ETV Bharat / bharat

Alwar rape case : আলওয়ার ধর্ষণে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় সংখ্যালঘু কমিশনের - আলওয়ারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

আলওয়ারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগের ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল জাতীয় সংখ্যালঘু কমিশন (NCM takes cognizance on Alwar rape case) ৷ এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে কিনা ? আর না করে হলে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে ? এসব নিয়ে 24 জানুয়ারির মধ্যে মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন (National Commission for Minorities seeks report on Alwar rape Case) ৷

Alwar Rape Case National Commission for Minorities Seeks Report from Rajasthan
Alwar Rape Case National Commission for Minorities Seeks Report from Rajasthan
author img

By

Published : Jan 16, 2022, 10:20 AM IST

নয়াদিল্লি, 16 জানুয়ারি : রাজস্থানের আলওয়ারে সংখ্যালঘু সম্প্রদায়ের নাবালিকাকে ধর্ষণের অভিযোগের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ (NCM takes cognizance on Alwar rape case) নিল জাতীয় সংখ্যালঘু কমিশন ৷ শনিবার রাজস্থানের মুখ্যসচিবের কাছে এই ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে ৷ সেই সঙ্গে সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে এবং আগামী দিনে নির্যাতিতাকে সুবিচার পাইয়ে দিতে কী পদক্ষেপ নেওয়া হবে ? সেই সব তথ্য আগামী 24 জানুয়ারির মধ্যে একটি রিপোর্ট আকারে মুখ্যসচিবের কাছে চেয়েছে সংখ্যালঘু কমিশন ৷

গত 11 জানুয়ারি আলওয়ারে বিশেষভাবে সক্ষম এক নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করা হয় ৷ তিজারা উড়ালপুলের উপরে তাকে ওই অবস্থায় পাওয়া যায় ৷ রাজস্থানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই নির্যাতিতা বেশ কয়েক ঘণ্টা তাঁর বাড়ি থেকে নিখোঁজ ছিল ৷ ওই ঘটনায় রাজস্থান সরকারের কাছে ঘটনা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইকবাল সিং লালপুরা ৷

রাজস্থানের মুখ্যসচিবকে লেখা সংখ্যালঘু কমিশনের চিঠিতে বলা হয়েছে, ‘‘সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইকবাল সিং লালপুরা একটি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে (National Commission for Minorities seeks report on Alwar rape Case) ৷ সেখানে বলা হয়েছে, 2022-এর 11 জানুয়ারি রাজস্থানের আলওয়ারে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে ৷ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশেষভাবে সক্ষম নাবালিকাকে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই সে বাড়ি থেকে নিখোঁজ ছিল ৷ তাই এই ঘটনায় এনসিএম আইনের 9(ডি) ধারা অনুযায়ী 24 জানুয়ারির মধ্যে রাজস্থানের মুখ্যসচিবকে বিস্তারিত রিপোর্ট পেশ করতে নির্দেশ দিচ্ছে জাতীয় সংখ্যালঘু জাতীয় কমিশন ৷’’

আরও পড়ুন : Alwar Rape Case : আলওয়ারের প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের প্রমাণ মিলল না মেডিক্যাল রিপোর্টে

সেই সঙ্গে কমিশনের তরফে এও জানতে চাওয়া হয়েছে, অভিযুক্ত বা অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে কিনা ? আর যদি করা হয়ে থাকে, তাহলে তাঁদের বিরুদ্ধে কোন ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আর যদি তা না হয়ে থাকে, তাহলে তাঁদের গ্রেফতার করতে প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তা সুনিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ?

তবে এই ঘটনায় গত শুক্রবার ধর্ষণের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আলওয়ারের পুলিশ সুপার তেজস্বীনি গৌতম ৷ তিনি জানিয়েছেন, মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের সম্ভাবনার তথ্য খারিজ করা হয়েছে ৷ তেজস্বীনি গৌতম জানান, ‘‘প্রযুক্তিগত তথ্য এবং যে ভিডিয়ো পুলিশ পেয়েছে, তার উপর ভিত্তি করে দেখা গিয়েছে ওই নাবালিকা সুস্থ অবস্থায় তিজারা উড়ালপুলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার স্বাস্থ্য পরীক্ষায় গোপনাঙ্গে কোনও আঘাত বা ক্ষতচিহ্ন পাওয়া যায়নি ৷’’

নয়াদিল্লি, 16 জানুয়ারি : রাজস্থানের আলওয়ারে সংখ্যালঘু সম্প্রদায়ের নাবালিকাকে ধর্ষণের অভিযোগের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ (NCM takes cognizance on Alwar rape case) নিল জাতীয় সংখ্যালঘু কমিশন ৷ শনিবার রাজস্থানের মুখ্যসচিবের কাছে এই ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে ৷ সেই সঙ্গে সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে এবং আগামী দিনে নির্যাতিতাকে সুবিচার পাইয়ে দিতে কী পদক্ষেপ নেওয়া হবে ? সেই সব তথ্য আগামী 24 জানুয়ারির মধ্যে একটি রিপোর্ট আকারে মুখ্যসচিবের কাছে চেয়েছে সংখ্যালঘু কমিশন ৷

গত 11 জানুয়ারি আলওয়ারে বিশেষভাবে সক্ষম এক নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করা হয় ৷ তিজারা উড়ালপুলের উপরে তাকে ওই অবস্থায় পাওয়া যায় ৷ রাজস্থানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই নির্যাতিতা বেশ কয়েক ঘণ্টা তাঁর বাড়ি থেকে নিখোঁজ ছিল ৷ ওই ঘটনায় রাজস্থান সরকারের কাছে ঘটনা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইকবাল সিং লালপুরা ৷

রাজস্থানের মুখ্যসচিবকে লেখা সংখ্যালঘু কমিশনের চিঠিতে বলা হয়েছে, ‘‘সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইকবাল সিং লালপুরা একটি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে (National Commission for Minorities seeks report on Alwar rape Case) ৷ সেখানে বলা হয়েছে, 2022-এর 11 জানুয়ারি রাজস্থানের আলওয়ারে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে ৷ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশেষভাবে সক্ষম নাবালিকাকে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই সে বাড়ি থেকে নিখোঁজ ছিল ৷ তাই এই ঘটনায় এনসিএম আইনের 9(ডি) ধারা অনুযায়ী 24 জানুয়ারির মধ্যে রাজস্থানের মুখ্যসচিবকে বিস্তারিত রিপোর্ট পেশ করতে নির্দেশ দিচ্ছে জাতীয় সংখ্যালঘু জাতীয় কমিশন ৷’’

আরও পড়ুন : Alwar Rape Case : আলওয়ারের প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের প্রমাণ মিলল না মেডিক্যাল রিপোর্টে

সেই সঙ্গে কমিশনের তরফে এও জানতে চাওয়া হয়েছে, অভিযুক্ত বা অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে কিনা ? আর যদি করা হয়ে থাকে, তাহলে তাঁদের বিরুদ্ধে কোন ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আর যদি তা না হয়ে থাকে, তাহলে তাঁদের গ্রেফতার করতে প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তা সুনিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ?

তবে এই ঘটনায় গত শুক্রবার ধর্ষণের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আলওয়ারের পুলিশ সুপার তেজস্বীনি গৌতম ৷ তিনি জানিয়েছেন, মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের সম্ভাবনার তথ্য খারিজ করা হয়েছে ৷ তেজস্বীনি গৌতম জানান, ‘‘প্রযুক্তিগত তথ্য এবং যে ভিডিয়ো পুলিশ পেয়েছে, তার উপর ভিত্তি করে দেখা গিয়েছে ওই নাবালিকা সুস্থ অবস্থায় তিজারা উড়ালপুলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার স্বাস্থ্য পরীক্ষায় গোপনাঙ্গে কোনও আঘাত বা ক্ষতচিহ্ন পাওয়া যায়নি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.