ইম্ফল, 6 অগস্ট: মণিপুর ইস্যুতে এবার ঘরের ভিতরেই আরও চাপে পড়ল বিজেপি ৷ এন বীরেন সিং সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করল এনডিএ জোট শরিক কুকি পিপল'স অ্যালায়েন্স ৷ রাজ্যপাল অনুসূয়া উইকে'কে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে দলটি ৷
রাজ্যপালকে পাঠানো চিঠিতে কুকি পিপল'স অ্যালায়েন্সের সভাপতি তঙ্গমাঙ্গ হাওকিপ লিখেছেন, অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ দল মনে করছে এই সমর্থনের আর কোনও প্রয়োজনীয়তা নেই ৷ তবে দলটির এই সমর্থন প্রাত্যাহারে মণিপুরে এখনই বিজেপি নেতৃত্বাধীন সরকার পড়ে যাওয়ার খোনও সম্ভাবনা নেই ৷ তবে এই ঘটনায় মণিপুরের এন বীরেন সিং সরকার ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপর চাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে ৷ গত মাসেই ঢাকঢোল পিটিয়ে দিল্লিতে এনডিএ শরিক 38টি দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার এক মাস কাটার আগেই ফাটল ধরল এনডিএতে ৷ তাও আবার মণিপুর ইস্যুতে ৷
-
Kuki People’s Alliance withdraws support from Manipur CM Biren Singh’s government.
— ANI (@ANI) August 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Kuki People’s Alliance General Secretary WL Hangshing confirms to ANI about emailing the letter to Manipur Governor, withdrawing support from CM Biren Singh’s government. pic.twitter.com/MKD5P65Xls
">Kuki People’s Alliance withdraws support from Manipur CM Biren Singh’s government.
— ANI (@ANI) August 6, 2023
Kuki People’s Alliance General Secretary WL Hangshing confirms to ANI about emailing the letter to Manipur Governor, withdrawing support from CM Biren Singh’s government. pic.twitter.com/MKD5P65XlsKuki People’s Alliance withdraws support from Manipur CM Biren Singh’s government.
— ANI (@ANI) August 6, 2023
Kuki People’s Alliance General Secretary WL Hangshing confirms to ANI about emailing the letter to Manipur Governor, withdrawing support from CM Biren Singh’s government. pic.twitter.com/MKD5P65Xls
60 আসন বিশিষ্ট মণিপুর বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা 32 ৷ এতদিন কুকি পিপল'স অ্যালায়েন্সের 2 বিধায়ক এই সরকারকে সমর্থন করছিলেন ৷ এছাড়াও এন বীরেন সিং সরকারের পক্ষে 5 এনপিএফ বিধায়ক ও তিনজন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে ৷ অন্যদিকে, বিরোধী পক্ষে রয়েছে কংগ্রেসের 5 ও জেডি (ইউ) এর 6 বিধায়ক ৷
আরও পড়ুন: মণিপুরের ভিডিয়ো কাণ্ডে সাসপেন্ড 5 পুলিশকর্মী, অস্ত্রাগার লুটের তদন্তে আইজি পদমর্যাদার অফিসার
উল্লেখ্য, কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে তিন মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত মণিপুর ৷ সংঘর্ষে কমপক্ষে 150 জনের মৃত্যু হয়েছে ৷ গৃহহীন হাজার হাজার মানুষ ৷ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু ৷ পরিস্থিতি সামলাতে উত্তর-পূর্বের এই রাজ্যে সরকার সেনা নামালেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি ৷ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবিও উঠছে ৷ মঙ্গলবার থেকে মণিপুর ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা হওয়ার কথা ৷ তার আগেই সেরাজ্যের বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে দিল কুকি পিপল'স অ্যালায়েন্স ৷