ETV Bharat / bharat

NCP MLA with Newborn: 'আমি একজন মা ও জনপ্রতিনিধি', নবজাতককে নিয়ে বিধানসভায় এনসিপি বিধায়ক - Saroj Ahir

আড়াই মাসের নবজাতককে কোলে নিয়ে বিধানসভার অধিবেশনে যোগ দিলেন নাসিকের এনসিপি বিধায়ক শরোজ আহির (Maharashtra NCP MLA Saroj Ahir) ৷

ETV Bharat
নবজাতক কোলে বিধানসভায় এনসিপি বিধায়ক শরোজ আহির
author img

By

Published : Dec 19, 2022, 6:15 PM IST

নাগপুর, 19 ডিসেম্বর: কোলে নবজাতক সন্তানকে নিয়েই হাজির হলেন বিধানসভায়, যোগ দিলেন শীতকালীন অধিবেশনে ৷ বিধায়ক হিসেবে এমনই নজির গড়লেন মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক শরোজ আহির (Maharashtra NCP MLA Saroj Ahir) ৷ তাঁর সন্তানের বয়স মাত্র আড়াই মাস (NCP MLA with Newborn) ৷ উপায় নেই, তাই সদ্যোজাতকে নিয়েই বিধানসভায় বিধায়িকা মা ৷

গত 30 সেপ্টেম্বর মা হয়েছেন নাসিক জেলার এই বিধায়ক ৷ সন্তান জন্মের পর সাংবাদিকদেরও মুখোমুখি হয়েছিলেন শরোজ ৷ আর সোমবার তাকে কোলে করে একেবারে বিধানসভা অধিবেশনের হাজির হলেন তিনি (NCP leader attends winter session with newborn baby) ৷ এদিন থেকে নাগপুরে শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন ৷

আরও পড়ুন: গোরক্ষপুরে অনুষ্ঠিত হতে চলেছে দেশের সবচেয়ে বড় ড্রোন শো

এনসিপির এই বিধায়ক জানিয়েছেন, একজন মা হওয়ার পাশাপাশি তিনি একজন জনপ্রতিনিধিও ৷ করোনা অতিমারির কারণে গত প্রায় আড়াই বছরে নাগপুরে কোনও অধিবেশন বসেনি ৷ নিজের এলাকার মানুষের কথা তুলে ধরতে ও প্রশ্ন করতে তিনি অধিবেশনে যোগ দিয়েছেন ৷ তাঁর কথায়, "আমি আমার ভোটারদের হয়ে জবাব চাইতে এসেছি ৷"

নাগপুর, 19 ডিসেম্বর: কোলে নবজাতক সন্তানকে নিয়েই হাজির হলেন বিধানসভায়, যোগ দিলেন শীতকালীন অধিবেশনে ৷ বিধায়ক হিসেবে এমনই নজির গড়লেন মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক শরোজ আহির (Maharashtra NCP MLA Saroj Ahir) ৷ তাঁর সন্তানের বয়স মাত্র আড়াই মাস (NCP MLA with Newborn) ৷ উপায় নেই, তাই সদ্যোজাতকে নিয়েই বিধানসভায় বিধায়িকা মা ৷

গত 30 সেপ্টেম্বর মা হয়েছেন নাসিক জেলার এই বিধায়ক ৷ সন্তান জন্মের পর সাংবাদিকদেরও মুখোমুখি হয়েছিলেন শরোজ ৷ আর সোমবার তাকে কোলে করে একেবারে বিধানসভা অধিবেশনের হাজির হলেন তিনি (NCP leader attends winter session with newborn baby) ৷ এদিন থেকে নাগপুরে শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন ৷

আরও পড়ুন: গোরক্ষপুরে অনুষ্ঠিত হতে চলেছে দেশের সবচেয়ে বড় ড্রোন শো

এনসিপির এই বিধায়ক জানিয়েছেন, একজন মা হওয়ার পাশাপাশি তিনি একজন জনপ্রতিনিধিও ৷ করোনা অতিমারির কারণে গত প্রায় আড়াই বছরে নাগপুরে কোনও অধিবেশন বসেনি ৷ নিজের এলাকার মানুষের কথা তুলে ধরতে ও প্রশ্ন করতে তিনি অধিবেশনে যোগ দিয়েছেন ৷ তাঁর কথায়, "আমি আমার ভোটারদের হয়ে জবাব চাইতে এসেছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.