মুম্বই, 19 অক্টোবর : আলাদা কোনও সুবিধে দেওয়া হচ্ছে না, অন্য যে কোনও অভিযুক্তের মতো অভিনেতা শাহরুখ খানের ছেলে (Shah Rukh Khan) আরিয়ান খানকে (Aryan Khan) একই ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে, জানালেন এনসিবি-র আঞ্চলিক অধিকর্তা (Zonal Director of NCB) সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) ৷
সোমবার তিনি সাংবাদিকদের বলেন, "এই উপদেশমূলক শিক্ষা শুধুমাত্র আরিয়ান খানের জন্য নয়, প্রত্যেক অভিযুক্তকেই দেওয়া হয় ৷ যে সব তরুণরা মাদকে আসক্ত, বিশেষত অল্প বয়সীরা, তাদের এই নেশা থেকে বের করে আনতে কাউন্সেল করা হয় ৷"
মুম্বই ক্রুজ পার্টির মাদক মামলায় অন্যতম অভিযুক্ত আরিয়ান খান এখন আর্থার রোডের জেলে (Arthur Road Prison) বন্দি ৷ সে দুঃস্থদের সাহায্য করবে এবং ভুল পথ থেকে সরে আসবে, কাউন্সেলিং চলাকালীন আধিকারিকদের এই কথা জানিয়েছে শাহরুখ-পুত্র ৷ জানা গিয়েছে, আরিয়ান আরও জানিয়েছে যে জেল থেকে বেরনোর পর সে এমন কিছু করবে, যাতে সবাই তার জন্য গর্ব বোধ করে ৷
আরও পড়ুন : Aryan Khan : 'আর্তের সেবায় নিজেকে ডুবিয়ে দেব', এনসিবি আধিকারিককে বললেন আরিয়ান
সরকারি সূত্রে জানা গিয়েছে, 2 জন মহিলা-সহ 8 জন অভিযুক্তের প্রত্যেকের কাউন্সেলিং করা হয়েছে ৷ 2 অক্টোবর এদের সবাইকে আটক করে এনসিবি ৷
14 অক্টোবর মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত (Mumbai Special NDPS Court) জানিয়েছে, 20 অক্টোবর আরিয়ান খান (Aryan Khan), আরবাজ মার্চেন্ট (Arbaaz Merchant), মুনমুন ধামেচা-র (Munmun Dhamecha) জামিনের আবেদনের রায় দেবে ৷ এর আগে এনসিবি আদালতে জানায়, তদন্তে নেমে তারা জানতে পেরেছে যে, নিষিদ্ধ মাদক জোগাড় এবং চোরাচালানের সঙ্গে জড়িত আরিয়ান ৷ সে আরবাজ খানের থেকে মাদক পেয়েছিল ৷
জেল সূত্রে জানা গিয়েছে, 15 অক্টোবর আর্থার রোডের জেল থেকে বাবা শাহরুখ ও মা গৌরী খানের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছে আরিয়ান ৷