ETV Bharat / bharat

NCP MP lands in trouble for his role as Godse: গডসের চরিত্রে অভিনয় করে বিতর্কে এনসিপি সাংসদ

'হোয়াই আই কিল্ড গান্ধি' ছবিতে (Why I Killed Gandhi) নাথুরাম গডসের (Dr. Amol Kolhe as Nathuram Godse) চরিত্রে অভিনয় করার জন্য বিতর্কে জড়ালেন ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ ড. আমোল কোলহে (Nationalist Congress Party MP Dr Amol Kolhe) ৷

author img

By

Published : Jan 21, 2022, 3:33 PM IST

ncp-mp-lands-in-trouble-for-his-role-as-Nathuram godse-in-why-i-killed-gandhi
গডসের চরিত্রে অভিনয় করে বিতর্কে এনসিপি সাংসদ

মুম্বই, 21 জানুয়ারি: নাথুরাম গডসের (Dr. Amol Kolhe as Nathuram Godse) চরিত্রে অভিনয় করে বিতর্কে জড়ালেন ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ ড. আমোল কোলহে (Nationalist Congress Party MP Dr Amol Kolhe) ৷ 'হোয়াই আই কিল্ড গান্ধি' ছবিতে (Why I Killed Gandhi) তাঁর দলের বিপরীত আদর্শের একটি চরিত্রে অভিনয় করায় তাঁর বিরুদ্ধে উঠেছে সমালোচনার ঝড় ৷ তবে এক্ষেত্রে তাঁকে অভিনেতা হিসেবেই বিচার করার জন্য অনুরোধ জানিয়েছেন কোলহে ৷

বিতর্ক সামাল (NCP MP in soup after his role as Godse in 'Why I Killed Gandhi') দিতে তিনি বলেছেন, "ছবির প্লট অনুযায়ী একজন অভিনেতাকে অভিনয় করতে হয় ৷ তাঁকে ছবির পরিচালক ও প্রযোজকের নির্দেশ মেনে অভিনয় করতে হয় ৷ অনেক সময় তিনি তাঁর ইচ্ছের বিরুদ্ধেও কাজ করেন, কারণ স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ীই তাঁকে অভিনয়টা করতে হয় ৷ আমার চরিত্রের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ আমার দল এই ছবির বিপক্ষে দাঁড়ালে বা বিরোধিতা করলেও আমি এর বিরোধিতা করব না ৷"

আরও পড়ুন: গডসে থেকে কাসভ, স্বাধীনতার পর দেশে মৃত্যুদণ্ডের পরিসংখ্যান

এক্ষেত্রে কয়েকজন মন্ত্রীকে পাশে পেয়েছেন কোলহে ৷ মন্ত্রী আসলাম শেখসিদ বলেছেন, "বিজেপি এবং কেন্দ্রীয় সরকার দেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করছে ৷ গডসে একটা ছোট বিষয় ৷ আগামী দিনের নির্বাচনে আরও অনেক কিছু হতে পারে ৷ তাই এনসিপি সাংসদ আমোল কোলহের অভিনীত চরিত্রের সঙ্গে রাজনীতিকে জুড়ে দেবেন না ৷ শিল্পীর জন্য অর্থ ও চরিত্র দুটোই জরুরি ৷"

আমোল কোলহের পক্ষে সওয়াল করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজশ টোপেও (Health Minister Rajesh Tope) ৷ তিনি বলেন, "কোলহে একজন শিল্পী ৷ আর তাঁর অভিনীত চরিত্রকে শিল্পসৃষ্টি হিসেবেই দেখা উচিত ৷"

আরও পড়ুন: গডসে-মন্তব্য: শো-কজ BJP-র, চাপে পড়ে ক্ষমা চাইলেন সাধ্বী প্রজ্ঞা

মুম্বই, 21 জানুয়ারি: নাথুরাম গডসের (Dr. Amol Kolhe as Nathuram Godse) চরিত্রে অভিনয় করে বিতর্কে জড়ালেন ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ ড. আমোল কোলহে (Nationalist Congress Party MP Dr Amol Kolhe) ৷ 'হোয়াই আই কিল্ড গান্ধি' ছবিতে (Why I Killed Gandhi) তাঁর দলের বিপরীত আদর্শের একটি চরিত্রে অভিনয় করায় তাঁর বিরুদ্ধে উঠেছে সমালোচনার ঝড় ৷ তবে এক্ষেত্রে তাঁকে অভিনেতা হিসেবেই বিচার করার জন্য অনুরোধ জানিয়েছেন কোলহে ৷

বিতর্ক সামাল (NCP MP in soup after his role as Godse in 'Why I Killed Gandhi') দিতে তিনি বলেছেন, "ছবির প্লট অনুযায়ী একজন অভিনেতাকে অভিনয় করতে হয় ৷ তাঁকে ছবির পরিচালক ও প্রযোজকের নির্দেশ মেনে অভিনয় করতে হয় ৷ অনেক সময় তিনি তাঁর ইচ্ছের বিরুদ্ধেও কাজ করেন, কারণ স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ীই তাঁকে অভিনয়টা করতে হয় ৷ আমার চরিত্রের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ আমার দল এই ছবির বিপক্ষে দাঁড়ালে বা বিরোধিতা করলেও আমি এর বিরোধিতা করব না ৷"

আরও পড়ুন: গডসে থেকে কাসভ, স্বাধীনতার পর দেশে মৃত্যুদণ্ডের পরিসংখ্যান

এক্ষেত্রে কয়েকজন মন্ত্রীকে পাশে পেয়েছেন কোলহে ৷ মন্ত্রী আসলাম শেখসিদ বলেছেন, "বিজেপি এবং কেন্দ্রীয় সরকার দেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করছে ৷ গডসে একটা ছোট বিষয় ৷ আগামী দিনের নির্বাচনে আরও অনেক কিছু হতে পারে ৷ তাই এনসিপি সাংসদ আমোল কোলহের অভিনীত চরিত্রের সঙ্গে রাজনীতিকে জুড়ে দেবেন না ৷ শিল্পীর জন্য অর্থ ও চরিত্র দুটোই জরুরি ৷"

আমোল কোলহের পক্ষে সওয়াল করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজশ টোপেও (Health Minister Rajesh Tope) ৷ তিনি বলেন, "কোলহে একজন শিল্পী ৷ আর তাঁর অভিনীত চরিত্রকে শিল্পসৃষ্টি হিসেবেই দেখা উচিত ৷"

আরও পড়ুন: গডসে-মন্তব্য: শো-কজ BJP-র, চাপে পড়ে ক্ষমা চাইলেন সাধ্বী প্রজ্ঞা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.