ETV Bharat / bharat

Manipur Government: মণিপুরে ধাক্কা খেল বিজেপি, সরকার থেকে সমর্থন প্রত্যাহার কুকি পিপল'স অ্যালায়েন্সের - এনডিএ শরিক

মণিপুরে ধাক্কা খেল বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার ৷ এন বীরেন সিং সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে কুকি পিপল'স অ্যালায়েন্স ৷

ETV Bharat
এন বীরেন সিং
author img

By

Published : Aug 6, 2023, 10:59 PM IST

ইম্ফল, 6 অগস্ট: মণিপুর ইস্যুতে এবার ঘরের ভিতরেই আরও চাপে পড়ল বিজেপি ৷ এন বীরেন সিং সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করল এনডিএ জোট শরিক কুকি পিপল'স অ্যালায়েন্স ৷ রাজ্যপাল অনুসূয়া উইকে'কে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে দলটি ৷

রাজ্যপালকে পাঠানো চিঠিতে কুকি পিপল'স অ্যালায়েন্সের সভাপতি তঙ্গমাঙ্গ হাওকিপ লিখেছেন, অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ দল মনে করছে এই সমর্থনের আর কোনও প্রয়োজনীয়তা নেই ৷ তবে দলটির এই সমর্থন প্রাত্যাহারে মণিপুরে এখনই বিজেপি নেতৃত্বাধীন সরকার পড়ে যাওয়ার খোনও সম্ভাবনা নেই ৷ তবে এই ঘটনায় মণিপুরের এন বীরেন সিং সরকার ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপর চাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে ৷ গত মাসেই ঢাকঢোল পিটিয়ে দিল্লিতে এনডিএ শরিক 38টি দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার এক মাস কাটার আগেই ফাটল ধরল এনডিএতে ৷ তাও আবার মণিপুর ইস্যুতে ৷

  • Kuki People’s Alliance withdraws support from Manipur CM Biren Singh’s government.

    Kuki People’s Alliance General Secretary WL Hangshing confirms to ANI about emailing the letter to Manipur Governor, withdrawing support from CM Biren Singh’s government. pic.twitter.com/MKD5P65Xls

    — ANI (@ANI) August 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

60 আসন বিশিষ্ট মণিপুর বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা 32 ৷ এতদিন কুকি পিপল'স অ্যালায়েন্সের 2 বিধায়ক এই সরকারকে সমর্থন করছিলেন ৷ এছাড়াও এন বীরেন সিং সরকারের পক্ষে 5 এনপিএফ বিধায়ক ও তিনজন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে ৷ অন্যদিকে, বিরোধী পক্ষে রয়েছে কংগ্রেসের 5 ও জেডি (ইউ) এর 6 বিধায়ক ৷

আরও পড়ুন: মণিপুরের ভিডিয়ো কাণ্ডে সাসপেন্ড 5 পুলিশকর্মী, অস্ত্রাগার লুটের তদন্তে আইজি পদমর্যাদার অফিসার

উল্লেখ্য, কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে তিন মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত মণিপুর ৷ সংঘর্ষে কমপক্ষে 150 জনের মৃত্যু হয়েছে ৷ গৃহহীন হাজার হাজার মানুষ ৷ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু ৷ পরিস্থিতি সামলাতে উত্তর-পূর্বের এই রাজ্যে সরকার সেনা নামালেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি ৷ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবিও উঠছে ৷ মঙ্গলবার থেকে মণিপুর ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা হওয়ার কথা ৷ তার আগেই সেরাজ্যের বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে দিল কুকি পিপল'স অ্যালায়েন্স ৷

ইম্ফল, 6 অগস্ট: মণিপুর ইস্যুতে এবার ঘরের ভিতরেই আরও চাপে পড়ল বিজেপি ৷ এন বীরেন সিং সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করল এনডিএ জোট শরিক কুকি পিপল'স অ্যালায়েন্স ৷ রাজ্যপাল অনুসূয়া উইকে'কে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে দলটি ৷

রাজ্যপালকে পাঠানো চিঠিতে কুকি পিপল'স অ্যালায়েন্সের সভাপতি তঙ্গমাঙ্গ হাওকিপ লিখেছেন, অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ দল মনে করছে এই সমর্থনের আর কোনও প্রয়োজনীয়তা নেই ৷ তবে দলটির এই সমর্থন প্রাত্যাহারে মণিপুরে এখনই বিজেপি নেতৃত্বাধীন সরকার পড়ে যাওয়ার খোনও সম্ভাবনা নেই ৷ তবে এই ঘটনায় মণিপুরের এন বীরেন সিং সরকার ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপর চাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে ৷ গত মাসেই ঢাকঢোল পিটিয়ে দিল্লিতে এনডিএ শরিক 38টি দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার এক মাস কাটার আগেই ফাটল ধরল এনডিএতে ৷ তাও আবার মণিপুর ইস্যুতে ৷

  • Kuki People’s Alliance withdraws support from Manipur CM Biren Singh’s government.

    Kuki People’s Alliance General Secretary WL Hangshing confirms to ANI about emailing the letter to Manipur Governor, withdrawing support from CM Biren Singh’s government. pic.twitter.com/MKD5P65Xls

    — ANI (@ANI) August 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

60 আসন বিশিষ্ট মণিপুর বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা 32 ৷ এতদিন কুকি পিপল'স অ্যালায়েন্সের 2 বিধায়ক এই সরকারকে সমর্থন করছিলেন ৷ এছাড়াও এন বীরেন সিং সরকারের পক্ষে 5 এনপিএফ বিধায়ক ও তিনজন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে ৷ অন্যদিকে, বিরোধী পক্ষে রয়েছে কংগ্রেসের 5 ও জেডি (ইউ) এর 6 বিধায়ক ৷

আরও পড়ুন: মণিপুরের ভিডিয়ো কাণ্ডে সাসপেন্ড 5 পুলিশকর্মী, অস্ত্রাগার লুটের তদন্তে আইজি পদমর্যাদার অফিসার

উল্লেখ্য, কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে তিন মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত মণিপুর ৷ সংঘর্ষে কমপক্ষে 150 জনের মৃত্যু হয়েছে ৷ গৃহহীন হাজার হাজার মানুষ ৷ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু ৷ পরিস্থিতি সামলাতে উত্তর-পূর্বের এই রাজ্যে সরকার সেনা নামালেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি ৷ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবিও উঠছে ৷ মঙ্গলবার থেকে মণিপুর ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা হওয়ার কথা ৷ তার আগেই সেরাজ্যের বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে দিল কুকি পিপল'স অ্যালায়েন্স ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.