নয়াদিল্লি, 22 মার্চ : আম্বানির ঘটনার তদন্ত থেকে নজর ঘোরাতেই তোলাবাজির অভিযোগ আনা হয়েছে ৷ আজ এই কথা বলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷
কী ঘটেছে ?
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং ৷ মুখ্য়মন্ত্রী উদ্ভব ঠাকরেকে লেখা একটি চিঠিতে তিনি জানান, অনিল দেশমুখ প্রতিমাসে 100 কোটি টাকা করে তোলা তোলেন ৷ পরমবীর সিংয়ের লেখা ওই চিঠিতে সচিন ওয়াজ়ের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে ৷ তিনি লিখেছেন, আম্বানির বাসভবনের সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় ধৃত পুলিশ অফিসার সচিন ওয়াজ়েকে তোলাবাজির কাজে ব্য়বহার করতেন অনিল দেশমুখ ৷ এই চিঠি প্রকাশ্য়ে আসায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্র সরকার ৷
আরও পড়ুন- অনিল দেশমুখ কাণ্ডে পদক্ষেপ নেওয়ার দাবি কংগ্রেসের অন্দরে
কয়েকদিন আগে মুকেশ আম্বানির বাড়ির কাছ থেকে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধারের ঘটনায় তদন্তে ত্রুটির অভিযোগ তুলে তাঁকে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ তারপরেই উদ্ভব ঠাকরেকে ওই চিঠি পাঠান পরমবীর সিং ৷
অনিল দেশমুখের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি ওঠে কংগ্রেসের অন্দরে ৷ কংগ্রেসের প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম এবিষয়ে একটি টুইট করেন ৷ টুইটে তিনি লেখেন, পরমবীর সিং যে অভিযোগ করেছেন তা যদি সত্য়িই সঠিক হয় তাহলে শরদ পাওয়ারের উচিত এই বিষয়ে প্রশ্ন করা ৷
আরও পড়ুন-মহারাষ্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ পরমবীর সিংয়ের
এরপরেই আজ মুখ খোলেন শরদ পাওয়ার ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল আম্বানির বাসভবনের সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনা ৷ অ্য়ান্টি টেরর স্কয়্যাডের পুলিশরা তদন্ত করার পর বিষয়টি স্পষ্ট হয়েছে বিস্ফোরক ভর্তি গাড়ির মালিক হিরেনকে কে খুন করেছে ৷ শুধু তাই নয়, তদন্তে উঠে আসবে কেন হিরেনকে খুন করা হয়েছে এবং কার জন্য় তাঁকে খুন হতে হল ৷" তিনি আরও বলেন, "মুম্বই পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে ৷ এবার সেই তদন্তের অভিমুখ পরিবর্তন করতেই পরমবীর সিং ভুল ও মিথ্য়া অভিযোগ আনছেন ৷ "
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে পাওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অনিল দেখমুখের পদত্যাগের প্রয়োজন নেই । জানান, সেনার তরফেও অনিল দেশমুখের পদত্যাগ নিয়ে কোনও চাপ দেওয়া হয়নি ।