ETV Bharat / bharat

চাইবাসায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম পিএলএফআই নেতা - naxalite sanichar surin encounter in chaibasa by security forces

ঝাড়খণ্ডের চাইবাসায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে পিএলএফআই (PLFI) নেতা সানিচর সুরিনের ৷ 10 লক্ষ টাকা মাথার ধার্য হওয়ার এই মাওবাদী নেতার মৃত্যুর খবর জানিয়েছে প্রশাসন ৷ পিদুং বড় কাসাল বনে তল্লাশি অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী ৷

পিএলএফআই জঙ্গি সানিচর সুরিন নিহত ৷
পিএলএফআই জঙ্গি সানিচর সুরিন নিহত ৷
author img

By

Published : Jul 17, 2021, 11:43 AM IST

চাইবাসা (ঝাড়খণ্ড), 17 জুলাই : নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল মাওবাদী সংগঠন পিএলএফআই (Peoples' Liberation Front of India- PLFI) নেতা সানিচর সুরিনের ৷ সরকারি তরফে তার মাথার দাম ধার্য করা ছিল 10 লক্ষ টাকা ৷ নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে তার ৷ চাইবাসা জেলার গুদরি থানার অন্তর্গত পিদুং বড় কাসাল বনে এনকাউন্টারটি ঘটে ৷

খুন্তি পুলিশের কাছে গোপন খবর ছিল, সানিচরের স্কোয়াড রানিয়া এলাকায় শিবির স্থাপন করা হবে এবং কিছু বড় ঘটনা ঘটাতে চলছে । এরপরই খুন্তি পুলিশ ও সিআরপিএফের 99 নম্বর ব্যাটেলিয়নের একটি দল পিদুং বড় কাসাল বনে তল্লাশি শুরু করে । নিরাপত্তা বাহিনীকে দেখে সানিচরের স্কোয়াডের দিক থেকে গুলি শুরু করা হয় । বাহিনীও তার উত্তর দেয় ৷ সানিচরের সঙ্গীরা পালাতে সক্ষম হলেও সানিচরের গুলি লাগে ।

এনকাউন্টারে মাওবাদী নেতার মৃত্যুর কথা জানিয়ে পুলিশের তরফে জানানো হয়, মাওবাদী নেতার মৃতদেহ সনাক্ত করা হচ্ছে । পুলিশের তরফে বলা হচ্ছে, মৃতদেহটি মাওবাদী নেতা সানিচর সুরিনেরই । এখনও তল্লাশি অভিযান চলছে বনে ।

আরও পড়ুন : 2টি আগ্নেয়াস্ত্র ও 5 রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার দুই বেআইনি অস্ত্র ব্যবসায়ী

চাইবাসা (ঝাড়খণ্ড), 17 জুলাই : নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল মাওবাদী সংগঠন পিএলএফআই (Peoples' Liberation Front of India- PLFI) নেতা সানিচর সুরিনের ৷ সরকারি তরফে তার মাথার দাম ধার্য করা ছিল 10 লক্ষ টাকা ৷ নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে তার ৷ চাইবাসা জেলার গুদরি থানার অন্তর্গত পিদুং বড় কাসাল বনে এনকাউন্টারটি ঘটে ৷

খুন্তি পুলিশের কাছে গোপন খবর ছিল, সানিচরের স্কোয়াড রানিয়া এলাকায় শিবির স্থাপন করা হবে এবং কিছু বড় ঘটনা ঘটাতে চলছে । এরপরই খুন্তি পুলিশ ও সিআরপিএফের 99 নম্বর ব্যাটেলিয়নের একটি দল পিদুং বড় কাসাল বনে তল্লাশি শুরু করে । নিরাপত্তা বাহিনীকে দেখে সানিচরের স্কোয়াডের দিক থেকে গুলি শুরু করা হয় । বাহিনীও তার উত্তর দেয় ৷ সানিচরের সঙ্গীরা পালাতে সক্ষম হলেও সানিচরের গুলি লাগে ।

এনকাউন্টারে মাওবাদী নেতার মৃত্যুর কথা জানিয়ে পুলিশের তরফে জানানো হয়, মাওবাদী নেতার মৃতদেহ সনাক্ত করা হচ্ছে । পুলিশের তরফে বলা হচ্ছে, মৃতদেহটি মাওবাদী নেতা সানিচর সুরিনেরই । এখনও তল্লাশি অভিযান চলছে বনে ।

আরও পড়ুন : 2টি আগ্নেয়াস্ত্র ও 5 রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার দুই বেআইনি অস্ত্র ব্যবসায়ী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.