ETV Bharat / bharat

Navy Chief over Agnipath Protest : "আমি ভাবতে পারিনি এরকম হবে", দেশজুড়ে অগ্নিপথ-বিক্ষোভ প্রসঙ্গে নৌসেনা প্রধান

সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে নয়া প্রকল্প অগ্নিপথকে কেন্দ্র করে দেশজুড়ে কার্যত আগুন জ্বলছে ৷ কয়েকশো চাকরি প্রার্থী গ্রেফতার হয়েছেন ৷ সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে একজন মারা গিয়েছেন ৷ এমনটা যে হবে, তা অনুমান করতে পারেননি নৌ সেনাপ্রধান আর হরিকুমার (Navy Chief over Agnipath Protest) ৷

Navy Chief R Hari Kumar
নৌসেনা প্রধান আর হরি কুমার
author img

By

Published : Jun 18, 2022, 10:46 AM IST

নয়াদিল্লি, 18 জুন : সামরিক বাহিনীতে নিয়োগের নতুন প্রকল্প অগ্নিপথ ঘিরে যে দেশজুড়ে এমন তাণ্ডব হবে, তা বোধহয় কেউই ভাবতে পারেনি ৷ এমনকী নৌসেনা প্রধানও নয় ৷ একটি সংবাদসংস্থাকে নৌ সেনাপ্রধান অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, "এরকম প্রতিবাদ যে হতে পারে, তা আমি ভাবতে পারিনি ৷ আমরা প্রায় দেড় বছর ধরে এই প্রকল্পের উপর কাজ করেছি ৷"

তিনি এই প্রকল্পকে 'পরিবর্তন' হিসেবে উল্লেখ করে বলেন, "এটা মেড-ইন-ইন্ডিয়া এবং মেড-ফর ইন্ডিয়া ৷" তাঁর মতে এটি ভারতের নিজস্ব এবং ভারতের জন্য ৷ শান্তি ফেরানোর আর্জি জানিয়ে নৌপ্রধান বলেন, "আমি সবাইকে বলব, এভাবে বিক্ষোভ প্রদর্শন না করতে ৷ হিংসা বন্ধ করুন ৷ আগে এই প্রকল্পটা সবাইকে বুঝতে হবে ৷ শান্তি বজায় রাখুন ৷ দেশের সেবায় তরুণদের জন্য এটা একটা বড় সুযোগ ৷" তিনি বিক্ষোভকারীদের অগ্নিপথ প্রকল্পটি ভাল করে পড়ে বোঝার আবেদন জানিয়েছেন (Navy Chief R Hari Kumar says did not anticipate Violent Protests Over Agnipath Scheme) ৷

অ্যাডমিরালের মতে মানুষ ভুল বুঝে রাস্তায় নেমেছে ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "প্রথম যখন এই প্রকল্প নিয়ে চিন্তাভাবনা শুরু হয়, তখন সেই দলে আমি ছিলাম ৷ দেড় বছর সময় ধরে আমরা এ নিয়ে কাজ করেছি ৷ এবার প্রকল্পটি রূপায়নের সময় এসে গিয়েছে এবং সেনাবাহিনীতে এর প্রয়োগ করা হবে ৷"

14 জুন, মঙ্গলবার তিন সেনাপ্রধানের উপস্থিতিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করেন ৷ এই প্রকল্পের আওতায় 17.5-21 বছর বয়স পর্যন্ত তরুণদের নিয়োগ করার কথা জানানো হয়েছিল ৷ পরে দেশজুড়ে প্রতিবাদের ফলে বয়সের ঊর্ধ্বসীমা 23 করা হয় ৷

আরও পড়ুন : অগ্নিপথ বিক্ষোভের মাঝেই অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা কেন্দ্রের

এতে স্থল, বায়ু এবং নৌ সেনাবাহিনীতে জওয়ানরা 4 বছর সময় পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন ৷ মেয়াদ শেষে এই জওয়ানদের 25 শতাংশকে ভারতীয় সেনাবাহিনীতে নেওয়া হবে ৷ বাকিদের সঙ্গে চুক্তি মিটে যাবে অর্থাৎ তাঁরা আর চাকরিতে বহাল থাকবেন না ৷ 4 বছরের শেষে 'সেবা নিধি' প্রকল্প থেকে তাঁদের হাতে এককালীন থোক টাকা তুলে দেওয়া হবে ৷ সব মিলিয়ে এই প্রকল্প স্বল্পমেয়াদি এবং চুক্তিভিত্তিক ৷ এতে জওয়ানদের পেনশন পাওয়ার কোনও সুযোগ নেই ৷ দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজও করে পদোন্নতিও করতে পারবেন না তাঁরা ৷

এর প্রতিবাদেই দেশজুড়ে বিক্ষোভে নামে চাকরি প্রার্থীরা ৷ বিহার, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ-সহ অন্য রাজ্যগুলিতেও প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে ৷ আগুন লাগিয়ে দেওয়া ট্রেনে ৷ প্রায় তিনশোর বেশি ট্রেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে ৷ রেল মন্ত্রকের বিরাট ক্ষতি হয়েছে ৷ গুলি চলেছে সেকেন্দ্রাবাদে ৷ এক বিক্ষোভকারীর মৃত্যুও হয়েছে৷ দেশজুড়ে কয়েকশো বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Agnipath Protest : বিহারের দ্বারভাঙায় অগ্নিপথ-বিক্ষোভ, আটকে যাওয়া স্কুলবাসে কান্না আতঙ্কিত পড়ুয়াদের

নয়াদিল্লি, 18 জুন : সামরিক বাহিনীতে নিয়োগের নতুন প্রকল্প অগ্নিপথ ঘিরে যে দেশজুড়ে এমন তাণ্ডব হবে, তা বোধহয় কেউই ভাবতে পারেনি ৷ এমনকী নৌসেনা প্রধানও নয় ৷ একটি সংবাদসংস্থাকে নৌ সেনাপ্রধান অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, "এরকম প্রতিবাদ যে হতে পারে, তা আমি ভাবতে পারিনি ৷ আমরা প্রায় দেড় বছর ধরে এই প্রকল্পের উপর কাজ করেছি ৷"

তিনি এই প্রকল্পকে 'পরিবর্তন' হিসেবে উল্লেখ করে বলেন, "এটা মেড-ইন-ইন্ডিয়া এবং মেড-ফর ইন্ডিয়া ৷" তাঁর মতে এটি ভারতের নিজস্ব এবং ভারতের জন্য ৷ শান্তি ফেরানোর আর্জি জানিয়ে নৌপ্রধান বলেন, "আমি সবাইকে বলব, এভাবে বিক্ষোভ প্রদর্শন না করতে ৷ হিংসা বন্ধ করুন ৷ আগে এই প্রকল্পটা সবাইকে বুঝতে হবে ৷ শান্তি বজায় রাখুন ৷ দেশের সেবায় তরুণদের জন্য এটা একটা বড় সুযোগ ৷" তিনি বিক্ষোভকারীদের অগ্নিপথ প্রকল্পটি ভাল করে পড়ে বোঝার আবেদন জানিয়েছেন (Navy Chief R Hari Kumar says did not anticipate Violent Protests Over Agnipath Scheme) ৷

অ্যাডমিরালের মতে মানুষ ভুল বুঝে রাস্তায় নেমেছে ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "প্রথম যখন এই প্রকল্প নিয়ে চিন্তাভাবনা শুরু হয়, তখন সেই দলে আমি ছিলাম ৷ দেড় বছর সময় ধরে আমরা এ নিয়ে কাজ করেছি ৷ এবার প্রকল্পটি রূপায়নের সময় এসে গিয়েছে এবং সেনাবাহিনীতে এর প্রয়োগ করা হবে ৷"

14 জুন, মঙ্গলবার তিন সেনাপ্রধানের উপস্থিতিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করেন ৷ এই প্রকল্পের আওতায় 17.5-21 বছর বয়স পর্যন্ত তরুণদের নিয়োগ করার কথা জানানো হয়েছিল ৷ পরে দেশজুড়ে প্রতিবাদের ফলে বয়সের ঊর্ধ্বসীমা 23 করা হয় ৷

আরও পড়ুন : অগ্নিপথ বিক্ষোভের মাঝেই অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা কেন্দ্রের

এতে স্থল, বায়ু এবং নৌ সেনাবাহিনীতে জওয়ানরা 4 বছর সময় পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন ৷ মেয়াদ শেষে এই জওয়ানদের 25 শতাংশকে ভারতীয় সেনাবাহিনীতে নেওয়া হবে ৷ বাকিদের সঙ্গে চুক্তি মিটে যাবে অর্থাৎ তাঁরা আর চাকরিতে বহাল থাকবেন না ৷ 4 বছরের শেষে 'সেবা নিধি' প্রকল্প থেকে তাঁদের হাতে এককালীন থোক টাকা তুলে দেওয়া হবে ৷ সব মিলিয়ে এই প্রকল্প স্বল্পমেয়াদি এবং চুক্তিভিত্তিক ৷ এতে জওয়ানদের পেনশন পাওয়ার কোনও সুযোগ নেই ৷ দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজও করে পদোন্নতিও করতে পারবেন না তাঁরা ৷

এর প্রতিবাদেই দেশজুড়ে বিক্ষোভে নামে চাকরি প্রার্থীরা ৷ বিহার, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ-সহ অন্য রাজ্যগুলিতেও প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে ৷ আগুন লাগিয়ে দেওয়া ট্রেনে ৷ প্রায় তিনশোর বেশি ট্রেনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে ৷ রেল মন্ত্রকের বিরাট ক্ষতি হয়েছে ৷ গুলি চলেছে সেকেন্দ্রাবাদে ৷ এক বিক্ষোভকারীর মৃত্যুও হয়েছে৷ দেশজুড়ে কয়েকশো বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Agnipath Protest : বিহারের দ্বারভাঙায় অগ্নিপথ-বিক্ষোভ, আটকে যাওয়া স্কুলবাসে কান্না আতঙ্কিত পড়ুয়াদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.