. pic.twitter.com/nOi5mTh7cF
উচ্চ পর্যায়ের বৈঠকে প্রচণ্ড
এই ঘটনার (Nepal Plane Crash Updates) সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ ৷ দুর্ঘটনার অব্যবহিত পরেই এই নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড (Pushpa Kamal Dahal 'Prachanda)৷ সেখানে স্বরাষ্ট্রমন্ত্রক, নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে দ্রুত উদ্ধারকাজ শেষ করতে নির্দেশ দেন তিনি ৷ প্রয়োজনীয় সবরকম জরুরি অবস্থা দ্রুত সামাল দিতে বলেন নেপালের প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন: উদ্ধারকাজে তদারকিতে ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছলেন নেপালের প্রধানমন্ত্রী
তদন্ত কমিশন গঠন
সেই বৈঠকেই সরকারি ছুটির কথাও ঘোষণা করা হয় ৷ বলা হয়, ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপনের জন্য আগামিকাল, 16 জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছে ৷ উপ-প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেল জানিয়েছেন, সরকার একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে । পাশাপাশি বিমান দুর্ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে সরকারের তরফে জানানো হয় ।
-
#WATCH | A passenger aircraft crashed at Pokhara International Airport in Nepal today. 68 passengers and four crew members were onboard at the time of crash. Details awaited. pic.twitter.com/DBDbTtTxNc
— ANI (@ANI) January 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | A passenger aircraft crashed at Pokhara International Airport in Nepal today. 68 passengers and four crew members were onboard at the time of crash. Details awaited. pic.twitter.com/DBDbTtTxNc
— ANI (@ANI) January 15, 2023#WATCH | A passenger aircraft crashed at Pokhara International Airport in Nepal today. 68 passengers and four crew members were onboard at the time of crash. Details awaited. pic.twitter.com/DBDbTtTxNc
— ANI (@ANI) January 15, 2023
ত্রিভুবন বিমানবন্দরে নেপালের প্রধানমন্ত্রী
এ দিন এই উচ্চ পর্যায়ের বৈঠকের পরই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে যান নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড ৷ পোখরা বিমান দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানতেই তিনি ত্রিভুবন বিমানবন্দরে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানানো হয় ৷ দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে মোট 68 জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন ৷