ETV Bharat / bharat

Mumbai Cruise Drug : প্রমোদতরী কাণ্ডে আটক করলেও 3 বিজেপি ঘনিষ্ঠকে ছেড়েছে এনসিবি, অভিযোগ নবাব মালিকের

3 অক্টোবর মুম্বই ক্রুজ শিপে আরিয়ান খান-সহ 11 জনকে আটক করেছিল এনসিবি ৷ কিন্তু ঘণ্টা দুয়েক পরে একসঙ্গে 3 জনকে ছেড়ে দেয় ৷ আর এরা বিজেপির ঘনিষ্ঠ বলে দাবি করলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি মুখপাত্র নবাব মালিক ৷

এনসিবি-বিজেপি যোগ
এনসিবি-বিজেপি যোগ
author img

By

Published : Oct 9, 2021, 2:00 PM IST

মুম্বই, 9 অক্টোবর : মুম্বইয়ে ক্রুজ শিপ মাদক মামলায় আটক 11 জনের মধ্যে 3 জনকে ছেড়ে দিয়েছিল এনসিবি (Narcotics Control Bureau, NCB) ৷ আর এতে বিজেপির যোগসাজশ রয়েছে বলে অভিযোগ ৷ বাকিদের বাদ দিয়ে 3 জনকে ছেড়ে দেওয়া নিয়ে সাংবাদিক সম্মেলনে এনসিবির বিরুদ্ধে তোপ দাগলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি-র (National Congress Party, NCP) মুখপাত্র নবাব মালিক (Nawab Malik) ৷

সাংবাদিকদের তিনি একটি ভিডিয়ো দেখান ৷ সেখানে তিনি ছেড়ে দেওয়া 3 জনের মধ্যে প্রথমে ঋষভ সচদেবের (Vrishabh Sachdeva) নাম উল্লেখ করেন ৷ এনসিপি নেতা জানান, ঋষভ বিজেপির যুব মোর্চার অধ্যক্ষ মোহিত কম্বোজ (Mohit Kamboj) ওরফে মোহিত ভারতীর শালা ৷ সেখানে মোহিতের সঙ্গে ঋষভের ছবিও দেখানো হয় ৷ এনসিবি ঋষভকে ছেড়ে দেওয়ার সময়, তাঁর সঙ্গে তাঁর বাবা ছিলেন ৷ বাকি দু'জন প্রতীক গাভা (Pratik Gaba), আমির ফার্নিচারওয়ালা (Aamir Furniturewala) ৷ এঁদের দু'জনের আমন্ত্রণেই আরিয়ান খান ওই ক্রুজ শিপে গিয়েছিলেন বলে দাবি করেন নবাব মালিক ৷ এমনকি কোর্টে মামলার শুনানির সময়েও ওই 3 জনের নামোল্লেখ করা হয়েছে, জানান মন্ত্রী ৷ অথচ 2 ঘণ্টার মধ্যে 3 জনকে ছেড়ে দেওয়া নিয়ে এনসিবি-বিজেপি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি ৷

আরও পড়ুন : Aryan Khan: মিলল না জামিন, আপাতত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানের

তিনি আরও জানান, ক্রুজ শিপে তল্লাশি চালানোর দিন সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) সাংবাদিকদের জানান যে 8-10 জনকে আটক করা হয়েছে ৷ যদিও সেটা মিথ্যে বলে অভিযোগ নেতা নবাব মালিকের ৷ ওই সময় 11 জনকে আটক করা হয়েছিল ৷ রাত থেকে সকাল পর্যন্ত সমস্ত তথ্য রয়েছে মুম্বই পুলিশের কাছে ৷

সেদিন ত্রুজ শিপে 12 ঘণ্টা ধরে 1 হাজার 300 লোকের তল্লাশি চালানো হয় ৷ তার মধ্যে মাত্র 11 জনকে আটক করে এনসিবি অফিসে আনা হয়েছিল ৷ এরপর কার নির্দেশে এনসিবি 3 জনকে ছেড়ে দিল, প্রশ্ন তোলেন মন্ত্রী নবাব মালিক ৷ তিনি সমীর ওয়াংখেড়ের কল রেকর্ড চেক করার দাবিও জানিয়েছেন ৷ নবাব মালিকের দাবি, সমীর ওয়াংখেড়ের সঙ্গে দিল্লি এবং মহারাষ্ট্রের বিজেপি নেতাদের কথা হয়েছে ৷ এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন নবাব মালিক ৷

মুম্বই, 9 অক্টোবর : মুম্বইয়ে ক্রুজ শিপ মাদক মামলায় আটক 11 জনের মধ্যে 3 জনকে ছেড়ে দিয়েছিল এনসিবি (Narcotics Control Bureau, NCB) ৷ আর এতে বিজেপির যোগসাজশ রয়েছে বলে অভিযোগ ৷ বাকিদের বাদ দিয়ে 3 জনকে ছেড়ে দেওয়া নিয়ে সাংবাদিক সম্মেলনে এনসিবির বিরুদ্ধে তোপ দাগলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি-র (National Congress Party, NCP) মুখপাত্র নবাব মালিক (Nawab Malik) ৷

সাংবাদিকদের তিনি একটি ভিডিয়ো দেখান ৷ সেখানে তিনি ছেড়ে দেওয়া 3 জনের মধ্যে প্রথমে ঋষভ সচদেবের (Vrishabh Sachdeva) নাম উল্লেখ করেন ৷ এনসিপি নেতা জানান, ঋষভ বিজেপির যুব মোর্চার অধ্যক্ষ মোহিত কম্বোজ (Mohit Kamboj) ওরফে মোহিত ভারতীর শালা ৷ সেখানে মোহিতের সঙ্গে ঋষভের ছবিও দেখানো হয় ৷ এনসিবি ঋষভকে ছেড়ে দেওয়ার সময়, তাঁর সঙ্গে তাঁর বাবা ছিলেন ৷ বাকি দু'জন প্রতীক গাভা (Pratik Gaba), আমির ফার্নিচারওয়ালা (Aamir Furniturewala) ৷ এঁদের দু'জনের আমন্ত্রণেই আরিয়ান খান ওই ক্রুজ শিপে গিয়েছিলেন বলে দাবি করেন নবাব মালিক ৷ এমনকি কোর্টে মামলার শুনানির সময়েও ওই 3 জনের নামোল্লেখ করা হয়েছে, জানান মন্ত্রী ৷ অথচ 2 ঘণ্টার মধ্যে 3 জনকে ছেড়ে দেওয়া নিয়ে এনসিবি-বিজেপি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি ৷

আরও পড়ুন : Aryan Khan: মিলল না জামিন, আপাতত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানের

তিনি আরও জানান, ক্রুজ শিপে তল্লাশি চালানোর দিন সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) সাংবাদিকদের জানান যে 8-10 জনকে আটক করা হয়েছে ৷ যদিও সেটা মিথ্যে বলে অভিযোগ নেতা নবাব মালিকের ৷ ওই সময় 11 জনকে আটক করা হয়েছিল ৷ রাত থেকে সকাল পর্যন্ত সমস্ত তথ্য রয়েছে মুম্বই পুলিশের কাছে ৷

সেদিন ত্রুজ শিপে 12 ঘণ্টা ধরে 1 হাজার 300 লোকের তল্লাশি চালানো হয় ৷ তার মধ্যে মাত্র 11 জনকে আটক করে এনসিবি অফিসে আনা হয়েছিল ৷ এরপর কার নির্দেশে এনসিবি 3 জনকে ছেড়ে দিল, প্রশ্ন তোলেন মন্ত্রী নবাব মালিক ৷ তিনি সমীর ওয়াংখেড়ের কল রেকর্ড চেক করার দাবিও জানিয়েছেন ৷ নবাব মালিকের দাবি, সমীর ওয়াংখেড়ের সঙ্গে দিল্লি এবং মহারাষ্ট্রের বিজেপি নেতাদের কথা হয়েছে ৷ এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন নবাব মালিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.