ETV Bharat / bharat

Mumbai Cruise Drug Case : মাদক মামলায় আর্থিক লেনদেন ? সাক্ষীর অভিযোগে তদন্ত শুরু এনসিবির - সমীর ওয়াংখেড়ে

মাদক মামলায় আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সইল ৷ তাঁর অভিযোগের সত্যাসত্য খতিয়ে দেখতে আলাদা করে তদন্ত শুরু করল এনসিবি ৷

NCB commences probe into allegations made by mumbai cruise drug case witness
Mumbai Cruise Drug Case : মাদক মামলায় আর্থিক লেনদেন ? সাক্ষীর অভিযোগে তদন্ত শুরু এনসিবি-র
author img

By

Published : Oct 25, 2021, 6:27 PM IST

মুম্বই, 25 অক্টোবর : মুম্বই উপকূলে বিলাসবহুল প্রমোদতরীতে মাদক উদ্ধারের পিছনে সত্যিই কি রয়েছে কোনও গোপন রহস্য ? সত্যিই কি মোটা টাকার বিনিময়ে সাজানো হয়েছে গোটা ঘটনা ? এসবের উত্তর খুঁজতেই এবার আলাদা করে তদন্ত শুরু করল এনসিবি (Narcotics Control Bureau) ৷ সংস্থার ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং (Gyaneshwar Singh) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমাদের ডিজির কাছ থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ডিডিজি একটি রিপোর্ট পেয়েছেন ৷ তিনি বিষয়টি তদন্ত করে দেখার কথা বলেছেন ৷ চিফ ভিজিল্যান্স অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সবেমাত্র তদন্ত শুরু হয়েছে ৷ তাই এখনই কোনও আধিকারিকের সম্পর্কে কোনও মন্তব্য করা উচিত নয় ৷’’

আরও পড়ুন : Sameer Wankhede : আমার পরিবারকে নিশানা করা হচ্ছে, মাদক কাণ্ডে মন্তব্য এনসিবি কর্তার

প্রসঙ্গত, মাদক কাণ্ডে এনসিবি-র (NCB) আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে ইতিমধ্যেই মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ৷ প্রভাকর সইল (Prabhakar Sail) নামে ঘটনার এক সাক্ষীই এই অভিযোগ তুলেছেন ৷ পুলিশের গাড়িতে তাঁকে অন্ধেরি নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেই সময় চিৎকার করে ওঠেন প্রভাকর ৷ তাঁর দাবি, তাঁকে খুন করা হতে পারে ৷ এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েই তাঁকে খুন করতে পারেন বলে অভিযোগ করেন প্রভাকর ৷ এই ঘটনায় অন্যতম রহস্যময় ও চর্চিত চরিত্র কে পি গোসাভি নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকেই তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন বলে জানিয়েছেন প্রভাকর ৷

আরও পড়ুন : Sameer Wankhede: এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের গতিবিধিতে নজরদারি মুম্বই পুলিশের !

অন্যদিকে, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও (Sanjay Raut) অভিযোগ করেন, মাদক কাণ্ডের পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে ৷ তাঁর দাবি, কিছু প্রভাবশালী মানুষ টাকার লেনদেন করে মিথ্যা মামলা তৈরি করছে ৷ এর আগে টুইটারে শাহরুখপুত্র আরিয়ান খানের (Aryan Khan) একটি ভিডিয়োও পোস্ট করেন সঞ্জয় ৷ সেখানে আরিয়ানের পাশেই গোসাভিকে বসে থাকতে দেখা যায় ৷ সঞ্জয়ের দাবি, এই ঘটনায় এনসিবি সাক্ষীকে (প্রভাকর) দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়েছে ৷ প্রকৃত সত্য সামনে আনতে পুলিশের এই বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত বলেও মন্তব্য করেন সঞ্জয় রাউত ৷ এরই মধ্যে এনসিবি জানিয়ে দিল, তারা নিজেরাই আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখছে ৷

মুম্বই, 25 অক্টোবর : মুম্বই উপকূলে বিলাসবহুল প্রমোদতরীতে মাদক উদ্ধারের পিছনে সত্যিই কি রয়েছে কোনও গোপন রহস্য ? সত্যিই কি মোটা টাকার বিনিময়ে সাজানো হয়েছে গোটা ঘটনা ? এসবের উত্তর খুঁজতেই এবার আলাদা করে তদন্ত শুরু করল এনসিবি (Narcotics Control Bureau) ৷ সংস্থার ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং (Gyaneshwar Singh) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমাদের ডিজির কাছ থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ডিডিজি একটি রিপোর্ট পেয়েছেন ৷ তিনি বিষয়টি তদন্ত করে দেখার কথা বলেছেন ৷ চিফ ভিজিল্যান্স অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সবেমাত্র তদন্ত শুরু হয়েছে ৷ তাই এখনই কোনও আধিকারিকের সম্পর্কে কোনও মন্তব্য করা উচিত নয় ৷’’

আরও পড়ুন : Sameer Wankhede : আমার পরিবারকে নিশানা করা হচ্ছে, মাদক কাণ্ডে মন্তব্য এনসিবি কর্তার

প্রসঙ্গত, মাদক কাণ্ডে এনসিবি-র (NCB) আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে ইতিমধ্যেই মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ৷ প্রভাকর সইল (Prabhakar Sail) নামে ঘটনার এক সাক্ষীই এই অভিযোগ তুলেছেন ৷ পুলিশের গাড়িতে তাঁকে অন্ধেরি নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেই সময় চিৎকার করে ওঠেন প্রভাকর ৷ তাঁর দাবি, তাঁকে খুন করা হতে পারে ৷ এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েই তাঁকে খুন করতে পারেন বলে অভিযোগ করেন প্রভাকর ৷ এই ঘটনায় অন্যতম রহস্যময় ও চর্চিত চরিত্র কে পি গোসাভি নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকেই তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন বলে জানিয়েছেন প্রভাকর ৷

আরও পড়ুন : Sameer Wankhede: এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের গতিবিধিতে নজরদারি মুম্বই পুলিশের !

অন্যদিকে, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও (Sanjay Raut) অভিযোগ করেন, মাদক কাণ্ডের পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে ৷ তাঁর দাবি, কিছু প্রভাবশালী মানুষ টাকার লেনদেন করে মিথ্যা মামলা তৈরি করছে ৷ এর আগে টুইটারে শাহরুখপুত্র আরিয়ান খানের (Aryan Khan) একটি ভিডিয়োও পোস্ট করেন সঞ্জয় ৷ সেখানে আরিয়ানের পাশেই গোসাভিকে বসে থাকতে দেখা যায় ৷ সঞ্জয়ের দাবি, এই ঘটনায় এনসিবি সাক্ষীকে (প্রভাকর) দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়েছে ৷ প্রকৃত সত্য সামনে আনতে পুলিশের এই বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত বলেও মন্তব্য করেন সঞ্জয় রাউত ৷ এরই মধ্যে এনসিবি জানিয়ে দিল, তারা নিজেরাই আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.