ETV Bharat / bharat

Coromandel Express Accident: উদ্ধারকাজে নামল এনডিআরএফ, খোলা হল একাধিক হেল্পলাইন নম্বর - ndrf in rescue operation

শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ৷ এদিন সন্ধ্যায় শালিমার থেকে চেন্নাইগামী 12841 আপ করমণ্ডল এক্সপ্রেসের 10-12টি কামরা লাইনচ্যুত হয় এবং অন্য লাইনে উপর গিয়ে পড়ে ৷ পরে সেই কামরাগুলিতে আবার ধাক্কা মারে 12864 ডাউন হামসাফার এক্সপ্রেস ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Jun 2, 2023, 9:31 PM IST

Updated : Jun 2, 2023, 11:08 PM IST

বালাসোর, 2 জুন: শুক্রবার সন্ধ্যায় ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতের সংখ্যা আরও বৃদ্ধি হওয়ার আশঙ্কা ৷ জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কমপক্ষে 50 জনের মৃত্যু হয়েছে ৷ আহত সাড়ে 300 এর বেশি ৷ রেলের মুখপাত্র অমিতাভ শর্মা জানিয়েছেন, এদিন বালাসোর জেলার বাহাঙ্গা স্টেশনের কাছে শালিমার থেকে চেন্নাইগামী 12841 আপ করমণ্ডল এক্সপ্রেসের 10-12টি কামরা লাইনচ্যুত হয় এবং অন্য লাইনে উপর গিয়ে পড়ে ৷ সেই সময় যশবন্তপুর থেকে হাওড়া যাচ্ছিল 12864 ডাউন হামসাফার এক্সপ্রেস ৷ সেটিও এসে ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের কামরাগুলিতে ৷ ফলে ওই সুপারফাস্ট এক্সপ্রেসটিরও 3-4টি কামরা লাইনচ্যুত হয় ৷ ট্রেনের কামরাগুলিতে 500 জন কমপক্ষে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷

ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জানা জানিয়েছেন, আহতদের মধ্যে 47 জনকে উদ্ধার করে বালাসোর মেডিক্যাল কলেজ ও 132 জনকে গোপালপুর, সোরো, কণ্ঠপদ এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে ৷ বাকিদেরও বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে ৷

  • #WATCH | Odisha Train accident: At around 7pm, 10-12 coaches of the Shalimar-Chennai Coromandel Express derailed near Baleswar and fell on the opposite track. After some time, another train from Yeswanthpur to Howrah dashed into those derailed coaches resulting in the derailment… pic.twitter.com/Fixk7RVfbq

    — ANI (@ANI) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন, 50 টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে ৷ উদ্ধারকাজে গতি আনতে পাঠানো হয়েছে একাধিক বাস ৷ উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফ এর 3টি ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর 4টি দলকে ৷ ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন, ওড়িশার স্পেশাল রিলিফ অর্গানাইজেশনের সিনিয়র অফিসার হেমন্ত শর্মা ও দমকলের ডিজি বলবন্ত সিংকে উদ্ধার কাজ তদারকির দায়িত্ব দিয়েছেন ৷

  • Derailment of 12841 Shalimar - Chennai Coromandel Express

    Howrah Helpline Number: 033-26382217

    Kharagpur Helpline Number: 8972073925 & 9332392339

    Balasore Helpline Number: 8249591559 & 7978418322

    Shalimar Helpline Number: 9903370746

    (Source: South Eastern Railway)

    — ANI (@ANI) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে হাওড়া-করমণ্ডল এক্সপ্রেস, ফিরে দেখা অতীতের ভয়াবহ স্মৃতি

এই দুর্ঘটনার প্রেক্ষিতে একাধিক হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে ৷ সেগুলি হল-

হাওড়ার হেল্পলাইন নম্বর: 033-26382217

খড়গপুরের হেল্পলাইন নম্বর: 8972073925 এবং 9332392339

বালাসোর হেল্পলাইন নম্বর: 8249591559 এবং 7978418322

শালিমারের হেল্পলাইন নম্বর: 9903370746

এছাড়াও নবান্নের হেল্পলাইন নম্বর হল- 033-22143526, 033-22535185

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস, দুমড়ে-মুচড়ে গেল একাধিক বগি, আটকে প্রায় 500 যাত্রী

রেলের তরফে জানানো হয়েছে এই দুর্ঘটনার কারণে বাতিল হয়েছে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন ৷

বালাসোর, 2 জুন: শুক্রবার সন্ধ্যায় ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতের সংখ্যা আরও বৃদ্ধি হওয়ার আশঙ্কা ৷ জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কমপক্ষে 50 জনের মৃত্যু হয়েছে ৷ আহত সাড়ে 300 এর বেশি ৷ রেলের মুখপাত্র অমিতাভ শর্মা জানিয়েছেন, এদিন বালাসোর জেলার বাহাঙ্গা স্টেশনের কাছে শালিমার থেকে চেন্নাইগামী 12841 আপ করমণ্ডল এক্সপ্রেসের 10-12টি কামরা লাইনচ্যুত হয় এবং অন্য লাইনে উপর গিয়ে পড়ে ৷ সেই সময় যশবন্তপুর থেকে হাওড়া যাচ্ছিল 12864 ডাউন হামসাফার এক্সপ্রেস ৷ সেটিও এসে ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের কামরাগুলিতে ৷ ফলে ওই সুপারফাস্ট এক্সপ্রেসটিরও 3-4টি কামরা লাইনচ্যুত হয় ৷ ট্রেনের কামরাগুলিতে 500 জন কমপক্ষে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷

ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জানা জানিয়েছেন, আহতদের মধ্যে 47 জনকে উদ্ধার করে বালাসোর মেডিক্যাল কলেজ ও 132 জনকে গোপালপুর, সোরো, কণ্ঠপদ এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে ৷ বাকিদেরও বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে ৷

  • #WATCH | Odisha Train accident: At around 7pm, 10-12 coaches of the Shalimar-Chennai Coromandel Express derailed near Baleswar and fell on the opposite track. After some time, another train from Yeswanthpur to Howrah dashed into those derailed coaches resulting in the derailment… pic.twitter.com/Fixk7RVfbq

    — ANI (@ANI) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন, 50 টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে ৷ উদ্ধারকাজে গতি আনতে পাঠানো হয়েছে একাধিক বাস ৷ উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফ এর 3টি ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর 4টি দলকে ৷ ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন, ওড়িশার স্পেশাল রিলিফ অর্গানাইজেশনের সিনিয়র অফিসার হেমন্ত শর্মা ও দমকলের ডিজি বলবন্ত সিংকে উদ্ধার কাজ তদারকির দায়িত্ব দিয়েছেন ৷

  • Derailment of 12841 Shalimar - Chennai Coromandel Express

    Howrah Helpline Number: 033-26382217

    Kharagpur Helpline Number: 8972073925 & 9332392339

    Balasore Helpline Number: 8249591559 & 7978418322

    Shalimar Helpline Number: 9903370746

    (Source: South Eastern Railway)

    — ANI (@ANI) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে হাওড়া-করমণ্ডল এক্সপ্রেস, ফিরে দেখা অতীতের ভয়াবহ স্মৃতি

এই দুর্ঘটনার প্রেক্ষিতে একাধিক হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে ৷ সেগুলি হল-

হাওড়ার হেল্পলাইন নম্বর: 033-26382217

খড়গপুরের হেল্পলাইন নম্বর: 8972073925 এবং 9332392339

বালাসোর হেল্পলাইন নম্বর: 8249591559 এবং 7978418322

শালিমারের হেল্পলাইন নম্বর: 9903370746

এছাড়াও নবান্নের হেল্পলাইন নম্বর হল- 033-22143526, 033-22535185

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস, দুমড়ে-মুচড়ে গেল একাধিক বগি, আটকে প্রায় 500 যাত্রী

রেলের তরফে জানানো হয়েছে এই দুর্ঘটনার কারণে বাতিল হয়েছে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন ৷

Last Updated : Jun 2, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.