ETV Bharat / bharat

Neeraj Chopra চোট সারিয়েই ইতিহাস নীরজের, বর্শায় ডায়মন্ড লিগের প্রথম সোনা গাঁথলেন চোপড়া - Neeraj Chopra wins Lausanne Diamond League title

ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া (Neeraj Chopra scripts another history) ৷ লুসেন ডায়মন্ড লিগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন তিনি (Neeraj Chopra wins Lausanne Diamond League title) ৷

Neeraj Chopra
নীরজ চোপড়া
author img

By

Published : Aug 27, 2022, 7:10 AM IST

Updated : Aug 27, 2022, 7:19 AM IST

লুসেন, 27 অগস্ট: ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া ৷ বার্মিংহ্যামে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভেলিন থ্রোয়ার ৷ ট্র্যাকে ফিরেই নিজের জাত চেনালেন নীরজ ৷ লুসেন ডায়মন্ড লিগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন তিনি ৷ টোকিয়োতে ইতিহাস গড়ার পরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন তিনি । তারপর চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে নাম তুলে নেন ।

লুসেনে প্রথম প্রয়াসেই 89.08 মিটার দূরে বর্শা ছোড়েন সোনার ছেলে । সোনা জিতে জুরিখে ডায়মন্ড লিগের ফাইনালে যোগ্যতা অর্জন করলেন নীরজ ।

লুসেন, 27 অগস্ট: ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া ৷ বার্মিংহ্যামে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভেলিন থ্রোয়ার ৷ ট্র্যাকে ফিরেই নিজের জাত চেনালেন নীরজ ৷ লুসেন ডায়মন্ড লিগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন তিনি ৷ টোকিয়োতে ইতিহাস গড়ার পরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন তিনি । তারপর চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে নাম তুলে নেন ।

লুসেনে প্রথম প্রয়াসেই 89.08 মিটার দূরে বর্শা ছোড়েন সোনার ছেলে । সোনা জিতে জুরিখে ডায়মন্ড লিগের ফাইনালে যোগ্যতা অর্জন করলেন নীরজ ।

Last Updated : Aug 27, 2022, 7:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.